Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 12:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 জর্ডনের অপর পারে পূর্বদিকে ইসরায়েলীরা যে দুজন রাজাকে পরাস্ত করে তাঁদের দেশ অর্থাৎ আর্ণোন উপত্যকা থেকে হার্মোন পর্বত পর্যন্ত এবং পূর্বদিকে সমগ্র আরাবা উপত্যকা দখল করে নিয়েছিল, তাদের তালিকা:

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 জর্ডানের পারে সূর্যোদয়ের দিকে বনি-ইসরাইল দেশের যে দুই বাদশাহ্‌কে আক্রমণ করে তাঁদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোন পর্বত পর্যন্ত এবং পূর্ব দিকে অবস্থিত সমস্ত অরাবা সমভূমি, এই দেশ অধিকার করেছিল, সেই দুই বাদশাহ্‌ এই:

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 এঁরাই হলেন সেই দেশের রাজারা, যাঁদের ইস্রায়েলীরা পরাজিত করল এবং যাঁদের এলাকা জর্ডন নদীর পূর্বপারে, অর্ণোন গিরিখাত থেকে হর্মোণ পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল, সেই এলাকা এবং অরাবার পূর্বদিকের সমস্ত এলাকা তারা দখল করল:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত, এবং পূর্ব্বদিক্‌স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 ইস্রায়েলবাসীরা যর্দন নদীর পূর্বদিকের সব দেশগুলি জয় করেছিল। অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ শৃঙ্গ পর্যন্ত সমস্ত ভূখণ্ড এবং যর্দন উপত্যকার পূর্ব দিকের সমস্ত ভূখণ্ড তারা জয় করেছিল। ইস্রায়েলবাসীরা যে সব রাজাদের পরাজিত করেছিল তার তালিকা এখানে দেওয়া হচ্ছে:

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 যর্দ্দনের (নদীর) পারে সূর্য্য উদয়ের দিকে ইস্রায়েল-সন্তানেরা দেশের যে দুই রাজাকে আঘাত করে তাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পর্বত পর্যন্ত এবং পূর্বদিকের সমস্ত অরাবা উপত্যকা, এই দেশ অধিকার করেছিল, সেই দুই রাজা এই।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 12:1
24 ক্রস রেফারেন্স  

সুতরাং ইসরায়েলীরা কাদেশেই রয়ে গেল। তারা প্রান্তরের মধ্যে দিয়ে ইদোম ও মোয়াব দেশ ঘুরে মোয়াবের পূর্বপ্রান্তে উপস্থিত হল এবং আর্ণোনের অপর তীরে ছাউনি ফেলল। মোয়াব দেশের সীমানার মধ্যে তারা প্রেবশ করেনি, আর্ণোনই ছিল মোয়াবের সীমান্ত।


তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর যখন তোমাদের মত তোমাদের জ্ঞাতিভাইদেরও স্বস্তি ও নিরাপত্তা দেবেন, তাঁর সেই প্রতিশ্রুত দেশ যখন তারা অধিকার করবে, তখন তোমরা জর্ডনের পূর্বতীরে উদয়াচলের দিকে প্রভুর সেবক মোশি তোমাদের যে দেশ নির্দিষ্ট করে দিয়েছেন, সেই দেশে তোমরা ফিরে আসবে এবং ভোগদখল করবে।


ইসরায়েলীরা তরবারির আঘাতে তাঁকে হত্যা করে অর্ণোন থেকে অম্মোনীদের প্রান্ত সীমা যাব্বোক পর্যন্ত এলাকা দখল করে নিল।


আবার সেখান থেকে অর্ণোনের অপর পারে ইমোরীদের দেশের কাছাকাছি একটি প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মোয়াব ও ইমোরীদের অঞ্চলের মাঝখানে অবস্থিত অর্ণোন পর্যন্ত মোয়াবের সীমানা।


তারা নীড়হারা পাখির মত অর্ণোন নদীতীরে বিপর্যস্তভাবে উড়ে বেড়াচ্ছে।


এ যেন হারমোন গিরির শিশির, যা ঝরে পড়ে সিয়োনের শিখরে শিখরে। সেখানে প্রভু পরমেশ্বর করেছেন আশীর্বাদ, জীবন সেখানে চিরস্থায়ী।


এখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের ভাইদের স্বস্তি দিয়েছেন। সুতরাং প্রভু পরমেশ্বরের দাস মোশি জর্ডনের ওপারে যে অঞ্চল তোমাদের দিয়েছেন, সেখানে তোমাদের এলাকায় নিজেদের তাঁবুতে তোমরা ফিরে যেতে পার।


সেয়ীর পর্যন্ত বিস্তৃত হালাক পর্বত থেকে হারমোন পর্বতের সানুদেশে লেবানন উপত্যকায় অবস্থিত বাল্‌গাদ পর্যন্ত সমগ্র দেশ অধিকার করলেন এবং সেই অঞ্চলের সমস্ত রাজাকে বন্দী করে হত্যা করলেন।


পূর্ব ও পশ্চিম অঞ্চলের কনানীদের কাছে এবং পার্বত্য অঞ্চলের ইমোরী, হিত্তীয়, পরিষী, যিবুষী ও হারমোন পর্বতের সানুদেশে মিস্‌পা অঞ্চলের হিব্বীয়দের কাছেও তিনি দূত পাঠালেন।


আর্ণোন উপত্যকার আরোয়ের থেকে সিরিয়োন অর্থাৎ হার্মোন পর্বত পর্যন্ত সমগ্র এলকা


তোমরা এখন যাত্রার জন্য তৈরী হও, এবং আর্ণোন নদী পার হও। দেখ, আমি হিষ্‌বোনের রাজা ইমোরী সিহোনকে তার রাজ্যসমেত তোমাদের হাতে সমর্পণ করলাম। তোমরা তার দেশ অধিকার করতে আরম্ভ কর এবং তাকে যুদ্ধে প্ররোচিত কর।


তাদের প্রাপ্য জর্ডনের পশ্চিম পারের কোন অঞ্চলের অধিকার আমরা চাই না। কারণ জর্ডনের এ পারে পূর্বদিকে আমরা সম্পত্তির অধিকার পেয়েছি।


মোশি তখন গাদ ও রূবেণ বংশের লোকদের এবং যোষেফের পুত্র মনঃশির বংশধরদের অর্ধেক লোকজনকে ইমোরীরাজ সিহোনের রাজ্য, বাশানরাজ ওগের রাজ্য ও সেই রাজ্যগুলির সীমার মধ্যে সমস্ত নগরের অধিকার দান করলেন।


মনঃশি গোষ্ঠীর অপর অর্ধাংশ এবং তাদের সঙ্গে রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকেরা মোশির নির্দেশে জর্ডনের পূর্বতীরে তাদের উত্তরাধিকার পেয়েছিল। প্রভু পরমেশ্বরের সেবক মোশি তাদের এই অঞ্চলগুলি দিয়েছিলেনঃ


পৃথিবীর উত্তর ও দক্ষিণ প্রান্ত তোমারই নামে করে জয়ধ্বনি।


যিনি উত্তরাধিকার স্বরূপ বণ্টন করলেন তাদের রাজ্য, –চিরায়ত তাঁর অবিচল প্রেম।


ইসরায়েলীরা দূত পাঠিয়ে ইমোরীদের রাজা সিহোনের কাছে আবেদন জানাল।


আমরা সশস্ত্র হয়ে প্রভুর অধীনে জর্ডন পেরিয়ে কনান দেশে যাব, কিন্তু জর্ডনের এপারে পূর্বপ্রান্তেই আমাদের স্বত্বাধিকার স্থায়ী হবে।


তখন সিহোন তাঁর সমস্ত লোকজন নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য যাহাস্-এ এলেন।


তারপর আমরা সেখান থেকে ফিরে বাশানের পথে এগিয়ে চললাম। বাশানের রাজা ওগ্ তাঁর সমস্ত সৈন্যসামন্ত নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইদ্রিয়ীতে এলেন।


মোশি ইসরায়েলীদের জন্য এই বিধান প্রবর্তন করেছিলেন।


উরির পুত্র গেবের: গিলিয়দ প্রদেশ, যা ছিল এককালে ইমোরীদের রাজা সীহোন এবং বাশানের রাজা ওগের এলাকা এই বারোজন ছাড়াও সমগ্র রাজ্যের উপরে ছিলেন একজন প্রধান অধ্যক্ষ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন