Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 এবং তিরমার রাজা-সর্বমোট একত্রিশ জন রাজা।)

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 তির্সার এক জন বাদশাহ্‌; মোট একত্রিশ জন বাদশাহ্‌।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তির্সার রাজা একজন মোট একত্রিশ জন রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 তির্সার এক রাজা; সর্ব্বশুদ্ধ একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 তির্সার রাজা মোট রাজার সংখ্যা 31।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 তির্সার এক রাজা; মোট একত্রিশ রাজা।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:24
7 ক্রস রেফারেন্স  

গাদির পুত্র মনহেম তির্সা থেকে শমরিয়ায় গিয়ে শাল্লুমকে হত্যা করে সিংহাসন অধিকার করলেন।


যিহুদারাজ আসার রাজত্বের একত্রিশ বছরে আম্রি ইসরায়েলের রাজা হয়েছিলেন এবং বারো বছর রাজত্ব করেছিলেন।এর মধ্যে প্রথম ছয় বছর তিনি রাজধানী তির্সায় রাজত্ব করেন।


তিনি তাদের রাজাদের তোমাদের হাতে সমর্পণ করবেন, পৃথিবীর বুক থেকে তাদের স্মৃতি তোমরা বিলুপ্ত করবে। তারা নিঃশেষ না হওয়া পর্যন্ত কেউ তোমাদের সম্মুখে দাঁড়াতে পারবে না।


যোশিয় যখন যিহুদীয়ার রাজা হন তখন তাঁর মাত্র আট বছর বয়স। তিনি জেরুশালেমে একত্রিশ বছর রাজত্ব করেন।


যারবিয়ামের স্ত্রী ফিরে গেলেন তির্সাতে। তিনি বাড়ীর দরজায় পা দেওয়া মাত্র তাঁর ছেলেটি মারা গেল।


তারা জয় করেছিল কনানভূমি, কনানবাসীকে তুমি এনে দিয়েছিলে তাদের অধীনে। ইসরায়েলীকে তুমি করেছিলে ক্ষমতাবান যেন তারা প্রভুত্ব করতে পারে কনানবাসী ও তাদের রাজাদের উপর।


ইমোরীদের রাজা সীহোনকে বাশানের রাজা ওগ্‌কে এবং কনানের সমস্ত রাজাকে করেছিলেন বধ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন