Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 16:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 বেথেল থেকে লুসের এবং সেখান থেকে অর্কীয় জাতির এলাকার সীমান্তে অটারোৎ-অদ্দর পর্যন্ত,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর বেথেল থেকে লুসে এবং সেই স্থান হয়ে অর্কীয়দের সীমা পর্র্যন্ত আটারোতে গমন করলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 তা বেথেল (অর্থাৎ, লূস) থেকে এগিয়ে গিয়ে অটারোতে অর্কীয়দের এলাকায় পৌঁছাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর বৈথেল হইতে লূসে গমন করিল, এবং সেই স্থান হইয়া অর্কীয়দের সীমা পর্য্যন্ত অটারোতে গমন করিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তারপর সীমানা গেছে বৈথেল (লূস) থেকে অটারোতে অর্কীয়দের সীমা পর্যন্ত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আর বৈথেল থেকে লূসে গেল এবং সেই জায়গা থেকে অর্কীয়দের সীমা পর্যন্ত অটারোতে গেল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 16:2
8 ক্রস রেফারেন্স  

সেখানে ঐ সীমারেখা দক্ষিণে লুস অর্থাৎ বেথেলের কাছাকাছি গেল এবং নীচে বেথ-হোরোণের দক্ষিণে পাহাড় পেরিয়ে অটারোৎ-অদ্দর পর্যন্ত নেমে গেল।


তিনি সেই জায়গাটির নাম রাখলেন বেথেল। (ঈশ্বরের নিবাস)। আগে এই জায়গার নাম ছিল লুস।


অহিথোফল ছিলেন রাজার পরামর্শদাতা এবং অর্ক নিবাসী হুশয় ছিলেন রাজার সুহৃদ ও মন্ত্রণাদাতা।


তখন দাউদের ঘনিষ্ঠ বন্ধু অর্কনিবাসী হুশয় অবশালোমের কাছে গিয়ে অভিবাদন জানিয়ে বলল, মহারাজ, দীর্ঘজীবী হোন।


দাউদ পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। সেখানে গিয়ে লোকে উপাসনা করত। সেইখানে তাঁর বিশ্বস্ত বন্ধু অর্কনিবাসী হুশয় তাঁর সঙ্গে দেখা করল। তার পরণের কাপড় ছেঁড়া ও মাথায় মাটি মাখানো।


এরা যে এলাকায় বসতি স্থাপন করেছিল, বেথেল ও তার চারপাশের জনপদগুলি ছিল তার অর্ন্তভুক্ত। পূর্বে নারণ এবং পশ্চিমে গেষর ও তার চারদিকের সমস্ত জনপদ তার মধ্যে ছিল। শেখেম ও আইয়া নগর এবং পার্শ্ববর্তী জনপদগুলিও এর অর্ন্তভুক্ত ছিল।


দাউদের বন্ধু হুশয় তখন শহরে গেলেন আর সাথে সাথে অবশালোমও জেরুশালেমে প্রবেশ করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন