Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 10:26 - পবিএ বাইবেল CL Bible (BSI)

26 এ কথা বলে তিনি ঐ রাজাদের বধ করলেন এবং তাঁদের দেহ পাঁচটি গাছে ঝুলিয়ে দিলেন। সারাদিন তাদের দেহ সেখানে ঝুলে রইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 পরে ইউসা আঘাত করে সেই পাঁচ বাদশাহ্‌কে হত্যা করলেন ও তাঁদের লাশ পাঁচটি গাছে টাঙ্গিয়ে দিলেন; তাতে তাঁরা সন্ধ্যাকাল পর্যন্ত তাঁদের লাশ গাছে টাঙ্গান রইলো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 পরে যিহোশূয় সেই রাজাদের হত্যা করলেন ও পাঁচটি শূলে তাঁদের মৃতদেহ টাঙিয়ে দিলেন, এবং সন্ধ্যা পর্যন্ত তাঁদের মৃতদেহ ওই শূলগুলিতে ঝুলে রইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 তৎপরে যিহোশূয় আঘাত করিয়া সেই পাঁচ জন রাজাকে বধ করিলেন, ও পাঁচটা গাছে টাঙ্গাইয়া দিলেন; তাহাতে তাঁহারা সন্ধ্যাকাল পর্য্যন্ত গাছে টাঙ্গান রহিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 তারপর যিহোশূয় পাঁচ জন রাজাকে হত্যা করলেন। পাঁচটা গাছে পাঁচ জনকে ঝুলিয়ে দিলেন। সন্ধ্যে পর্যন্ত এইভাবেই তিনি তাদের রেখে দিলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

26 তারপরে যিহোশূয় আঘাত করে সেই পাঁচ জন রাজাকে বধ করলেন ও পাঁচটি গাছে ঝুলিয়ে দিলেন; তাতে তারা সন্ধ্যা পর্যন্ত গাছে টাঙ্গান অবস্থায় থাকলেন।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 10:26
14 ক্রস রেফারেন্স  

তিনি অয়ের রাজাকে গাছে টাঙিয়ে ফাঁসি দিলেন এবং সারাদিন তার দেহ ঝুলিয়ে রাখলেন। সূর্যাস্তের সময় যিহোশূয়ের নির্দেশে লোকেরা রাজার মৃতদেহ গাছ থেকে নামিয়ে নগরের প্রবেশপথে ফেলে রাখল এবং তার উপরে পাথর চাপা দিয়ে বিরাট এক স্তূপ তৈরী করল। আজও তা সেখানে রয়েছে।


শাস্ত্রে আছে, কাষ্ঠদণ্ডে যাকে ঝোলানো হবে সে অভিশপ্ত। আমাদের প্রাপ্য অভিশাপ নিজে গ্রহণ করে খ্রীষ্ট বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন।


তখন সমগ্র জনতা সমস্বরে বলল, ওর রক্তের দায় আমাদের ও আমাদের সন্তানদের উপর বর্তাক।


অনুসন্ধান করে সেই সংবাদের সত্যতা প্রমাণিত হল। শাস্তিস্বরূপ ঐ দুজন দ্বাররক্ষীকে ফাঁসি দেওয়া হল। রাজার আদেশে এই সমস্ত কথা তাঁরই সামনে রাজবংশের বিবরণীতে লিপিবদ্ধ করে রাখা হল।


গিবিয়োনের লোকদের হাতে তুলে দিলেন। তারা পাহাড়ে প্রভু পরমেশ্বরের সামনে তাদের ফাঁসি দিল, একসাথে সাতজনের মৃত্যু হল। বসন্ত বিদায়ের মুখে, যব কাটার মরশুমের তখন সবে শুরু-এমনি সময়েই তাদের মৃত্যু হয়েছিল।


কাজেই তাঁর বংশধরদের মধ্যে সাতজন পুরুষকে আমাদের হাতে তুলে দিন। প্রভু পরমেশ্বরের মনোনীত রাজা শৌলের জন্মভূমি গিবিয়াতে পরমেশ্বর প্রভুর সামনে আমরা তাদের ফাঁসি দেব। রাজা বললেন, ঠিক আছে, তোমাদের হাতে তাদের তুলে দেব।


কিন্তু শমুয়েল বললেন, তোমার খড়্গে বহু নারী হয়েছে সন্তানহীনা, তাই নারীকুলে তোমার জননীও আজ সন্তানহীনা হবে, এই বলে শমুয়েল গিলগলে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে অগাগকে খণ্ডবিখণ্ড করলেন।


তখন সেবাহ্ ও সাল্‌মুন্না বললেন, আপনি নিজেই আমাদের হত্যা করুন, কারণ যার কাজ তাকেই সাজে। তখন গিদিয়োন সেবাহ্‌ ও সাল্‌মুন্নাকে বধ করলেন এবং তাঁদের উটগুলির গলায় যে চন্দ্রহার ছিল, সেগুলি নিয়ে নিলেন।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি এই লোকদের নেতাদের ধরে প্রকাশ্য দিবালোকে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে ফাঁসী দাও, তাহলে ইসরায়েলীদের বিরুদ্ধে তাঁর প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হবে।


সেদিন ছিল তারণোৎসবের প্রস্তুতির দিন। এই ‘সাব্বাথ’ দিনে দেহগুলি যাতে ক্রুশের উপরে না থাকে সেইজন্য ইহুদীরা সেগুলির পা ভেঙ্গে ক্রুশ থেকে নামিয়ে ফেলার জন্য পীলাতের কাছে অনুরোধ জানিয়েছিল। (সেই ‘সাব্বাথ দিন'টি ছিল আবার বিশেষ পর্বের দিন।)


তারা সাহায্যের জন্য আর্তনাদ করে ওঠে, কিন্তু তাদের রক্ষা করার কেউ থাকে না। তারা ডাকে প্রভু পরমেশ্বরকে কিন্তু তিনিও দেন না সাড়া।


যেন ভিন্ন জাতির বিরুদ্ধে নিতে পারে অন্যায়ের যোগ্য প্রতিশোধ। লোকদের দিতে পারে সমুচিত দণ্ড,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন