Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 11:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 যিহোশূয় এই সময়ে পার্বত্য অঞ্চল থেকে, হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহুদা ও ইসরায়েলের সমগ্র পার্বত্য অঞ্চল থেকে দীর্ঘকায় অনাকীদের উৎখাত করলেন। তাদের নগরগুলি ও তাদের তিনি নিঃশেষে ধ্বংস করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আর সেই সময়ে ইউসা এসে পর্বতময় প্রদেশ— হেবরন, দবীর ও অনাব, এহুদার সমস্ত পর্বতময় প্রদেশ, আর ইসরাইলের সমস্ত পর্বতময় প্রদেশ থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; ইউসা তাদের নগরগুলোর সঙ্গে তাদের সম্পূর্ণরূপে বিনষ্ট করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 সেই সময় যিহোশূয় গিয়ে পার্বত্য প্রদেশের অনাকীয়দের ধ্বংস করলেন: হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পার্বত্য প্রদেশ থেকে ও ইস্রায়েলের সমস্ত পার্বত্য প্রদেশ থেকে। তাদের ও তাদের নগরগুলি যিহোশূয় সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 আর সেই সময়ে যিহোশূয় আসিয়া পর্ব্বতময় প্রদেশ হইতে—হিব্রোণ, দবীর ও অনাব হইতে, যিহূদার সমস্ত পর্ব্বতময় প্রদেশ হইতে, আর ইস্রায়েলের সমস্ত পর্ব্বতময় প্রদেশ হইতে—অনাকীয়দিগকে উচ্ছেদ করিলেন; যিহোশূয় তাহাদের নগরগুলির সহিত তাহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 অনাক বংশীয় লোকরা হিব্রোণ, দবীর, অনাব এবং যিহূদা অঞ্চলের পাহাড়ি জায়গায় বাস করত। যিহোশূয় তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের এবং তাদের শহরগুলোকে শেষ করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 আর সেই দিনের যিহোশূয় এসে পাহাড়ি অঞ্চল থেকে হিব্রোণ, দবীর ও অনাব থেকে, যিহূদার সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে, আর ইস্রায়েলের সমস্ত পাহাড়ি অঞ্চল থেকে অনাকীয়দের উচ্ছেদ করলেন; যিহোশূয় তাদের নগরগুলির সঙ্গে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করলেন।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 11:21
18 ক্রস রেফারেন্স  

তারা বহুসংখ্যক ও দীর্ঘকায় দৈত্যদের বংশধর। তোমরা তাদের জান, এবং তাদের সম্পর্কে এই প্রবাদ শুনেছ, ‘দৈত্যদের মুখোমুখি কে দাঁড়াতে পারে?’—;


আমরা কোথায় যাব? আমাদের ভাইয়েরা এসে বলেছে, সেই দেশের লোকেরা আমাদের চেয়ে সংখ্যায় বেশী এবং আকারেও বৃহৎ। তাদের নগরগুলি অনেক বড় এবং আকাশছোঁয়া প্রাচীরে ঘেরা। সেখানে তারা দৈত্যদের বংশধরদের দেখেছে। তাদের কথা শুনে আমাদের মন ভেঙ্গে গেছে।


তখন দেখলাম, একটি শ্বেত অশ্ব, তার পৃষ্ঠে উপবিষ্ট ধনুর্ধারী এক ব্যক্তি। তাকে একটি মুকুট দেওয়অ হল। সে বিজয়ীর মত জয়যাত্রায় বেরিয়ে গেল।


অথচ তোমাদের জন্য আমিই উচ্ছেদ করেছিলাম ইমোরীদের, যারা ছিল বৃক্ষের মত দীর্ঘকায় এবং সেগুনের মত সুদৃঢ়। কিন্তু আমি তাদের সমূলে উৎপাটিত করেছিলাম।


প্রভু পরমেশ্বর বলেন, জ্ঞানীরা কখনও তাদের জ্ঞানের গর্ব না করুক, বলবান না করুক শক্তির দম্ভ ধনবান না করুক ধনের অহঙ্কার।


পর্বতশিখরে অলীক মূর্তি পূজা করে কোনও সাহায্যই পাইনি আমরা। একমাত্র আমাদের প্রভু পরমেশ্বরের কাছেই আছে ইসরায়েলের পরিত্রাণ।


মোশির নির্দেশ অনুযায়ী হিব্রোণ অঞ্চল কালেবকে দেওয়া হল। তিনি সেখান থেকে অনাকের তিন পুত্রকে বিতাড়িত করলেন।


যিহোশূয় একটিমাত্র অভিযানেই সেখানকার রাজাদের পরাস্ত করলেন এবং এই সব রাজ্য দখল করে নিলেন কারণ ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন।


তারা অনাকীদের মত দীর্ঘকায়, বিপুল সংখ্যক বিরাট এক জাতি। কিন্তু প্রভু পরমেশ্বর আম্মোনীদের সম্মুখে তাদের পরাজিত করলেন এবং তারা তাদের উচ্ছেদ করে সেখানে বসতি স্থাপন করল।


সেখানে আমরা অনাকের বংশধর দৈত্যদের দেখেছি (অনাক বংশীয়দের উৎপত্তি দৈত্যকুল থেকে।) তাদের কাছে আমরা ফড়িং-এর মত আর তারাও আমাদের সেই রকমই মনে করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন