Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 13:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 ইসরায়েলীরা কিন্তু গেশুরী ও মাখাথীদের উচ্ছেদ করে নি, তারা আজও ইসরায়েলীদের মাঝেই বসবাস করছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তবুও বনি-ইসরাইল গশূরীয়দের ও মাখাথীয়দেরকে অধিকারচ্যুত করে নি; গশূর ও মাখাথ্‌ আজও ইসরাইলের মধ্যে বাস করছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 কিন্তু ইস্রায়েলীরা গশূর ও মাখার লোকদের সম্পূর্ণরূপে তাড়িয়ে দেয়নি, তাই আজও পর্যন্ত তারা ইস্রায়েলীদের মধ্যে বসবাস করে যাচ্ছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তথাপি ইস্রায়েল-সন্তানগণ গশূরীয়দিগকে ও মাখাথীয়দিগকে অধিকারচ্যুত করে নাই; গশূর ও মাখাথ্‌ অদ্যাপি ইস্রায়েলের মধ্যে বাস করিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 ইস্রায়েলীয়রা গশূর এবং মাখাথ অঞ্চলের লোকদের তাড়িয়ে দেয় নি। তারা আজও ইস্রায়েলীয়দের সঙ্গে বসবাস করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তবুও ইস্রায়েল-সন্তানরা গশূরীয়দেরকে ও মাখাথীয়দেরকে তাড়িয়ে দেয় নি; গশূর ও মাখাথ্‌ আজও ইস্রায়েলের মধ্যে বাস করছে।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 13:13
13 ক্রস রেফারেন্স  

গিলিয়দ, গেশুরী ও মাখাথীদের অঞ্চল, সমগ্র হার্মোন পর্বত এবং সলখা পর্যন্ত সমগ্র বাশান প্রদেশ অর্থাৎ


কিন্তু তোমরা যদি তোমাদের এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের বিতাড়িত না কর, তাহলে তাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে তারা হবে তোমাদের চক্ষুশূল এবং বক্ষশেলস্বরূপ। তোমাদের বসতভূমিতে তারা তোমাদের উপর উপদ্রব করবে।


কিলিয়াব দ্বিতীয় পুত্র।কার্মেল দেসের নাবলের বিধবা স্ত্রী অবিগল তার মা। তৃতীয় পুত্র অবশালোম। গশূরের রাজা তলময়ের কন্যা মাখা তার জননী।


মনঃশির বংশধর যায়ীর, গেশূরী ও মাখাথী উপজাতীয়দের সীমানা পর্যন্ত আর্গোব অঞ্চলের সমস্ত অঞ্চল অধিকার করে নিল এবং নিজের নামে বাশান প্রদেশের এই অঞ্চলের নাম রাখল হাব্বোৎ-যায়ীর। আজ পর্যন্ত সেই নামই প্রচলিত আছে।)


হার্মোন পর্বত, সল্‌খা, গেশুরী ও মাখাথী জাতির সীমান্ত পর্যন্ত সমগ্র বাশান প্রদেশ এবং হিষবোনের রাজা সিহোনের রাজ্যের সীমানা পর্যন্ত ও গিলিয়দ প্রদেশের অপর অর্ধাংশ ছিল তাঁর অধিকারে।


বাশানের রাজা ওগ, অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে যাঁর রাজধানী ছিল, তাঁর সমগ্র রাজ্য। (ইনি ছিলেন রফায়িমদের সর্বশেষ বংশধর) মোশি এঁদের পরাস্ত করে এঁদের দেশ অধিকার করেছিলেন।


কেবলমাত্র লেবী গোষ্ঠীকে মোশি কোন উত্তরাধিকার দেন নি। প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত হোম নৈবেদ্যই ছিল তাদের উত্তরাধিকার।


দাউদ ও তাঁর অনুচরেরা এই সময়ে গসুর, গিরসি ও তাঁর অমালেকী উপজাতিদের উপর হামলা করতেন। শূর থেকে মিশর পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে অতি প্রাচীনকাল থেকে এই উপজাতিদের বাস ছিল।


সেই অঞ্চলে ইসরায়েল যখন বাস করছিলেন, তখন রূবেণ তার পিতার উপপত্নী বিল্‌হার শয্যাসঙ্গী হল। ইসরায়েল এ কথা জানতে পারলেন।


আম্মোনীরা বুঝল যে তারা দাউদকে তাদের শত্রু করে ফেলছে। তখন তারা বেথ রহোব ও সোবা থেকে সিরিয়ার কুড়ি হাজার পদাতিক সৈন্য এবং একহাজার সৈন্যসহ মাখার রাজাকে এবং টোব থেকে বারো হাজার সৈন্যকে ভাড়া করে আনল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন