Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 বেথ-হগ্‌লার চড়াই পেরিয়ে বেথ-আরাবার উত্তরে রূবেণ বংশীয় বোহনের শিলাস্তম্ভ পযর্ন্ত গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে সে সীমা রূবেণ-বংশ বোহনের পাথর পর্র্যন্ত উঠে গেল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 বেথ-হগ্লা পর্যন্ত উঠে গিয়ে বেথ-অরাবার উত্তর দিক ঘেঁসে রূবেণের সন্তান বোহনের পাথর পর্যন্ত পৌঁছাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 বৈৎঅরাবায় উত্তর দিক্‌ হইয়া গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের প্রস্তর পর্য্যন্ত উঠিয়া গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তারপর উত্তরের সীমা বৈৎ‌-হগ্লা হয়ে বৈৎ‌-অরাবা পর্যন্ত গেছে। সীমা আরও গেছে বোহনের পাথরের দিকে। (বোহন হচ্ছে রূবেণের পুত্র।)

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 আর সমুদ্রের সেই সীমা থেকে বৈৎ-হগ্লায় উপর দিয়ে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের পাথর পর্যন্ত উঠে গেল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:6
5 ক্রস রেফারেন্স  

সেখান থেকে উত্তরে বেঁকে এনশেমেশ পর্যন্ত গেল এবং আদুম্মিমের চড়াই পেরিয়ে গলিলোতের দিকে রূবেণ বংশের বোহনের শিলাস্তূপ পর্যন্ত প্রসারিত হল।


এদের পূর্ব সীমান্ত মরুসাগরের তীরে জর্ডনের মোহনা পর্যন্ত বিস্তৃত ছিল। উত্তর দিকের সীমানা জর্ডনের মোহনায় সাগরের বাঁক থেকে শুরু করে


তারপর সেই সীমারেখা আখোর উপত্যকা হয়ে দবীর পর্যন্ত বিস্তৃত হল, তারপর উত্তর দিকে বাঁক ঘুরে আদুম্মিমের চড়াইয়ের সামনে গিল্‌গলের দিকে উত্তরে গেল এবং সেখান থেকে এন্-শেমেশের জলা পেরিয়ে এন্‌-রোগেল এ গিয়ে শেষ হল।


প্রান্তরে বেথ-আরাবা, মিদ্দিন, সাকাখা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন