Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 13:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 এবং উপত্যকায় বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোত, সাফোন ও হিষবোনের রাজা সিহোনের রাজ্যের অবশিষ্টাংশ এবং জর্ডনের পূর্বতীর বরাবর কিন্নেরত হ্রদের প্রান্ত পর্যম্ত তাদের সীমা নির্দিষ্ট হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 আর উপত্যকাতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষবোনের সীহোন বাদশাহ্‌র অবশিষ্ট রাজ্য এবং জর্ডানের পূর্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত জর্ডান ও তার অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 এবং উপত্যকায়, বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোৎ ও সাফোন, ও সেই সঙ্গে হিষ্‌বোনের রাজা সীহোনের অবশিষ্ট সমস্ত অঞ্চল। (জর্ডনের পূর্বদিকে, গালীল সাগরের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অঞ্চল)

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 আর তলভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্‌বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য, এবং যর্দ্দনের পূর্ব্বতীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্য্যন্ত যর্দ্দন ও তাহার অঞ্চল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 বৈৎ‌-হারম, বৈৎ‌-নিম্রা, সুক্কোৎ ও সাফোন। হিষ্বোনের রাজা সীহোন অন্য যেসব অঞ্চল শাসন করতেন সেগুলি এদেশের মধ্যে। এই রাজ্যের সীমানা গালীল হ্রদের শেষ পর্যন্ত ছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 এবং মহনয়িম থেকে দবীরের সীমা পর্যন্ত; আর নিম্নভূমিতে বৈৎ-হারম, বৈৎ-নিম্রা, সুক্কোৎ, সাফোন, হিষ্‌বোনের সীহোন রাজার অবশিষ্ট রাজ্য এবং যর্দ্দনের পূর্ব তীর অর্থাৎ কিন্নেরৎ হ্রদের প্রান্ত পর্যন্ত যর্দ্দন ও তার অঞ্চল।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 13:27
14 ক্রস রেফারেন্স  

তারপর শফাম থেকে ঐনের পূর্বদিক দিয়ে সেই সীমারেখা রিবলা পর্যন্ত নেমে যাবে এবং কিন্নেরৎ হ্রদের তীর পর্যন্ত বিস্তৃত হবে।


এবং বেৎ-নেম্রা, বেৎ-হারণ, এই সুরক্ষিত নগরগুলি এবং সেই সঙ্গে পশুপালের বাথান তৈরী করল।


আর যাকোব সুক্কোতের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে নিজের থাকার জন্য ঘর এবং পশুপালের জন্য কয়েকটি চালা তৈরী করলেন। এই জন্যই সেই জায়গার নাম হলো সুক্কোত (চালাঘর)।


উত্তরের পার্বত্য অঞ্চলের কিন্নেরতের দক্ষিণে আরাবা উপত্যকার ও সমতল অঞ্চলের পশ্চিমে দোর অঞ্চলের নৃপতিদের কাছে দূত পাঠালেন।


এবং জর্ডন নদী সহ আরাবা উপত্যকা, কিন্নেরৎ থেকে পূর্বদিকে আরাবা সাগর অর্থাৎ পিস্‌গার পাহাড়তলীতে অবস্থিত মরুসাগর পর্যন্ত এলাকাও তাদের দিলাম।


একদিন যীশু গিনেসরৎ হ্রদের ধারে দাঁড়িয়ে ছিলেন। বিরাট এক জনতার বিড় ঈশ্বরের বাণী শোনার জন্য চাপাচাপি করে তাঁর গায়ের উপর পড়ছিল।


সুক্কেত ও সারতনের মাঝখানে জর্ডনের উপত্যকায় ঢালাই কারখানায় রাজা শলোমন এগুলি তৈরী করিয়েছিলেন।


আরাবা উপত্যকায় কিন্নেরৎ হ্রদের পূর্বতীর পর্যন্ত। বেথ যেশিমোৎ-এর দিকে আরাবা উপসাগর অর্থাৎ মরুসাগর পর্যন্ত। দক্ষিণে পিস্‌গা পর্বতের সানুদেশ পর্যন্ত।


অটারোৎ, দিবোন, যাসের, নিম্রা, হিষ্‌রোণ, ইলিয়ালী, সেবাম, নবো এবং বিয়োন-


হিষবোন থেকে রামোৎ-মিস্‌পি ও বেটোনিম, মহনায়িম থেকে দবীর অঞ্চল


গ্রামাঞ্চলসহ এই নগরগুলি গাদ গোষ্ঠীর পরিবার সমূহের এলাকাভুক্ত হল।


ঈশ্বর তাঁর পবিত্র মন্দির থেকে ঘোষণা করেছেনঃ বিজয়োল্লাসে আমি শিখিমকে বিভক্ত করব, বণ্টন করব সুক্কোত উপত্যকা আমার প্রজাদের মাঝে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন