Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 11:8 - পবিএ বাইবেল CL Bible (BSI)

8 প্রভু পরমেশ্বর তখন তাঁদের ইসরায়েলীদের হাতে সমর্পণ করলেন। ইসরায়েলীরা তাঁদের পরাস্ত করল এবং বৃহত্তর সীদোন ও মিস্রফোৎ-মায়িম পর্যন্ত এবং পূর্ব দিকে মিস্‌পা উপত্যকা পর্যন্ত তাঁদের তাড়া করে নিয়ে গেল। ইসরায়েলীরা তাঁদের সকলকে হত্যা করল, কেউ নিস্তার পেল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 তাতে মাবুদ তাদের ইসরাইলের হাতে তুলে দিলেন এবং তারা তাদের আঘাত করলো, আর মহাসীদোন ও মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত ও পূর্ব দিকে মিসপীর উপত্যকা পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে গেল এবং তাদের আঘাত করে কাউকে অবশিষ্ট রাখল না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 এবং সদাপ্রভু তাদের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন। তাঁরা তাদের পরাজিত করলেন এবং মহাসীদোন, মিষ্রফোৎ-ময়িম ও পূর্বদিকে মিস্‌পা উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে তাদের পশ্চাদ্ধাবন করে গেলেন, ও একজনকেও প্রাণে বাঁচতে দিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 তাহাতে সদাপ্রভু তাহাদিগকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, এবং তাহারা তাহাদিগকে আঘাত করিল, আর মহাসীদোন ও মিষ্রফোৎ-ময়িম পর্য্যন্ত ও পূর্ব্বদিকে মিস্পীর তলভূমি পর্য্যন্ত তাহাদিগকে তাড়াইয়া লইয়া গেল; এবং তাহাদিগকে আঘাত করিয়া কাহাকেও অবশিষ্ট রাখিল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 প্রভু ইস্রায়েলীয়দের জিতিয়ে দিলেন। ইস্রায়েল সৈন্যবাহিনী তাদের পরাজিত করে তাড়িয়ে নিয়ে গেল বৃহত্তর সীদোন, মিষ্রফোৎ-ময়িম আর পূর্বের মিস্পীর উপত্যকার দিকে। সবকটি শত্রুকে মেরে না ফেলা পর্যন্ত ইস্রায়েলীয় সৈন্যরা থামল না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 তাতে সদাপ্রভু তাদেরকে ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন এবং তারা তাদেরকে আঘাত করল, আর মহাসীদোন ও মিষ্রফোৎময়িম পর্যন্ত ও পূর্বদিকে মিস্পীর উপত্যকা পর্যন্ত তাদেরকে তাড়িয়ে নিয়ে গেল এবং তাদেরকে আঘাত করে কাউকেই অবশিষ্ট রাখল না।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 11:8
13 ক্রস রেফারেন্স  

লেবানন থেকে মিস্রফোৎ-মায়িম পর্যন্ত পার্বত্য অঞ্চলের সকল অধিবাসীদের এবং সীদোনীদের আমি নিজে ইসরায়েলীদের সম্মুখ থেকে বিতাড়িত করব। তুমি শুধু আমার নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের উত্তরাধিকার স্বরূপ এই সব অঞ্চল তাদের মধ্যে বণ্টন করে দাও।


এব্রোণ, রেহোব, হাম্মোন, কান্নাহ্ এবং বৃহত্তর সীদোন পর্যন্ত প্রসারিত হল।


হাদ্রাকের সীমান্তে অবস্থিত হমাত এবং জ্ঞানসমৃদ্ধ টায়ার ও সীদোনও প্রভুর অধিকারে।


তাদের পূর্বপুরুষদের কাছে প্রভু পরমেশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী তিনি সর্বক্ষেত্রেই তাদের শান্তি ও স্বস্তি দান করলেন। তাদের শত্রুদের কেউই তাদের সামনে দাঁড়াতে পারল না। প্রভু পরমেশ্বর তাদের সমস্ত শত্রুকে তাদের হাতে সমর্পণ করলেন।


পূর্ব ও পশ্চিম অঞ্চলের কনানীদের কাছে এবং পার্বত্য অঞ্চলের ইমোরী, হিত্তীয়, পরিষী, যিবুষী ও হারমোন পর্বতের সানুদেশে মিস্‌পা অঞ্চলের হিব্বীয়দের কাছেও তিনি দূত পাঠালেন।


সবুলুনের বসতি হবে সমুদ্র উপকূলে, তার বেলাভূমি হবে সাগরগামী জাহাজের বন্দর, সীদোন পর্যন্ত বিস্তৃত হবে তার সীমানা।


কনানের সন্তান - জ্যেষ্ঠপুত্র সিদোন, হেৎ, যেবুষী, আমোরী, গির্গাশী, হিব্বতী, আরকিতি,


যিহোশূয় তাঁর সেনাবাহিনী নিয়ে অতর্কিতে মেরোম সরোবরের কাছে উপস্থিত হয়ে তাদের আক্রমণ করলেন।


হে সমৃদ্ধিশালিনী সীদোন! তোমার মর্যাদা আজ ভূলুন্ঠিত! মহাসাগর তোমাকে পরিত্যাগ করেছে, সে বলছে, সীদোন আমার কেউ নয় কোনদিন আমার কোন সন্তান ছিল না। আমি কোন পুত্র-কন্যাকে প্রতিপালন করি নি।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যখন তোমাদের অধীনে এদের সমর্পণ করবেন এবং তোমরা এদের পরাজিত করবে তখনই তোমরা তাদের নিঃশেষে ধ্বংস করবে। তাদের সঙ্গে কোন সন্ধি করবে না বা তাদের প্রতি দয়া করবে না।


কিন্তু আজ তোমরা জেনে রাখ যে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং সর্বগ্রাসী অগ্নিস্বরূপ তোমাদের পুরোভাগে যাচ্ছেন। তিনিই তাদের সংহার করবেন ও তোমাদের অধীন করবেন এবং তোমাদের কাছে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা তাদের বিতাড়িত করে অচিরেই ধ্বংস করতে পারবে।


যিহোশূয়ের নেতৃত্বে ইসরায়েলীদের প্রচণ্ড আক্রমণে তারা সমূলে ধ্বংস হল, কেবল মাত্র কয়েকজন অবশিষ্ট লোক পালিয়ে গিয়ে প্রাচীরঘেরা নগরগুলিতে আশ্রয় নিল।


গিলিয়দ ও হিত্তিয়দের এলাকায় কাদেশে। সেখানে কাজ সেরে দানে, দান থেকে গেলেন পশ্চিম সিদোনে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন