Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 17:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 যোষেফের বংশধরেরা বলল, এই পার্বত্য এলাকা আমাদের পক্ষে যথেষ্ট নয়, তা ছাড়া যে সব কনানী ঐ উপত্যকায়, বিশেষ করে বেথ-শেয়ান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ও যিষ্‌রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 ইউসুফের বংশের লোকেরা বললো, এই পর্বতময় দেশে আমাদের সংকুলান হয় না এবং যে সমস্ত কেনানীয় সমভূমিতে বাস করে, বিশেষ করে যারা বৈৎ-শান ও সেই স্থানের আশেপাশের গ্রামগুলো এবং যিষ্রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 যোষেফের সন্তানেরা উত্তর দিল, “সেই পার্বত্য প্রদেশ আমাদের জন্য যথেষ্ট নয়, আর সমতলে, বিশেষত, বেথ-শানে ও সেখানকার উপনিবেশগুলিতে এবং যিষ্রিয়েল উপত্যকায় বসবাসকারী কনানীয়দের কাছে লৌহরথ আছে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 যোষেফ-সন্তানগণ কহিল, এই পর্ব্বতময় দেশে আমাদের সম্পোষ্য হয় না, এবং যে সমস্ত কনানীয় তলভূমিতে বাস করে, বিশেষতঃ বৈৎ-শানে ও তথাকার উপনগরসমূহে এবং যিষ্রিয়েল তলভূমিতে বাস করে, তাহাদের লৌহরথ আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 যোষেফের লোকেরা বলল, “এটা সত্যিই যে পাহাড়ী দেশ ইফ্রয়িম বেশ ছোট জায়গা। কিন্তু সেখানে বসবাসকারী কনানীয়দের কাছে আছে বেশ শক্তিশালী অস্ত্রশস্ত্র। তাদের আবার লোহার রথও আছে। কনানরা যিষ্রিয়েল উপত্যকা বৈৎ‌-শান আর সেখানকার সব ছোটখাট শহর দখল করে রয়েছে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 যোষেফের সন্তানরা বলল, “এই পার্বত্য দেশ আমাদের জন্য যথেষ্ট নয় এবং যে সমস্ত কনানীয় উপত্যকায় বাস করে, বিশেষভাবে বৈৎ-শানে ও সেই জায়গার নগরগুলিতে এবং যিষ্রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 17:16
20 ক্রস রেফারেন্স  

আলিহুদের পুত্র বানা: তানাক, মেগিদ্দো, যিষ্‌রিয়েল দক্ষিণে যারেথান শহরের পার্শ্ববর্তী সমগ্র বেথশেয়ান এলাকা এবং বেথশেয়ান থেকে আবেল মেহলাহ্‌ ও যকনিয়াম পর্যন্ত সমগ্র অঞ্চল।


তাঁর নশো লোহার রথ ছিল। তিনি ইসরায়েলীদের উপর কুড়ি বছর ধরে অমানুষিক নির্যাতন করে আসছিলেন। তাই ইসরায়েলীরা প্রভুর চরণে আর্ত আবেদন জানাল।


সেই সময়ে মিদিয়নী, অমালেকী ও পূর্বাঞ্চলের জাতিগুলি একত্রে জর্ডন পার হয়ে যিষ্‌রিয়েল উপত্যকায় এসে ছাউনি ফেলল।


পার্বত্য অঞ্চলও তোমাদের হবে, এ অঞ্চল বনময় হলেও বন কেটে পরিষ্কার করলে এর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা দখল করতে পারবে। কনানীদের লোহার রথ ও সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও তোমরাই তাদের উচ্ছেদ করতে পারবে।


আর তার দেহাবশেষ যিষ্‌রিয়েলের মাটিতে সারে পরিণত হবে, কেউ জানবে না তার পরিচয়!


যিষ্‌রিযেল উপত্যকায় ঈষেবলের মৃতদেহ কুকুরে খাবে, তার কবর হবে না। এই কথা বলেই তরুণ নবী দরজা খুলে পালিয়ে গেল।


ইষেবলের সম্পর্কে পরমেশ্বর বলেছেন, যিষ্‌রিয়েল শহরের মধ্যে কুকুরেরা ইষেবলের দেহ ছিঁড়ে খাবে।


যিষ্‌রিয়েল রাজা আহাবের প্রাসাদের কাছে নাবোত নামে একটি লোকের একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল।


প্রভুর শক্তি এলিয়ের উপর ভর করল। তিনি শক্ত করে কোমরে কাপড় জড়িয়ে দৌড়ে আহাবের আগে যিষ্‌রিয়েল গিয়ে পৌঁছালেন।


তিনি তখন হারোশেৎ-হাগোয়িম থেকে তাঁর নয়শো লোহার রথসহ সমস্ত সৈন্যসামন্তকে ও নিজের দলের লোকদের কীশোন নদীর তীরে একত্র করলেন।


যিষ্‌রিয়েল, কাসুল্লোৎ, শুনেম, হফারায়িম, শিয়োন


ইষাখর ও আশের গোষ্ঠীর মধ্যবর্তী এলাকায় গ্রামাঞ্চলসহ বেথ-শেয়ান, যিব্‌লিয়াম, দোর-নিবাসী, এন-দোর নিবাসী, তানাকা নিবাসী ও মেগিদ্দো নিবাসীদের অঞ্চল (তৃতীয়টি দোর-এলাকায় স্থিত) মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল।


যিহোশূয় তাদের বললেন, তোমাদের জনসংখ্যা যদি বৃদ্ধি পেয়ে থাকে তাহলে তোমরা বনাঞ্চলে পরিষী ও রাফায়িমদের এলাকায় চলে যাও এবং সেখানে বন কেটে বসতি কর কারণ ইফ্রয়িমের পার্বত্য অঞ্চল তোমাদের পক্ষে অপরিসর।


যিহোশূয় যোষেফের বংশধরদের অর্থাৎ ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকদের বললেন, তোমরা বড় গোষ্ঠী, তোমাদের শক্তি-সামর্থ্যও প্রচুর, তোমরা শুধু এক অংশ পাবে না,


কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল, জোরে বাতাস বইতে লাগল। শুরু হয়ে গেল প্রবল বর্ষণ। আহাব রথে চড়ে যিষ্‌রিয়েলে ফিরে চললেন।


কাল আসন্ন, যখন আমি রাজধানী রব্বার লোকদের শোনাব রণকোলাহল। এ নগর বিধ্বস্ত হয়ে যাবে, এর গ্রামাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তখন ইসরায়েল আবার দখলকারীদের হাত থেকে উদ্ধার করবে তাদের দেশ।


যক্‌দিয়াম, সানোয়াহ্, কেয়িন, গিবিয়া ও তিম্‌না।


ফিলিস্তিনীরা আফেকে তাদের সমস্ত সৈন্য একত্র করল। ইসরায়েলীরাও জেডরিলের ঝর্ণার কাছে শিবির স্থাপন করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন