Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 13:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 মেদবার সমগ্র সমতলভূমি, হিষবোণ এবং সমতল অঞ্চলের অন্যান্য নগর, দিবোন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 হিষবোন ও সমভূমিস্থ তার সমস্ত নগর, দীবোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 হিষ্‌বোন এবং মালভূমিতে ছড়িয়ে থাকা নগরগুলির সাথে দীবোন, বামোৎ-বায়াল, বেথ-বায়াল-মিয়োন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 হিষ্‌বোন ও সমভূমিস্থ তাহার সমস্ত নগর, দীবোন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 হিষ্বোন পর্যন্ত বিস্তৃত এই দেশে রয়েছে সমতলের সমস্ত শহর। শহরগুলি হচ্ছে দীবোন, বামোৎ-বাল, বৈৎ‌-বাল্-মিয়োন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 হিষ্‌বোন ও সমভূমিতে অবস্থিত তার সমস্ত নগর, দীবোন, বামোৎ-বাল ও বৈৎ-বাল-মিয়োন,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 13:17
17 ক্রস রেফারেন্স  

কিরিয়াথায়িম এবং নবো ও বেলমিয়োন (এই নামগুলি পরিবর্তন করা হয়েছিল) এবং সিবমা। তারা তাদের নির্মিত এই নগরগুলির অন্য নতুন নাম দিয়েছিল।


পরের দিন বালাক বিলিয়মকে নিয়ে বামোথ বেলের উপরে পৌঁছালেন। সেখান থেকে তিনি সমগ্র ইসরায়েলী জনতাকে দেখতে পেলেন।


সেখানকার প্রান্তর থেকে তারা মত্তানায়, মত্তানা থেকে নহ্‌লিয়েলে,


আর্ণোন উপত্যকার সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগে অবস্থিত নগর পর্যন্ত ছিল তাদের সীমা।


বামোৎ-বেল, বেথ-বেল-মিয়োন। যহস্‌,


বহুলোক যিহুদীয়ার গ্রাম ও জনপদে বসবাস করত। তাদের মধ্যে কিছু লোক কিরিয়ৎ-অর্ব এবং তার চারিপাশের দীবোন, যিকবসেল এবং এই শহরগুলির নিকটবর্তী গ্রামগুলিতে বাস করত।


দুর্ধর্ষ এক শত্রু ঝাঁপিয়ে পড়বে প্রতিটি নগরে, রেহাই পাবে না একটি নগরও ধ্বংসের হাত থেকে, উপত্যকা ও সমভূমি দুই-ই ধ্বংস হয়ে যাবে। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।


হে দীবোনবাসী, নেমে এস তোমার সম্মানের আসন থেকে, উপবেশন কর ধুলার উপরে। মোয়াবের ধ্বংসকারী সম্মুখে তোমার, বিধ্বস্ত করেছে সব দুর্গ।


সেইহেতু মোয়াবের সীমান্তের যে সমস্ত নগরী প্রতিরক্ষায় তৎপর থাকে সেগুলি আক্রান্ত হবে, সেইসাথে সুদৃশ্য নগরী বেথ-যেশিমোথ, বেল-মেওন এবং কিরিয়-থায়িমও আক্রান্ত হবে।


হিষ্‌বোণ ছিল ইমোরীদের রাজা সিহোনের রাজধানী। তিনি মোয়াবের প্রাক্তন রাজার বিরুদ্ধে যুদ্ধ করে অর্ণোন পর্যন্ত তাঁর এলাকা দখল করে নিয়েছিলেন।


হিষবোণ থেকে দীবোন পর্যন্ত তাদের বংশধরেরা সকলেই বিলুপ্ত, নোফা থেকে মেদবা পর্যন্ত বিস্তৃত অঞ্চল আমরা করেছি বিধ্বস্ত।”


কেননা মোশি জর্ডনের ওপারে আড়াই গোষ্ঠীর উত্তরাধিকার নির্দিষ্ট করে দিয়েছিলেন। লেবীয়দের কিন্তু তিনি অন্যান্যদের সঙ্গে কোন উত্তরাধিকার দেন নি।


তোমাদের মধ্যে লেবীয়দের কোন উত্তরাধিকার নেই কারণ প্রভু পরমেশ্বরের পৌরোহিত্যই তাদের উত্তরাধিকার। গাদ ও রূবেণ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোক জর্ডনের পূর্বতীরে তাদের অধিকার লাভ করেছে। প্রভুর সেবক মোশিই তাদের এইসব অঞ্চল দিয়েছিলেন।


হিষ্‌বোনে ও আরোয়েরে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ও নগরগুলিতে, আর্ণোনের তীরবর্তী সমস্ত নগরে ইসরায়েলীরা আজ তিনশো বছর বসবাস করছে। এতদিন আপনারা সেই সব অঞ্চল কেন ফিরিয়ে নেননি?


এবং যোয়েল গোষ্ঠীর শেমার পৌত্র ও আসসের পুত্র বেলা। এই গোষ্ঠীর লোকেরা অরোয়ের-এ এবং নেবো ও বেলমেয়োনের উত্তরাঞ্চলে বাস করত।


দণ্ড নেমে এসেছে সমতলভূমির উপরেও। দণ্ড নেমে এসেছে হোলন, যহস, মেফাৎ, দীবোন, নবো, বেথ-দিবলাথয়িম, বেথ-মিয়োন, করিয়োথ, বসরা ইত্যাদি মোয়াবের সমস্ত নগরের উপর। মোয়াবের বাহুবল খর্ব করা হয়েছে, বিনষ্ট করা হয়েছে তার গরিমা। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন