Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 11:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 প্রভু পরমেশ্বর তখন যিহোশূয়কে বললেন, তুমি এদের দেখে ভয় পেয়ো না। আগামী কাল এমনি সময়ে আমি এদের ধ্বংস করে ইসরায়েলীদের হাতে সমর্পণ করব। তুমি এদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে দেবে আর রথগুলো আগুণে পুড়িয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 তখন মাবুদ ইউসাকে বললেন, তুমি ওদের ভয় করো না; কেননা আগামীকাল এমন সময়ে আমি ইসরাইলের সম্মুখে ওদের সকলকেই শেষ করে দিয়ে তোমার হাতে তুলে দেব; তুমি ওদের ঘোড়ার পায়ের শিরা কেটে দেবে ও সমস্ত রথ আগুনে পুড়িয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ওদের ভয় কোরো না, কারণ আগামীকাল এই সময়ে, আমি তাদের সবাইকে হত্যা করে ইস্রায়েলের হাতে সমর্পণ করব। তোমাকে তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেলতে হবে ও তাদের রথগুলি পুড়িয়ে দিতে হবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 তখন সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, তুমি উহাদের হইতে ভীত হইও না; কেননা কল্য এমন সময়ে আমি ইস্রায়েলের সম্মুখে উহাদের সকলকেই নিহত করিয়া সমর্পণ করিব; তুমি উহাদের ঘোড়ার পায়ের শিরা ছেদন করিবে ও রথ সকল আগুনে পোড়াইয়া দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তখন প্রভু যিহোশূয়কে বললেন, “এত সৈন্য দেখে ভয় পেও না। আমি তোমাদের জিতিয়ে দেব। আগামীকাল এই সময়ের মধ্যে তোমরা তাদের সকলকে মেরে ফেলবে। সমস্ত ঘোড়ার পায়ের শিরা কেটে ফেলবে, তাদের সমস্ত রথ পুড়িয়ে দেবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তাদেরকে ভয় পেয়ো না; কারণ কালকে এমন দিনের আমি ইস্রায়েলের সামনে তাদের সবাইকেই নিহত করে সমর্পণ করব; তুমি তাদের ঘোড়ার পায়ের শিরা কাটবে ও সব রথগুলি আগুনে পুড়িয়ে দেবে।”

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 11:6
24 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর যিহোশূয়কে বললেন, তুমি ওদের ভয় করো না, আমি তোমার হাতে ওদের সমর্পণ করেছি, ওদের কেউ তোমার সম্মুখে দাঁড়াতে পারবে না।


দাউদ তাঁর এক হাজার রথ, সাতশো অশ্বারোহী সৈন্য এবং কুড়ি হাজার পদাতিক সৈন্যকে বন্দী করলেন। এগুলির মধ্যে তিনি একশোটি রথের ঘোড়াকে বাদ দিয়ে বাকী রথের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে পঙ্গু করে দিলেন।


যারা সংবাদ নিয়ে এসেছিল তাদের তিনি বললেন, যাবেশের অধিবাসীদের তোমরা বলবে, কাল দুপুরের মধ্যে তোমাদের উদ্ধার করা হবে। তারা ফিরে গিয়ে যাবেশের অধিবাসীদের সে কথা জানালে তারা সাহস ফিরে পেল।


ইসরায়েলীরা আবার পরমেশ্বরের নির্দেশ জানতে চাইল, বলল, আমরা কি আমাদের জ্ঞাতি বিন্যামীন গোষ্ঠীর লোকদের সঙ্গে আবার যুদ্ধ করতে যাব, না বিরত থাকব? প্রভু বললেন, যাও, আগামী কাল তোমাদের হাতে আমি ওদের সমর্পণ করব।


প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী যিহোশূয় কাজ করলেন। তাদের ঘোড়াগুলোর পায়ের শিরা তিনি কেটে দিলেন ও রথগুলো আগুণে পুড়িয়ে দিলেন।


অসিরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না, অশ্বারোহী বাহিনীও পারবে না আমাদের রক্ষা করতে। আমাদের হাতে গড়া মূর্তিকে সম্বোধন করে আর আমরা বলব না, ‘হে আমাদের ঈশ্বর’ কারণ পিতৃহীনেরা তোমার কাছেই পায় দয়া।


যারা সাহায্যের জন্য মিশরে যায়, তাদের সমূহ সর্বনাশ আসন্ন! তারা মিশরের বিশাল সামরিক শক্তির উপরে—অশ্ব, রথ ও সৈন্য আস্থা স্থাপন করে। কিন্তু তারা ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর প্রভু পরমেশ্বরের উপরে আস্থা স্থাপন করে না অথবা সাহায্য প্রার্থনা করে না তাঁর কাছে।


পরিবর্তে তোমরা শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য দ্রুতগামী অশ্বে পলায়ন করার পরিকল্পনা করলে। হ্যাঁ, তোমরা ঠিকই করেছ, তোমাদের পক্ষে পালিয়ে যাওয়াই উচিত! তোমরা ভেবেছ, তোমাদের অশ্বেরা যথেষ্ট দ্রুতগামী, কিন্তু জেন, তোমাদের পিছনে যারা তাড়া করে আসছে, তারা তাদের চেয়েও দ্রুতগামী।


যে ধার্মিক ব্যক্তি সৎপথে চলে, আশিসধন্য হয় তার সন্তানেরা।


গীতিকার: সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমাদের সঙ্গে আছেন, যাকোবের আরাধ্য ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়।


পৃথিবীর প্রান্ত অবধি তিনি যুদ্ধ নিবৃত্ত করেন। ধনুক ভগ্ন করেন তিনি, বর্শা করেন খণ্ডবিখণ্ড রথসমূহ আগুনে পুড়িয়ে দেন।


আগামীকাল তারা যখন সীজ গিরিপথে আসবে তখন তাদের আক্রমণ করবেন। জিরুয়েলের কাছে বনভূমির মধ্যে যে উপত্যকা এগিয়ে গেছে,তারই প্রান্তসীমায় আপনারা তাদের দেখা পাবেন।


যিহোশূয় জনতাকে বললেন, তোমরা নিজেদের শুচিশুদ্ধ কর কারণ আগামী কাল প্রভু পরমেশ্বর তোমাদের মাঝে মহা আশ্চর্য কাজ করবেন।


তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে সব জাতিকে তোমাদের কবলে সমর্পণ করবেন, তাদের সকলকেই তোমরা গ্রাস করবে। তাদের প্রতি তোমরা কোন কৃপা করবে না, তাদের দেবতাদের ভজনা তোমরা করবে না, কারণ তা-ই হবে তোমাদের পতনের কার‍ণ।


এই সব নৃপতিরা একসঙ্গে মিলিত হয়ে ইসরায়েলীদের আক্রমণ করার জন্য মেরোম সরোবরের কাছে এসে ছাউনি ফেললেন।


যিহোশূয় তাঁর সেনাবাহিনী নিয়ে অতর্কিতে মেরোম সরোবরের কাছে উপস্থিত হয়ে তাদের আক্রমণ করলেন।


সেই রাত্রে পরমেশ্বর গিদিয়োনকে বললেন, ওঠ, নীচে নেমে গিয়ে শত্রু শিবির আক্রমণ কর, কারণ আমি ওদের তোমাদের হাতে সমর্পণ করেছি।


ইসরায়েলের নগর-জনপদের অধিবাসীরা বাইরে গিয়ে পরিত্যক্ত অস্ত্র-শস্ত্র কুড়িয়ে এনে জ্বালানি করবে। তারা তীর, ধনুক, ঢাল, বর্শা-সড়কি-সব পোড়াবে এবং সাত বছর ধরে এতেই তাদের যথেষ্ট জ্বালানির কাজ চলবে।


সর্বাধিপতি প্রভু বলেনঃ দেখ, আমি তোমাদের প্রতি বিরূপ, তোমাদের সিংহবাহিনী আমি ভস্মীভূত করব, তোমাদের তরুণ কেশরীরা তরবারি দ্বারা নিহত হবে। তোমাদের লুঠ করে আনা সমস্ত সম্পদ আমি কেড়ে নেব। তোমাদের রাজদূতদের কণ্ঠস্বর আর কখনো শোনা যাবে না।


ইলিশায় বললেন, ভয নেই! ওদের চেয়ে আমাদের দলে বেশী লোক আছে।


প্রভু পরমেশ্বর বলেনঃ ক্ষান্ত হও, জেন আমিই ঈশ্বর, জাতিগণের মধ্যে আমিই সমুন্নত এ পৃথিবীতে একমাত্র আমিই গৌরবান্বিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন