Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 লিব্‌নার রাজা, আদুল্লামের রাজা,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 লিব্‌নার এক জন বাদশাহ্‌, অদুল্লমের এক জন বাদশাহ্‌,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 লিব্‌নার রাজা একজন অদুল্লমের রাজা একজন

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 অদুল্লমের এক রাজা, মক্কেদার এক রাজা,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 লিবনার রাজা অদুল্লমের রাজা

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 লিব্‌নার এক রাজা, অদুল্লমের এক রাজা,

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:15
6 ক্রস রেফারেন্স  

দাউদ সেখান থেকে পালিয়ে অদুল্লামের পর্বতগুহায় এসে আশ্রয় নিলেন। তাঁর ভাইয়েরা এবং পরিবারের সকলে সে কথা জানতে পেরে তাঁর কাছে এলেন।


হর্মার রাজা, আরাদের রাজা,


মাক্কেদার রাজা, বেথেলের রাজা,


হে মারেশার অধিবাসীগণ, প্রভু পরমেশ্বর তোমাদের শত্রুর হাতে তুলে দেবেন, শত্রুর দল এসে অধিকার করবে তোমাদের শহর। তখন ইসরায়েলের নেতৃবৃন্দ আত্মগোপন করবে আদুল্লামের গিরিকন্দরে।


সেই দিনই যিহোশূয় মাক্কেদা অধিকার করলেন এবং সেখানকার রাজা ও অধিবাসীদের হত্যা করলেন। সেখানকার সমস্ত প্রাণীকে তিনি নিঃশেষে ধ্বংস করলেন, কাউকে রেহাই দিলেন না। যিরিহোর রাজার যে দশা তিনি করেছিলেন, মাক্কেদার রাজারও তিনি সেই দশা করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন