যিহোশূয় 15:54 - পবিএ বাইবেল CL Bible (BSI)54 পার্শ্ববর্তী গ্রামাঞ্চল সহ নয়টি নগর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস54 হুমটা, কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোন ও সীয়োর; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ54 হুমটা, কিরিয়ৎ-অর্ব (অর্থাৎ, হিব্রোণ) ও সীয়োর—নয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 অর্থাৎ হিব্রোণ ও সীয়োর; স্ব স্ব গ্রামের সহিত নয়টী নগর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 হুমটা, কিরিয়ৎ-অর্ব (হিব্রোণ) এবং সীয়োর। 9টি শহর এবং চারপাশের মাঠসমূহ। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী54 হুমটা, কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ ও সীয়োর; তাদের গ্রামের সঙ্গে নয়টি নগর। অধ্যায় দেখুন |
পুরোহিত হারোণের বংশধরদের তারা সংলগ্ন চারণভূমিসহ হিব্রোণ নগরটি দিল। অনিচ্ছাকৃতভাবে যারা মানুষকে হত্যা করে ফেলত এটি ছিল তাদের আশ্রয় গ্রহণের জন্য নির্মিত অভয়পুরী। এ ছাড়াও সংলগ্ন চারণভূমিসহ লিব্না, যাত্তীর, ইষ্টমোয়, হোলোন, দবীর, ঐন, যুটা ও বেথ-শেমেশ — মোট নয়টি নগর তারা এই দুই গোষ্ঠীর এলাকা থেকে তাদের দিল।