Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 মাক্কেদার রাজা, বেথেলের রাজা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 মক্কেদার এক জন বাদশাহ্‌, বেথেলের এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 মক্কেদার রাজা একজন বেথেলের রাজা একজন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 বৈথেলের এক রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 মক্কেদার রাজা বৈথেলের রাজা

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 মক্কেদার এক রাজা, বৈথেলের এক রাজা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:16
7 ক্রস রেফারেন্স  

সেই দিনই যিহোশূয় মাক্কেদা অধিকার করলেন এবং সেখানকার রাজা ও অধিবাসীদের হত্যা করলেন। সেখানকার সমস্ত প্রাণীকে তিনি নিঃশেষে ধ্বংস করলেন, কাউকে রেহাই দিলেন না। যিরিহোর রাজার যে দশা তিনি করেছিলেন, মাক্কেদার রাজারও তিনি সেই দশা করলেন।


যোষেফের বংশধর ইফ্রয়িম ও মনঃশি গোষ্ঠীর লোকেরাও বেথেলের বিরুদ্ধে অভিযান করল। প্রভু পরমেশ্বর তাদের সহায় ছিলেন। তারা বেথেলে গুপ্তচর পাঠাল। (আগে এই নগরটির নাম ছিল লুৎস)।


অয় বা বেথেলে একটি লোকও আর রইল না। নগর অরক্ষিত রেখে সকলেই ইসরায়েলীদের পিছনে ধাওয়া করতে বেরিয়ে গেল।


তিনি সেই জায়গাটির নাম রাখলেন বেথেল। (ঈশ্বরের নিবাস)। আগে এই জায়গার নাম ছিল লুস।


পরে তিনি সেখান থেকে বেথেলের পূর্ব দিকে পার্বত্য অঞ্চলে গিয়ে পশ্চিমে বেথেল ও পূর্ব দিকে অয় নগরের মধ্যবর্তীস্থানে শিবির স্থাপন করলেন। তিনি সেখানেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি বেদী প্রতিষ্ঠা করে তাঁর আরাধনা করলেন।


লিব্‌নার রাজা, আদুল্লামের রাজা,


তাপুয়াহ্-এর রাজা, হেফেরের রাজা,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন