Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:41 - পবিএ বাইবেল CL Bible (BSI)

41 পার্শ্ববর্তী গ্রামাঞ্চলসহ মোট ষোলটি নগর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা; স্ব স্ব গামের সঙ্গে ষোলটি নগর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 গদেরোৎ, বেথ-দাগোন, নয়মা ও মক্কেদা—ষোলোটি নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 গদেরোৎ‌, বৈৎ‌-দাগোন, নয়মা এবং মক্কেদা। মোট 16টি শহর আর তার চারপাশের মাঠঘাট।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

41 গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা; তাদের গ্রামের সঙ্গে ষোলটি নগর।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:41
10 ক্রস রেফারেন্স  

ইসরায়েলী সেনাবাহিনী তখন নিরাপদে মাক্কেদার ঘাঁটিতে যিহোশূয়ের কাছে ফিরে এল। দেশের মধ্যে কেউ আর ইসরায়েলীদের বিরুদ্ধে কোন কথা বলার সাহস পর্যন্ত করল না।


মাক্কেদার রাজা, বেথেলের রাজা,


সেই দিনই যিহোশূয় মাক্কেদা অধিকার করলেন এবং সেখানকার রাজা ও অধিবাসীদের হত্যা করলেন। সেখানকার সমস্ত প্রাণীকে তিনি নিঃশেষে ধ্বংস করলেন, কাউকে রেহাই দিলেন না। যিরিহোর রাজার যে দশা তিনি করেছিলেন, মাক্কেদার রাজারও তিনি সেই দশা করলেন।


ইসরায়েলীদের সম্মুখে প্রভু পরমেশ্বর তাদের দিশেহারা করে দিলেন এবং যিহোশূয় গিবিয়োনে তাদের চূড়ান্ত ভাবে পরাস্ত করলেন। তিনি বেথ-হোরোণের গিরিপথ ধরে তাদের পিছনে তাড়া করে গেলেন এবং আসেকা ও মাক্কেদা পর্যন্ত তাদের উপর আক্রমণ চালিয়ে গেলেন।


গদেরোৎ, বেথ-দাগোন, নয়মা ও মক্কেদা।


লিব্‌না, এথর, আশোন, যিপ্তহ্, অশ্‌না,


সেখান থেকে পূর্বদিকে বেঁকে ঐ সীমা বেথ-দাগোন হয়ে সবুলুন পর্যন্ত এবং উত্তর দিকে যিপ্তাহেল উপত্যকা, বেথ-এমেক ও ন্যীয়েল পর্যন্ত প্রসারিত হল এবং সেখান থেকে উত্তরে কাবুল,


এই একই সময়ে ফিলিস্তিনীরা পশ্চিমের পাহাড়তলী ও দক্ষিণ যিহুদীয়ার শহরগুলি আক্রমণ করছিল। তারা বেথ-শেমেশের নগরগুলি, অয়ালোন, গদেরোৎ, সোখোর নগরগুলি, তিম্‌না ও গিম্‌সোর গ্রামাঞ্চলগুলি অধিকার করে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল।


ইয়োবের তিন বন্ধু ছিলেন, তেমান নিবাসী এলিফস, শুহানিবাসী বিল্‌দদ ও নামাহ নিবাসী সোফর। এঁরা ইয়োবের দুর্দশার কথা শুনে তাঁকে দেখতে ও সান্ত্বনা দিতে এলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন