Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 16:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 কিন্তু তারা গেষর নিবাসী কনানীদের উৎখাত করল না। কনানীরা আজও ইফ্রয়িম গোষ্ঠীর মাঝে তাদের অধীন দাস হয়ে বসবাস করছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 কিন্তু তারা গেষরবাসী কেনানীয়দের অধিকারচ্যুত করলো না, কিন্তু কেনানীয়েরা আজও পর্র্যন্ত আফরাহীমের মধ্যে বাস করে তাদের কর্মাধীন গোলাম হয়ে রয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 গেষরে বসবাসকারী কনানীয়দের তারা অধিকারচ্যুত করেনি; আজও পর্যন্ত সেই কনানীয়েরা ইফ্রয়িমের লোকদের সঙ্গে বসবাস করছে, কিন্তু বেগার শ্রমিকের কাজ করতে তাদের বাধ্য করা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 কিন্তু তাহারা গেষরবাসী কনানীয়দিগকে অধিকারচ্যুত করিল না, কিন্তু কনানীয়েরা অদ্য পর্যন্ত ইফ্রয়িমের মধ্যে বাস করিয়া তাহাদের কর্ম্মাধীন দাস হইয়া রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 ইফ্রয়িম পরিবারগোষ্ঠীর লোকরা গেষর শহর থেকে কনান বংশীয় লোকদের তাড়িয়ে দিতে পারে নি। তাই ইফ্রয়িম বংশীয় লোকদের সঙ্গেই তারা আজও বসবাস করছে। কিন্তু কনান বংশীয়রা ইফ্রয়িমের ক্রীতদাস হয়েই থেকে গিয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 কিন্তু তারা গেষরবাসী কনানীয়দের তাড়িয়ে দিল না, কিন্তু কনানীয়েরা আজ পর্যন্ত ইফ্রয়িমের মধ্যে বাস করতে থাকল এবং তাদের অধীনে দাস হয়ে থাকল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 16:10
12 ক্রস রেফারেন্স  

ইফ্রয়িম গোষ্ঠীও গেষের নিবাসী কনানীদের দেশছাড়া করল না। কনানীরা তাদের সঙ্গেই বাস করতে লাগল।


মিশররাজ ফারাও গেজের নগর আক্রমণ করে পুড়িয়ে দেন এবং সেখানকার অধিবাসীদের হত্যা করেন। পরে শলোমন যখন তাঁর কন্যাকে বিবাহ করেন, তখন ফারাও তাঁর কন্যাকে নগরটি যৌতুক দেন।


পরবর্তীকালে ইসরায়েলীরা প্রবল হয়ে উঠে কনানীদের তাদের অধীনে দাস্যবৃত্তিতে নিয়োগ করল, কিন্তু তাদের উচ্ছেদ করল না।


যিহুদা গোষ্ঠীর লোকেরা কিন্তু জেরুশালেম নিবাসী যিবুষীদের উৎখাত করতে পারল না। যিবুষীরা আজও যিহুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে বসবাস করছে।


এই সময় গেজেরের রাজা হোরাম লাখীশের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। যিহোশূয় তাঁকে ও তাঁর লোকজনকেও ধ্বংস করলেন, কাউকে রেহাই দিলেন না।


এ ছাড়াও মনঃশি গোষ্ঠীর অধিকারভুক্ত এলাকার মধ্যে ইফ্রয়িম গোষ্ঠীর জন্য বিভিন্ন নগর ও সেগুলির পার্শ্ববর্তী গ্রামাঞ্চল পৃথক করে নির্দিষ্ট হয়েছিল।


কিন্তু মনঃশি গোষ্ঠীর লোকেরা এই নগরগুলির দখল করতে পারল না। দেশের এই অঞ্চলে কনানীরা তাদের অধিকার বজায় রেখেছিল।


রাজা শলোমন মন্দির, রাজপ্রাসাদ, মিল্লো, জেরুশালেমের প্রাচীর, হাজোর, মেগিদ্দো এবং গেজের নগর নির্মাণের জন্য বেগার খাটা মজুরদের নিযুক্ত করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন