Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:60 - পবিএ বাইবেল CL Bible (BSI)

60 কিরিয়াৎ-বেল অর্থাৎ কিরিয়াত-জিয়ারিম ও রব্বা পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ দুটি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

60 কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম ও রব্বা; স্ব স্ব গামের সঙ্গে দু’টি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

60 কিরিয়ৎ-বাল (অর্থাৎ, কিরিয়ৎ-যিয়ারীম) ও রব্বা—দুটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

60 কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারিম, ও রব্বা; স্ব স্ব গ্রামের সহিত দুইটী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

60 যিহূদার লোকদের রব্বা এবং কিরিয়ৎ-বাল (কিরিয়ৎ-যিয়ারীম) এই শহর দুটি দেওয়া হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

60 কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম ও রব্বা; তাদের গ্রামের সঙ্গে দুইটি নগর।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:60
8 ক্রস রেফারেন্স  

সেখান, থেকে ঐ সীমা পশ্চিম দিকে বেথ-হোরোণের দক্ষিণের পর্বত থেকে দক্ষিণ দিকে গেল এবং সেখান থেকে যিহুদা গোষ্ঠীর নগর কিরিয়াত-বেল অর্থাৎ কিরিয়াত -জিয়ারিম পর্যন্ত প্রসারিত হল। এই হল পশ্চিম দিকের সীমা।


কিরিয়াত-জিরিয়ামের অধিবাসীরা এসে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি নিয়ে গিয়ে পাহাড়ের উপর অবিনাদবের বাড়িতে রাখল এবং তাঁর পুত্র ইলিয়েসরকে অভিষিক্ত করে প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের রক্ষণাবেক্ষণের জন্য তাকে নিযুক্ত করল।


ইসরায়েলীরা তখন রওনা হল এবং তৃতীয় দিনে তাদের নগরগুলির কাছে উপস্থিত হল। এই নগরগুলি হল গিবিয়োন, কফিরা, বেরোৎ ও কিরিয়াত-জিয়ারিম।


পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ ছয়টি নগর।


প্রান্তরে বেথ-আরাবা, মিদ্দিন, সাকাখা,


পাহাড়ের চূড়া থেকে সেই সীমারেখা নিপ্তোহের ঝর্ণা পেরিয়ে ইফ্রোন পর্বতের জনপদগুলি বেড় দিয়ে বালা অর্থাৎ কিরিয়াত-জিয়ারিম পর্যন্ত বিস্তৃত হল।


এরা সকলেই কালেবের বংশধর।কালেব ও তাঁর স্ত্রী ইফ্রাথার জ্যেষ্ঠপুত্র হুর। হুরের পুত্র শোবল কিরিয়াৎ-জিয়ারিম নগর প্রতিষ্ঠা করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন