Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 17:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কারণ মনঃশির পুত্রদের সঙ্গে তাঁর কন্যারাও উত্তরাধিকার লাভ করেছিল। মনঃশির অন্যান্য বংশধরদের মধ্যে গিলিয়দ প্রদেশ বণ্টন করে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 কেননা মানশার পুত্রদের মধ্যে তার কন্যাদেরও অধিকার ছিল; এবং মানশার অবশিষ্ট পুত্ররা গিলিয়দ দেশ পেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 কারণ মনঃশি বংশের মেয়েরাও ছেলেদের মধ্যে এক উত্তরাধিকার লাভ করল। গিলিয়দ দেশটি মনঃশির অবশিষ্ট বংশধরদের অধিকারভুক্ত হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কেননা মনঃশির পুত্রদের মধ্যে তাহার কন্যাদেরও অধিকার ছিল; এবং মনঃশির অবশিষ্ট পুত্রগণ গিলিয়দ দেশ পাইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সেইজন্য মনঃশি পরিবারগোষ্ঠীর মেয়েরা ছেলেদের সমান জায়গা পেল। মনঃশি গোষ্ঠীর বাদবাকীদের দেওয়া হল গিলিয়দ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কারণ মনঃশির ছেলেদের মধ্যে তার মেয়েদেরও অধিকার ছিল এবং মনঃশির অবশিষ্ট ছেলেরা গিলিয়দ দেশ পেল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 17:6
7 ক্রস রেফারেন্স  

তাদের এলাকা ছিল মহনায়িম থেকে আরম্ভ করে সমগ্র বাশান প্রদেশ, বাশানের রাজা ওগের সমগ্র রাজ্য, বাশানের অন্তর্গত যায়ীরের সমস্ত নগর—সর্বমোট ষাটটি নগর।


গিলিয়দ প্রদেশের অর্ধাংশ, বাশানের রাজা ওগের রাজধানী অষ্টারোৎ ও ইদ্রিয়ী। এই নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানসন্ততি, অর্থাৎ মাখীর-গোষ্ঠীর অর্ধেক বংশধরদের দেওয়া হল।


এর ফলে জর্ডনের ওপারে গিলিয়দ ও বাশান প্রদেশ ছাড়াও মনঃশি গোষ্ঠীর ভাগে দশটি অংশ দেওয়া হল।


মনঃশি গোষ্ঠীর সীমারেখা ছিল আশের থেকে শেখেমের পূর্বদিকে মিকমথৎ পর্যন্ত। সেখান থেকে ঐ রেখা দক্ষিণে এন-তপুহ নিবাসীদের সীমানা পর্যন্ত গেল।


মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের জন্যও মোসি এলাকা নির্দিষ্ট করে দিয়েছিলেন। মনঃশির অর্ধগোষ্ঠীর পরিবার-সংখ্যার অনুপাতে তাদের এলাকা নির্দিষ্ট হয়েছিল।


মোশি মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজনকে বাশান প্রদেশের স্বত্বাধিকার দিয়েছিলেন। তাদের গোষ্ঠার বাকী অর্ধেক লোকজনকে যিহোশূয় জর্ডনের পশ্চিম তীরে তাদের জ্ঞাতিভাইদের সঙ্গেই এলাকা বন্টন করে দিয়েছিলেন। নিজেদের দেশে ফেরৎ পাঠাবার সময় যিহোশূয় তাদের আশীর্বাদ করে বললেন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন