Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 17:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 ইষাখর ও আশের গোষ্ঠীর মধ্যবর্তী এলাকায় গ্রামাঞ্চলসহ বেথ-শেয়ান, যিব্‌লিয়াম, দোর-নিবাসী, এন-দোর নিবাসী, তানাকা নিবাসী ও মেগিদ্দো নিবাসীদের অঞ্চল (তৃতীয়টি দোর-এলাকায় স্থিত) মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 আর ইষাখর ও আশেরের মধ্যে আশেপাশের সব গ্রাম সহ বৈ-শান ও আশেপাশের সব গ্রাম সহ যিব্‌লিয়ম ও আশেপাশের সব গ্রাম সহ দোর-নিবাসীরা এবং আশেপাশের সব গ্রাম সহ ঐন্‌-দোর-নিবাসীরা ও আশেপাশের সব গ্রাম সহ তানকা-নিবাসী ও আশেপাশের সব গ্রাম সহ মগিদ্দো-নিবাসীরা, এই তিনটি পাহাড়ী এলাকা মানশার অধিকারে ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 ইষাখর ও আশেরের সীমার মধ্যে মনঃশি চারপাশের উপনিবেশ সমেত বেথ-শান, যিব্‌লিয়ম এবং দোরের, ঐনদোরের, তানকের ও মগিদ্দোর অধিবাসীদেরও লাভ করল। (তালিকায় অন্তর্ভুক্ত তৃতীয় নগরটি হল নাফোৎ)।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্‌লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্‌-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটী উপগিরি মনঃশির অধিকার ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 ইষাখর এবং আশের অঞ্চলেরও কয়েকটি শহর ছিল মনঃশির পরিবারগোষ্ঠীর আয়ত্ত্বাধীন। তারা বৈৎ‌-শান, যিব্লিয়ম এবং আশে-পাশের কয়েকটি ছোট শহরেও বাস করত। তারা দোর, ঐন্-দোর, তানক, মগিদ্দো এবং আশেপাশের ছোটখাট শহরগুলোয় থাকত। নাফোতের তিনটি শহরেও ছিল ওদের বসবাস।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 আর ইষাখরের ও আশেরের মধ্যে অবস্থিত উপনগরগুলির সঙ্গে বৈৎ-শান ও এর উপনগরগুলির সঙ্গে যিব্‌লিয়ম ও এর উপনগরগুলির সঙ্গে দোর-নিবাসীরা এবং এর উপনগরগুলির সঙ্গে ঐন্‌-দোর-নিবাসীরা ও এর উপনগরগুলির সঙ্গে তানক-নিবাসীরা ও এর উপনগরগুলির সঙ্গে মগিদ্দোনিবাসীরা, এই তিনটি পাহাড়ে মনঃশির অধিকার ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 17:11
22 ক্রস রেফারেন্স  

মনঃশির বংশধরেরা বেথ-শান, তানক, মেগিদ্দো ও দোর এবং এগুলির আশেপাশের জনপদগুলি নিয়ন্ত্রণ করত। এইসব এলাকায় যাকোবের পুত্র যোষেফের বংশধরেরা বাস করত।


যিহুদীয়ারাজ অহসিয় এই ঘটনা দেখে রথ নিয়ে বেথ-হাগ্গানের দিকে পালাতে লাগলেন। যেহু তাঁর পিছনে তাড়া করতে লাগলেন এবং সৈন্যদের আদেশ দিলেন, ওকেও বধ কর। য়িবলিয়াম শহরের কাছে গুরের চড়াই পথে তারা তাঁকে রথের মধ্যেই তীরবিদ্ধ করল। এই অবস্থায় অহসিয় মেগিদ্দো পর্যন্ত গেলেন এবং সেখানেই তাঁর মৃত্যু হল।


প্রতিপক্ষের রাজন্যবর্গ এলেন যুদ্ধ করতে, যোগ দিলেন কনানী নৃপতিরাও তাঁদের সাথে। তানাকে — মেগিদ্দোর নদীতীরে চলল ঘোরতর সংগ্রাম। এ যুদ্ধে তাঁরা লুঠ করলেন না কোন ধন সম্পদ।


মনঃশি গোষ্ঠীর লোকেরা বেথ-শান ও তার পার্শ্ববর্তী এলাকা এবং তানক, দোর, যিব্লিয়াম, মেগিদ্দো ও এই নগরগুলির আশেপাশের এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের উৎখাত করল না। কনানীরা সেই সব অঞ্চলে তাদের দখল বজায় রাখল।


দোর অঞ্চলে দোরের রাজা, গোয়িম অঞ্চলে গোয়িমের রাজা,


এদের প্রতিও তুমি তাই কর, এন্‌দোরে তারা বিধ্বস্ত হয়েছিল, জমির সারে পরিণত হয়েছিল তারা।


রাজা শলোমন মন্দির, রাজপ্রাসাদ, মিল্লো, জেরুশালেমের প্রাচীর, হাজোর, মেগিদ্দো এবং গেজের নগর নির্মাণের জন্য বেগার খাটা মজুরদের নিযুক্ত করেছিলেন।


তারা শৌলের সাজসজ্জা অষ্টারোৎ দেবীর মন্দিরে রেখে দিল ও তাঁর মৃতদেহ বেথ-শান নগরের প্রাচীরে ঝুলিয়ে দিল।


শৌল তখন তাঁর পারিষদদের বললেন, তোমরা একদল স্ত্রীলোক ওঝার খোঁজ কর, আমি তার কাছে গিয়ে এ বিষয়ে জানব। পারিষদরা তাঁকে জানাল, এন্দোরে একটি স্ত্রীলোক আছে সে ভূতের ওঝা।


উত্তরের পার্বত্য অঞ্চলের কিন্নেরতের দক্ষিণে আরাবা উপত্যকার ও সমতল অঞ্চলের পশ্চিমে দোর অঞ্চলের নৃপতিদের কাছে দূত পাঠালেন।


সেদিন জেরুশালেমের হাহাকার মেগিদ্দো উপত্যকায় হাদাদ-রিম্মোনের বিলাপের মতই তীব্র হবে।


কিন্তু যোশিয় যুদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি রাজা নেকোর মাধ্যমে ঈশ্বরের কথা শুনতে রাজী নন। তাই তিনি ছদ্মবেশে মেগিদ্দোর রণক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন।


পশ্চিমাঞ্চলে মনঃশি গোষ্ঠীর এলাকা থেকে তাদের চারপাশের চারণভূমিসহ আনের ও বিলয়ম জনপদ দুটি কোহাৎ গোষ্ঠীর লোকদের দেওয়াহয়েছিল।


তখন সেখানকার একদল দুঃসাহসী লোক রাতের বেলায় এসে বেথ-শান নগরের প্রাচীর থেকে শৌল ও তাঁর পুত্রদের মৃতদেহগুলি নামিয়ে নিল এবং যাবেশে নিয়ে গিয়ে সেগুলি দাহ করল।


এ ছাড়াও মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত এলাকার মধ্যে ইফ্রয়িম গোষ্ঠীর জন্য বিভিন্ন নগর ও সেগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চল পৃথক করে নির্দিষ্ট হয়েছিল।


আনাকের রাজা, মেগিদ্দোর রাজা,


স্রোতের দক্ষিণ তীর ইফ্রয়িম গোষ্ঠীর ও উত্তর তীর ছিল মনঃশি গোষ্ঠীর অধিকারে এবং এদের এলাকা বিস্তৃত ছিল ভূমধ্যসাগর পর্যন্ত। এদের উত্তর দিকে ছিল আশের ও পূর্ব দিকে ইষাখর গোষ্ঠীর এলাকা।


যোষেফের বংশধরেরা বলল, এই পার্বত্য এলাকা আমাদের পক্ষে যথেষ্ট নয়, তা ছাড়া যে সব কনানী ঐ উপত্যকায়, বিশেষ করে বেথ-শেয়ান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ও যিষ্‌রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।


দাউদ গিলিয়দের যাবেশ নামে জায়গাটির লোকদের কাছ থেকে শৌল ও তাঁর পুত্র যোনাথনের সমস্ত অস্থি নিয়ে এলেন। (গিলবোয়াতে ফিলিস্তিনীরা শৌলকে হত্যা করার পর তাঁদের দুজনের মৃতদেহ বেথশানের বারোয়ারী চকে ঝুলিয়ে দিয়েছিল। সেখান থেকে যাবেশ বাসীরা মৃতদেহ দুটি চুরি করে আনে।)


কাল আসন্ন, যখন আমি রাজধানী রব্বার লোকদের শোনাব রণকোলাহল। এ নগর বিধ্বস্ত হয়ে যাবে, এর গ্রামাঞ্চল আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তখন ইসরায়েল আবার দখলকারীদের হাত থেকে উদ্ধার করবে তাদের দেশ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন