Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 13:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 বেথ-পিয়োর, পিস্‌গার ঢালু অঞ্চল, বেথ-যেশিমোৎ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 বৈৎ-পিয়োর, পিস্‌গা-পার্শ্ব ও বৈৎ-যিশীমোৎ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 বেথ-পিয়োর, পিস্‌গার ঢাল, ও বেথ-যিশীমোৎ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 বৈৎ-পিয়োর, পিস্‌গা-পার্শ্ব ও বৈৎ-যিশীমোৎ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 বৈৎ‌-পিয়োর, পিস্গা পাহাড় এবং বৈৎ‌-যিশীমোৎ,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 বৈৎ-পিয়োর, পিসগা-প্রান্ত ও বৈৎ-যিশীমোৎ;

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 13:20
8 ক্রস রেফারেন্স  

আরাবা উপত্যকায় কিন্নেরৎ হ্রদের পূর্বতীর পর্যন্ত। বেথ যেশিমোৎ-এর দিকে আরাবা উপসাগর অর্থাৎ মরুসাগর পর্যন্ত। দক্ষিণে পিস্‌গা পর্বতের সানুদেশ পর্যন্ত।


সেইহেতু মোয়াবের সীমান্তের যে সমস্ত নগরী প্রতিরক্ষায় তৎপর থাকে সেগুলি আক্রান্ত হবে, সেইসাথে সুদৃশ্য নগরী বেথ-যেশিমোথ, বেল-মেওন এবং কিরিয়-থায়িমও আক্রান্ত হবে।


এবং জর্ডন নদী সহ আরাবা উপত্যকা, কিন্নেরৎ থেকে পূর্বদিকে আরাবা সাগর অর্থাৎ পিস্‌গার পাহাড়তলীতে অবস্থিত মরুসাগর পর্যন্ত এলাকাও তাদের দিলাম।


জর্ডনের তীরবর্তী বেথ-যেশিমোৎ থেকে আবেল-শিটিম পর্যন্ত মোয়াবের উপত্যকা অঞ্চলে তারা ছাউনি ফেলল।


ক্রমে ইসরায়েলীরা পিয়োরের বেলদেবের ভক্ত হয়ে উঠল এবং তার ফলে প্রভু পরমেশ্বর তাদের প্রতি রুষ্ট হলেন।


কদেমোৎ, মেফাৎ, কিরিয়াথয়িম, সিবমা এবং উপত্যকার মাঝে অবস্থিত সেরেৎ-সহার পর্বত,


অর্থাৎ সমতল অঞ্চলের সমস্ত নগর হিষবোণ নিবাসী ইমোরী নৃপতি সিহোনের সমগ্র রাজ্য ছিল এদের অধিকারভুক্ত। সিহোন এবং ইবি, রেকেম, সুর, হুর ও রেবা নামে তাঁর মিদিয়নী অমাত্যবর্গ যাঁরা সেই দেশে বাস করতেন মোশি তাঁদের সকলকে বধ করেছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন