Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:45 - পবিএ বাইবেল CL Bible (BSI)

45 এক্রোণ এবং তার উপনগর ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

45 ইক্রোণ এবং সেই স্থানের উপনগর ও সমস্ত গ্রাম;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

45 ইক্রোণ ও তার চারপাশের উপনিবেশ ও গ্রামগুলি;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

45 ইক্রোণ, এবং তথাকার উপনগর ও গ্রাম সকল;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

45 যিহূদার লোকরা ইক্রোণ এবং অন্যান্য ছোটখাট শহর এবং তাদের চারপাশের মাঠঘাটও পেয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

45 ইক্রোণ এবং সেখানের উপনগর ও সমস্ত গ্রামগুলি;

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:45
11 ক্রস রেফারেন্স  

(মিশরের পূর্বদিকে সিহোর থেকে উত্তরে এক্রোন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল গাজা, আসদোদ, আস্‌কেলন, গাৎ এবং এক্রোণের পাঁচজন ভূস্বামীর অধীনে ছিল)।


কারণ গাজা নগর হবে জনমানবহীন, আস্‌কেলন হবে পরিত্যক্ত, আস্‌দোদের অধিবাসীরা বেলা দ্বিপ্রহরে বিতাড়িত হবে, আর এক্রোণ হবে সমূলে ধ্বংস।


আস্‌দোদের নাগরিকদের ও আস্‌কোলনের রাজদণ্ডধারীদেরআমি সমূলে উচ্ছেদ করব,এক্রোণের বিরুদ্ধে উদ্যত হবে আমার বাহু অবশিষ্ট ফিলিস্তিনীরা হবে ধ্বংসপ্রাপ্ত। প্রভুই বলেছেন এ কথা।


ফিলিস্তিনীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রায়শ্চিত্তের জন্য উপহারস্বরূপ যেসব স্বর্ণস্ফোটক উৎসর্গ করেছিল সেগুলির বিবরণ: আসদোদের জন্য একটি, গাজার জন্য একটি,


তখন তারা ঈশ্বরের চুক্তিসিন্দুকটি এক্রোণে পাঠিয়ে দিল। কিন্তু সেটি এক্রোণে উপস্থিত হলে এক্রোণের অধিবাসীরা আর্তনাদ করে বলল, ওরা আমাদের এবং আমাদের সব লোকজনকে বধ করার জন্যেই ইসরায়েলের ঈশ্বরের চুক্তিসিন্দুকটি আমাদের কাছে এনেছে।


এরা সকলেই ইশ্মায়েলের সন্তান, এদের বারোজন কুলপতি পল্লীনিবাস ও শিবির সংস্থান অনুযায়ী এদের পরিচয় উক্তরূপ।


পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ নয়টি নগর।


এক্রোণ থেকে সমুদ্র পর্যন্ত অস্‌দোদের নিকটবর্তী সমস্ত এলাকা ও গ্রামাঞ্চল।


তারপর সেই সীমারেখা এক্রোণের উত্তরে পাহাড়ের ধার ঘেঁষে শিক্কারোণ পর্যন্ত গেল এবং সেখান থেকে বালা পাহাড় ছাড়িয়ে যাবনিয়েল পর্যন্ত গেল, তারপর ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন