Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:56 - পবিএ বাইবেল CL Bible (BSI)

56 যক্‌দিয়াম, সানোয়াহ্, কেয়িন, গিবিয়া ও তিম্‌না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

56 যুটা, যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

56 যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

56 যক্‌দিয়াম, সানোহ, কয়িন, গিবিয়া ও তিম্না;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

56 যিষ্রিয়েল, যক্দিযাম, সানোহ্,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

56 যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:56
9 ক্রস রেফারেন্স  

মায়োন, কারমেল, সিফ, যুটা, যিষ্‌রিয়েল,


পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ দশটি নগর।


দাউদ জেজরিলের অহিনোয়ামকেও বিবাহ করলেন। তাঁরা দুজনেই তাঁর স্ত্রী হলেন।


আরোগ্য লাভের জন্য তিনি যিষরিয়েল নগরে ফিরে গেলেন। তাঁকে দেখার জন্য রাজা অহসিয় সেখানে গেলেন।


যোষেফের বংশধরেরা বলল, এই পার্বত্য এলাকা আমাদের পক্ষে যথেষ্ট নয়, তা ছাড়া যে সব কনানী ঐ উপত্যকায়, বিশেষ করে বেথ-শেয়ান ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ও যিষ্‌রিয়েল উপত্যকায় বাস করে, তাদের লোহার রথ আছে।


যিষ্‌রিয়েল, কাসুল্লোৎ, শুনেম, হফারায়িম, শিয়োন


হিব্রোণে বসবাসকালে দাউদের নিম্নলিখিত পুত্র-কন্যারা জন্মগ্রহণ করে: আম্মোনের জননী ছিলেন যিষ্‌রিয়েলনিবাসী অহিনোয়ম। দানিয়েলের জননী কারমেল নিবাসী অবিগল। অবশালোমের জননী গশুরের রাজা তলময়ের কন্যা মাখা। অদোনিয়ের জননী হগ্গিৎ। শফটিয়র জননী অবিটল। ইথ্‌রিয়নের জননী ইগ্‌লা।


হানুন আর সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করেছিল। তারা সেটি পুনর্নির্মাণ করেছিল, তার দরজা, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিল। তারা সার দ্বার পর্যন্ত একহাজার হাত প্রাচীর মেরামত করেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন