Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 15:39 - পবিএ বাইবেল CL Bible (BSI)

39 মিস‌্পি, যক‌্থেল, লাখীশ, বস‌্কৎ, ইগে‌লান, কব্বোন, লহমম্‌, কিৎলিশ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

39 লাখীশ, বস্কৎ, ইগ্লোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

39 লাখীশ, বস্কৎ, ইগ্লোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 মিস্‌পী, যক্তেল, লাখীশ, বস্কৎ, ইগ্লোন, কব্বোন, লহমম, কিৎলীশ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 লাখীশ, বস্কৎ‌, ইগ্লোন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 লাখীশ, বস্কৎ, ইগ্লোন,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 15:39
11 ক্রস রেফারেন্স  

জেরুশালেমের অধিপতি অদোনি-সেদক তখন হিব্রোণের রাজা হোহম, যরক্ষুৎ-এর রাজা পিরাম, লাখীশের রাজা যাফিয়ের এবং ইগলোনের রাজা দবীরের কাছে দূত পাঠিয়ে প্রস্তাব করলেন,


মাত্র আট বছর বয়সে যোশিয় যিহুদীয়ার রাজা হন এবং একত্রিশ বছর রাজত্ব করেন। তাঁর রাজধানী ছিল জেরুশালেম। বসকাথ নিবাসী আদাইয়ার কন্যা যেদিদাহ্ ছিলেন তাঁর মা।


আসিরীয় সেনাপতি রবশাখি লাখীশে ফিরে গিয়ে শুনলেন যে সম্রাট লাখীশ ছেড়ে চলে গিয়েছেন এবং পার্শ্ববর্তী নগর লিবনা আক্রমণ করেছেন। তিনি সেখানে সম্রাটের সঙ্গে পরামর্শ করতে গেলেন।


আসিরিয়া সম্রাট জেরুশালেমে রাজা হিষ্কিয়কে আক্রমণের জন্য লাখীশ থেকে তিনজন সেনাপতি—টাটান, রবসারিস ও রবশাখির নেতৃত্বে বিরাট এক সৈন্যবাহিনী পাঠালেন। জেরুশালেমে এসে তাঁরা উপরের জলাশয়ের কাছে ধোপাখানার মাঠের পথ আগলে ঘাঁটি করলেন।


রাজা হিষ্কিয় লাখীশে সেনাখেরিবের কাছে দূত পাঠিয়ে নিবেদন করলেনঃ আমি অন্যায় করেছি। দয়া করে আক্রমণ থামান। আপনার সমস্ত দাবি আমি পূরণ করব। তার উত্তরে সম্রাট তিনশো তালন্ত রূপো এবং ত্রিশ তালন্ত সোনা হিষ্কিয়ের কাছে দাবী করলেন।


রাজা অমৎসিয়কে হত্যা করার জন্য জেরুশালেমে ষড়যন্ত্র চলছিল, তাই তিনি পালিয়ে গেলেন লাখীশে। কিন্তু শত্রুরা তাঁর পিছু নিল এবং সেখানে গিয়ে তাঁকে হত্যা করল।


গদেরোৎ, বেথ-দাগোন, নয়মা ও মক্কেদা।


এরপর যিহোশূয় ইসরায়েলীদের নিয়ে লাখীশ থেকে ইগ্‌লোনের দিকে অভিযান করলেন এবং সেই নগর অবরোধ করে আক্রমণ করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন