Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:57 - পবিএ বাইবেল CL Bible (BSI)

57 পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ দশটি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

57 কাবিল, গিবিয়া ও তিন্মা; স্ব স্ব গামের সঙ্গে দশটি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

57 কয়িন, গিবিয়া ও তিম্না—দশটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

57 স্ব স্ব গ্রামের সহিত দশটী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

57 কয়িন, গিবিয়া এবং তিম্না। মোট 10টি শহর এবং তাদের চারিদিকের মাঠগুলি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

57 কয়িন, গিবিয়া ও তিম্না; তাদের গ্রামের সঙ্গে দশটি নগর।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:57
8 ক্রস রেফারেন্স  

তারপর বালা থেকে পশ্চিম দিকে সেয়ীর পর্বত ঘুরে জিয়ারিম পাহাড়ের উত্তরে কসালোন পর্যন্ত গেল। সেখান থেকে নীচের দিকে বেথ-শেমেশ হয়ে তিম্‌নার পাশ কাটিয়ে গেল।


খরা সম্বন্ধে প্রভু পরমেশ্বর আমাকে বললেন,


এর পর অনেক দিন কেটে গেল এবং ইতিমধ্যে শূয়ার কন্যা যিহুদার স্ত্রীর মৃত্যু হল। যিহুদা তার জন্য কিছুদিন শোকপ্রকাশ করলেন, তারপর তিনি তাঁর আদুল্লামনিবাসী বন্ধু হীরার সঙ্গে ভেড়ার লোম ছাঁটাই করতে তিম্‌নাতে চলে গেলেন। তামর শুনতে পেল যে তার


শ্বশুর ভেড়ার লোম ছাঁটাই করতে তিম্‌নাতে আসছেন।


যক্‌দিয়াম, সানোয়াহ্, কেয়িন, গিবিয়া ও তিম্‌না।


হালহুল, বেথসুর, গাদোর, মারাৎ, বেথআনোৎ ও ইলতিকোন।


পরে আরও দুটি পুত্র হয়। একটি পুত্রের নাম শফি। শফি মদমন্নাহ্ নামে একটি জনপদের প্রতিষ্ঠাতা। অন্য পুত্র শেবাহ্ মক্‌বেনাহ্‌ ও গিবিয়া নগর প্রতিষ্ঠা করেন। এঁরা ছাড়াও কালেবের অক্‌সা নামে একটি কন্যা ছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন