যিহোশূয় 13:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)10 আম্মোনীদের সীমান্ত পর্যন্ত হিষবোণের ইমোরী নৃপতি সিহোনের সমস্ত নগর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 এবং অম্মোনীয়দের সীমা পর্যন্ত হিষবোনে রাজত্বকারী আমোরীয়দের সীহোন বাদশাহ্র সমস্ত নগর; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 ও অম্মোনীয়দের সীমানা পর্যন্ত ছড়িয়ে থাকা ইমোরীয়দের রাজা সেই সীহোনের সমস্ত নগরও এতে যুক্ত হল, যিনি হিষ্বোনে রাজত্ব করতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 এবং অম্মোন-সন্তানগণের সীমা পর্য্যন্ত হিষ্বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমস্ত নগর; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 ইমোরীয় রাজা সীহোন যেসব শহরের শাসনকর্তা সেসব শহর ঐ দেশেরই মধ্যে রয়েছে। সীহোন শাসন করত হিষ্বোন শহর। সেই ভূখণ্ডটি যেখানে ইমোরীয়রা বাস করত সেই এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 এবং অম্মোন-সন্তানদের সীমা পর্যন্ত হিষ্বোনে রাজত্বকারী ইমোরীয়দের সীহোন রাজার সমস্ত নগর; অধ্যায় দেখুন |