| যিহোশূয় 10:33 - পবিএ বাইবেল CL Bible (BSI)33 এই সময় গেজেরের রাজা হোরাম লাখীশের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। যিহোশূয় তাঁকে ও তাঁর লোকজনকেও ধ্বংস করলেন, কাউকে রেহাই দিলেন না।অধ্যায় দেখুন আরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 সেই সময়ে গেষরের বাদশাহ্ হোরম লাখীশের সহায়তা করতে এসেছিলেন; আর ইউসা তাঁকে ও তাঁর লোকদের আঘাত করলেন; তাঁর কাউকেও অবশিষ্ট রাখলেন না।অধ্যায় দেখুন বাংলা সমকালীন সংস্করণ33 ইতিমধ্যে, গেষরের রাজা হোরম লাখীশকে সাহায্য করতে এলেন, কিন্তু যিহোশূয় তাঁকে ও তাঁর সৈন্যদলকেও পরাজিত করলেন—কাউকে প্রাণে বাঁচতে দিলেন না।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল O.V. (BSI)33 তৎকালে গেষরের রাজা হোরম লাখীশের সহায়তা করিতে আসিয়াছিলেন; আর যিহোশূয় তাঁহাকে ও তাঁহার লোকদিগকে আঘাত করিলেন; তাঁহার কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।অধ্যায় দেখুন পবিত্র বাইবেল33 গেষরের রাজা হোরম লাখীশকে রক্ষার জন্য এসেছিল। কিন্তু যিহোশূয় তাকেও সৈন্যসামন্ত সমেত হারিয়ে দিলেন। তাদের একজনও বেঁচে রইল না।অধ্যায় দেখুন ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী33 সেই দিন গেষরের রাজা হোরম লাখীশের সাহায্য করতে এসেছিলেন; আর যিহোশূয় তাকে ও তার লোকদেরকে আঘাত করলেন; তার কাউকেই অবশিষ্ট রাখলেন না।অধ্যায় দেখুন |