Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 16:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যানোহ্‌ থেকে অটারোৎ-অদ্দর, নারাহ্ ও যিরিহো হয়ে জর্ডন পর্যন্ত প্রসারিত হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 এভাবে পরে যানোহ থেকে অটারোৎ ও নারঃ হয়ে জেরিকো পর্র্যন্ত গিয়ে জর্ডনে গিয়ে পড়লো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 পরে যানোহ থেকে নেমে তা অটারোৎ ও নারার দিকে গেল, ও যিরীহো স্পর্শ করে তা জর্ডনে বেরিয়ে এল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 পরে যানোহ হইতে অটারোৎ ও নারঃ হইয়া যিরীহো পর্য্যন্ত গিয়া যর্দ্দনে নির্গত হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তারপর নেমে গিয়ে যানোহ থেকে অটারোত্‌ এবং নারঃ পর্যন্ত। এইভাবেই যিরীহো পর্যন্ত সীমানা প্রসারিত হয়ে যর্দন নদীতে এসে থেমেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 পরে যানোহ থেকে অটারোৎ ও নারঃ হয়ে যিরীহো পর্যন্ত গিয়ে যর্দনে মিশেছে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 16:7
6 ক্রস রেফারেন্স  

এরা যে এলাকায় বসতি স্থাপন করেছিল, বেথেল ও তার চারপাশের জনপদগুলি ছিল তার অর্ন্তভুক্ত। পূর্বে নারণ এবং পশ্চিমে গেষর ও তার চারদিকের সমস্ত জনপদ তার মধ্যে ছিল। শেখেম ও আইয়া নগর এবং পার্শ্ববর্তী জনপদগুলিও এর অর্ন্তভুক্ত ছিল।


যিহোশূয় দিব্য দিয়ে ইসরায়েলীদের বললেন, যিরিহো নগর প্রতিষ্ঠায় যে উদ্যোগী হবে তার উপর নেমে আসবে প্রভুর অভিশাপ। এর শিল্যান্যাসের দণ্ডরূপে সে হারাবে তার জ্যেষ্ঠপুত্রকে, হারাতে হবে তার কনিষ্ঠ পুত্রকে, যদি গেঁথে তোলে এর নগর তোরণ।


সেইসময় ইসরায়েলীদের প্রতিরোধ করার জন্য যিরিহো নগরের সমস্ত প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। নগর থেকে কেউ বাইরে যেতে বা প্রবেশ করতে পারত না।


তখন উঁচু থেকে বয়ে আসা স্রোত অনেক দূরে সারেথানের কাছাকাছি জনপদ আদাম-এর কাছে এসে স্তূপীকৃত হয়ে রইল এবং আরাবা উপত্যকায় লবণ সাগরে যে স্রোত বয়ে যাচ্ছিল তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। তার ফলে ইসরায়েলীরা যিরিহোর মুখোমুখি এসে নদী পার হল।


অবারিম পার্বত্য অঞ্চল ছেড়ে তারা যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের উপত্যকায় গিয়ে ছাউনি ফেলল।


ভূমধ্যসাগরের উপকূলে গিয়ে শেষ হল। সীমানা পশ্চিম দিকে মিকমথ হয়ে উত্তরে বিস্তৃত হল, পরে তা ঘুরে পূর্বদিকে তানাৎ-শীলো পর্যন্ত গেল এবং সেখান থেকে যানোহের পূর্ব দিকে গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন