Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 18:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 গিবিয়োন, রামাহ্, বেরোৎ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 গিবিয়োন, রামা, বেরোৎ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 গিবিয়োন, রামা, বেরোৎ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 গিবিয়োন, রামা, বেরোৎ, মিস্‌পী,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 বিন্যামীনের পরিবারগোষ্ঠী এ ছাড়াও পেয়েছিল গিবিয়োন, রামা, বেরোত্‌,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 গিবিয়োন, রামা, বেরোৎ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 18:25
25 ক্রস রেফারেন্স  

ইসরায়েলীরা তখন রওনা হল এবং তৃতীয় দিনে তাদের নগরগুলির কাছে উপস্থিত হল। এই নগরগুলি হল গিবিয়োন, কফিরা, বেরোৎ ও কিরিয়াত-জিয়ারিম।


সন্ধ্যা হবার পর যোষেফ নামে আরিমাথিয়া শহরের একজন ধনী ব্যক্তি সেখানে এলেন। তিনিও যীশুর শিষ্য হয়েছিলেন।


প্রভু পরমেশ্বর বলেন, রামায় ধ্বনিত হচ্ছে একটি কণ্ঠস্বর, আকুল কান্না আর তীব্র বিলাপে ভরা রাহেল কাঁদছে তার সন্তানদের শোকে, তারা আজ আর নেই! মানে না সে কোন সান্ত্বনার বাণী।


পরাসীম পর্বতে এবং গিবিয়োন উপত্যকায় প্রভু পরমেশ্বর যেভাবে যুদ্ধ করেছিলেন, সেইভাবে এখানেও তিনি তাঁর পরিকল্পনা রূপায়ণের জন্য যুদ্ধ করবেন। অনুপম তাঁর কার্যাবলী! তিনি সমাপ্ত করবেন তাঁর এই রহস্যময় কাজ।


তখন গিবিয়োনে প্রভু পরমেশ্বর যেভাবে তাঁকে দর্শন দিয়েছিলেন সেইভাবে আবার তাঁকে দর্শন দিলেন।


ইফ্রয়িম প্রদেশের পার্বত্য অঞ্চলে রামাথায়িম-সোফিম একটি গ্রাম। সেখানে এলকানা নামে ইফ্রয়িম বংশের এক ব্যক্তি বাস করতেন। তাঁর পিতার নাম যিহোরাম। যিহোরাম ছিলেন ইলিহুর পুত্র। ইলিহু তোহের পুত্র। তোহ সুফের পুত্র।


সানোয়াহ্ ঐন-গন্নিম, তপূহ্, ঐনম, যারমুৎ,


এ সব কথা শুনে অদোনি-সেদক খুব ভয় পেলেন কারণ গিবিয়োন নগরটি ছিল রাজধানীর মত বড়, অয়ের চেয়েও বড় এবং সেখানকার লোকেরাও ছিল বীর যোদ্ধা।


তারপর তিনি যিহূদা গোষ্ঠীর প্রত্যেক বংশকে এবং সমস্ত বংশের প্রত্যেক পরিবারকে একে একে উপস্থিত করলে সেরাহ্-র পরিবার নির্দিষ্ট হল। সেরাহ্-র পরিবারের সকল পুরুষকে একে একে উপস্থিত করলে সাব্‌দি নির্দিষ্ট হল।


পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট বারোটি নগর।


মিস্‌পী, কেফিরা, মোৎসা, রেকাম,


বিন্যামীন গোষ্ঠীর এলাকা থেকে তারা সংলগ্ন চারণভূমিসহ গিবিয়োন, গেবা, আনাথোৎ ও আল্‌মোন—এই চারটি নগর তাদের দিল।


একদিন অবনের এবং ইসবোশেথের রাজকর্মচারীরা মহনায়িম থেকে গিবিয়োনে গিয়েছিল।


বানাহ্ ও রেকভ নামে ইসবোশেথের দুজন দলপতি ছিলেন। এঁদের বাবা রিম্মোন বিরোথের বিন্যামীন গোষ্ঠীর লোক ছিলেন। (বিরোথও বিন্যামীন গোষ্ঠীর এলাকার অন্তর্ভুক্ত ছিল।


ইসরায়েলরাজ বাশা যিহুদীয়া আক্রমণ করে রামাতে গড় তৈরী করতে লাগলেন যাতে যিহুদীয়াতে আসা-যাওয়ার কোন পথ না থাকে।


তারা গিরিপথ পার হয়ে এসে গেবাতে রাত্রিবাস করছে। রামা শহরের অধিবাসীর ভয়ে কাঁপছে এবং শৌলের শহর গিবিয়ার মানুষ পালিয়ে গেছে।


কিন্তু যিরিহো এবং অয় নগর দুটির যে দশা যিহোশূয় করেছিলেন, তা শোনার পর গিবিয়োনের অধিবাসীরা একটা চাতুরী করল।


সেই সীমারেখা সেখান থেকে ঘুরে রামাহ্ ও প্রাচীরঘেরা নগর টায়ার পর্যন্ত এবং সেখান থেকে আবার হোষা পর্যন্ত প্রসারিত হল। এর পশ্চিম প্রান্তে ছিল মহলাব, আক্‌ষিব, উন্মাহ্ আফেক ও রাহোব নগর।


তার মনিব বলল, না, এরা ইসরায়েলী নয়, এই বিজাতীয়দের নগরে আমরা ঢুকব না, বরং চল আমরা গিবিয়াতে যাই।


তার মনিব তাকে বলল, চল আমরা আরও খানিকটা এগিয়ে গিয়ে গিবিয়া কিম্বা রামায় রাত কাটাব।


পরদিন ভোরে তাঁরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রণতি জানিয়ে রামায়-তাঁদের নিজেদের বাড়িতে ফিরে গেলেন। এলকানা তাঁর স্ত্রী হান্নার সঙ্গে মিলিত হলে প্রভু পরমেশ্বর হান্নাকে অনুগ্রহ দান করলেন।


যিইয়েল গিবিয়োন নগর পত্তন করেন এবং সেই স্থানেই বসতি স্থাপন করেন। তাঁর স্ত্রী নাম ছিল মাখা।


হাৎসোর, রামা, গিত্তয়িম,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন