Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 কেদেশের রাজা, কারমেলের অন্তর্গত যোক্‌নিয়ামের রাজা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 কেদশের এক জন বাদশাহ্‌, বাদশাহ্‌, কর্মিলস্থ যক্মিয়ামের এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 কেদশের রাজা একজন কর্মিলে যক্নিয়ামের রাজা একজন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 দোর উপগিরিতে স্থিত দোরের এক রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 কেদশের রাজা কর্ম্মিলস্থ যক্লিয়ামের রাজা

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 কেদশের এক রাজা, কর্মিল উপস্থিত যক্লিয়ামের এক রাজা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:22
12 ক্রস রেফারেন্স  

নপ্তালি গোষ্ঠীর এলাকা থেকে তারা পেল গালীল প্রদেশের অভয়পুরী কেদেশ এবং সংলগ্ন চারণভূমিসহ হাম্মোৎ-দোর ও কর্তন, এই তিনটি নগর।


রুক্ষ মরু অসীম আনন্দে উচ্চকন্ঠে গাইবে গান, লেবাননের মত হয়ে উঠবে সে সুন্দর, অপরূপ, উর্বরা, সুফলা হবে কার্মেল ও শারোণের মত। দেখবে সকলে প্রভু পরমেশ্বরের ঐশ্বর্য-মহিমা দেখবে তাঁর অসীম প্রতাপ।


মায়োন প্রদেশে নাবল নামে কালেব বংশের এক ব্যক্তি বাস করত। তার স্ত্রীর নাম অবিগল। কারমেল অঞ্চলে ঐ ব্যক্তির অনেক বিষয়সম্পত্তি ছিল। সে ছিল খুব ধনী। তার তিন হাজার মেষ ও এক হাজার ছাগল ছিল। অবিগল ছিলেন বুদ্ধিমতী ও সুন্দরী, কিন্তু তাঁর স্বামী ছিল অভদ্র ও ইতর প্রকৃতির লোক। নাবল তখন কারমেল অঞ্চলে তার মেষপালের লোম ছাঁটাই করছিল।


ইসরায়েলীরা তখন নপ্তালি গোষ্ঠীর পার্বত্য অঞ্চলে গালীল প্রদেশের কেদেশ, ইফ্রয়িম গোষ্ঠীর পার্বত্য এলাকায় শিখিম, যিহুদা গোষ্ঠীর পার্বত্য এলাকায় কিরিয়াত-অর্বা অর্থাৎ হিব্রোণ এই উদ্দেশে পৃথক করল।


পশ্চিম দিকে তাদের সীমানা মারালা, দব্বেশাৎ ও যক্‌নিয়ামের পূর্বদিকে প্রবাহিত জলস্রোত পর্যন্ত গেল।


মায়োন, কারমেল, সিফ, যুটা, যিষ্‌রিয়েল,


অদাদা, কেদশ, হাৎসোর, যিৎনন, সীফ,


আনাকের রাজা, মেগিদ্দোর রাজা,


আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমিই রাজা, আমি জাগ্রত ঈশ্বর, তাবোর পর্বত যেমন ছাড়িয়ে যায় সমস্ত পর্বত শীর্ষ সমুদ্রপৃষ্ঠেরও অনেক উপরে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কার্মেল পর্বত, তেমনি মহাশক্তিধর সেও, যে আসছে তোমাদের আক্রমণ করতে।


লেবী বংশের অবশিষ্ট লোকেরা অর্থাৎ মরারি গোষ্ঠীর লোকেরা সবুলুন গোষ্ঠীর এলাকা থেকে সংলগ্ন চারণভূমিসহ যকনিয়াম, কর্তা, দিম্‌না, ও নহলোল, এই চারটি নগর পেল।


আলিহুদের পুত্র বানা: তানাক, মেগিদ্দো, যিষ্‌রিয়েল দক্ষিণে যারেথান শহরের পার্শ্ববর্তী সমগ্র বেথশেয়ান এলাকা এবং বেথশেয়ান থেকে আবেল মেহলাহ্‌ ও যকনিয়াম পর্যন্ত সমগ্র অঞ্চল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন