Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 10:43 - পবিএ বাইবেল CL Bible (BSI)

43 এর পর যিহোশূয় ইসরায়েলীদের সকলকে নিয়ে গিল্‌গলের ছাউনিতে ফিরে এলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

43 পরে ইউসা সমস্ত ইসরাইলকে সঙ্গে নিয়ে গিলগলে অবস্থিত শিবিরে ফিরে আসলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

43 পরে যিহোশূয় সমগ্র ইস্রায়েলকে সঙ্গে নিয়ে গিল্‌গলের শিবিরে ফিরে এলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

43 পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে লইয়া গিল্‌গলস্থিত শিবিরে ফিরিয়া আসিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

43 এরপর যিহোশূয় ইস্রায়েলবাসীদের নিয়ে গিল‌্গলে তাদের শিবিরে ফিরে এলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

43 পরে যিহোশূয় সমস্ত ইস্রায়েলকে সঙ্গে নিয়ে গিল্‌গলে অবস্থিত শিবিরে ফিরে এলেন।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 10:43
6 ক্রস রেফারেন্স  

এর পর যিহোশূয় ইসরায়েলীদের সকলকে নিয়ে গিল্‌গলের শিবিরে ফিরে এলেন।


শমুয়েল জনতাকে বললেন, চল, আমরা গিলগলে যাই, সেখানে শৌলকে রাজারূপে ঘোষণা করে পুনরায় প্রতিষ্ঠা করি।


ইসরায়েলীরা প্রথম মাসের দশ তারিখে জর্ডন পার হয়ে যিরিহোর পূর্বপ্রান্তে গিল্‌গলে এসে শিবির স্থাপন করল।


যিহোশূয় একটিমাত্র অভিযানেই সেখানকার রাজাদের পরাস্ত করলেন এবং এই সব রাজ্য দখল করে নিলেন কারণ ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন।


হাৎসোরের রাজা যাবীন এই সংবাদ শুনে মাদোনের রাজা যোবাব, শিম্রোনের রাজা এবং আক্‌ষফের রাজার কাছে এবং


বেথগিলগল, গেবা আর অস্মাবৎ থেকে গায়কদের আনা হয়েছিল, গায়করা জেরুশালেমের চারিদিকে নিজেদের জন্য গ্রাম গড়ে তুলেছিল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন