Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:44 - পবিএ বাইবেল CL Bible (BSI)

44 পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ নয়টি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

44 কিয়িলা, অক্‌সীব ও মারেশা; স্ব স্ব গামের সঙ্গে নয়টি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

44 কিয়ীলা, অক্‌ষীব ও মারেশা—নয়টি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

44 স্ব স্ব গ্রামের সহিত নয়টী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

44 কিয়িলা, অক্ষীব এবং মারেশা। মোট 9টি শহর এবং তাদের চারপাশের মাঠঘাট।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

44 কিয়িলা, অকষীব ও মারেশা; তাদের গ্রামের সঙ্গে নয়টি নগর।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:44
8 ক্রস রেফারেন্স  

তার তৃতীয় পুত্র জন্মগ্রহণ করল, তার নাম সে রাখল শেলা। এই ছেলেটির জন্মের সময় যিহুদা ছিলেন কষীবে।


নৎসির, কেয়িলা, অক্‌ষির ও মারেশা।


এক্রোণ এবং তার উপনগর ও পার্শ্ববর্তী গ্রামাঞ্চল,


যিরহমিলের ভাই কালেবের জ্যেষ্ঠ পুত্র মেশা। মেশার পুত্র সিফ্‌। সিফের পুত্র মারেশাহ্। মারেশাহ্‌র পুত্র হিব্রোণ।


যিহুদার এক পুত্র শেলাহ্। তাঁর বংশধরদের মধ্যে এর নামে এক ব্যক্তি লেকাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। লাদাহ্ ছিলেন মারেশাহ্ জনপদের প্রতিষ্ঠাতা। এঁর সন্তান-সন্ততিরা ছিল তাঁতী। এরা বেথ-অশবে জনপদে বাস করত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন