Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহোশূয় 1:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 তুমি শুধু দৃঢ় হও ও সাহস কর। আমার দাস মোশি তোমাকে যে সমস্ত বিধান পালনের নির্দেশ দিয়েছে, সযত্নে সেগুলি পালন করো। এর বিন্দুমাত্র অন্যথা করো না। তাহলে তোমার যাত্রাপথে সর্বত্র সাফল্যলাভ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার গোলাম মূসা তোমাকে যে শরীয়ত হুকুম করেছে, তুমি সেসব শরীয়ত যত্নপূর্বক পালন কর; তা থেকে ডানে বা বামে ফিরবে না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্বক চলতে পার।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। আমার দাস মোশি যে বিধান তোমাদের দিয়েছিল, তা পালন করার ব্যাপারে যত্নশীল হোয়ো; তার ডানদিকে বা বাঁদিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও, সেখানে সফল হও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্ব্বক পালন কর; তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্ব্বক চলিতে পার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 কিন্তু আর একটি বিষয়েও তোমাকে শক্ত ও সাহসী হতে হবে। আমার দাস মোশি যে নির্দেশগুলি দিয়ে গেছে, সেগুলি অবশ্যই তোমাকে মেনে চলতে হবে। তুমি যদি তার নীতি হুবহু মেনে চলো, তবে সব কাজেই তোমার সাফল্য নিশ্চিত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 তুমি বলবান ও সাহসী হও; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করেছে, তুমি সেই সমস্ত যত্নের সঙ্গে পালন কর, সেই সমস্ত থেকে ডান দিকে কিম্বা বাঁ দিকে যেও না, যেন তুমি যে কোন স্থানে যাও, সেখানে সফল হও।

অধ্যায় দেখুন কপি




যিহোশূয় 1:7
25 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের জন্য মোশিকে যে বিধান দিয়েছিলেন তা যদি পালন কর, তাহলে তুমি সমৃদ্ধিলাভ করবে। অতএব সঙ্কল্পে দৃঢ় হও, জাগ্রত কর আত্মবিশ্বাস! সাহস রাখ, কোন কিছুকে ভয় পেয়ো না, আস্থা হারিও না।


অতএব তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে নির্দেশ দিয়েছেন সযত্নে সেগুলি পালন করবে। কোন ভাবেই বিচ্যুত হবে না।


তোমার আরাধনায় এই বিধান পুস্তক নিত্য পাঠ করো, ধ্যান করো দিবারাত্র। এতে যা কিছু লেখা আছে, সযত্নে পালন করো। তাহলে তুমি উন্নতি লাভ করবে ও সব কাজে সফল হবে।


তোমার চরণ পথভ্রষ্ট না হোক, পরিহার কর মন্দ পথ।


প্রভু পরমেশ্বর তাঁর সেবক মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন এবং মোশিও যিহোশূয়কে এই নির্দেশই দিয়েছিলেন, তাই যিহোশূয় সেই অনুযায়ী এই কাজ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে যে সব নির্দেশ দিয়েছিলেন যিহোশূয় তার একটিরও অন্যথা করলেন না।


আমি তোমাদের যে সব নির্দেশ দিয়েছি তোমরা শুধু সেগুলিই সযত্নে পালন করবে। তোমরা তার সঙ্গে কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না।


মোশি ইসরায়েলীদের সকলের সামনে যিহোশূয়কে ডেকে বললেন, তুমি দৃঢ় হও, সাহস কর কারণ প্রভু পরমেশ্বর এদের পূর্বপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দেশে তুমিই এই জনতাকে নিয়ে যাবে, তোমারই নেতৃত্বে এরা সেই দেশ অধিকার করবে।


সুতরাং তোমাদের সকল প্রচেষ্টায় সাফল্য অর্জনের জন্যই এই সম্বন্ধের সমস্ত শর্ত তোমরা সযত্নে পালন করবে।


আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম তা থেকে কোন অবস্থায় তোমরা বিচ্যুত হবে না এবং অন্য কোন দেবতার পূজা করবে না বা অনুগামী হবে না।


আমি ধর্মপথে চলি, ন্যায়ের পথই আমার পথ।


তোমার ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ পালন কর, তাঁর নির্দেশিত পথে চল। মোশির বিধানে লেখা বিধি-নির্দেশ, অনুশাসন ও অনুজ্ঞা পালন কর। তাহলে যেখানেই তুমি যাবে এবং যা কিছু করবে সব কিছুতেই সফল ও সমৃদ্ধ হবে।


এবং তিনি তাঁর মাথায় হাত রেখে অভিষেক করে তাঁর উপর দায়িত্ব অর্পণ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।


প্রভু পরমেশ্বরের সেবক মোশির মৃত্যুর পর প্রভু পরমেশ্বর নূনের পুত্র মোশির সহকারী যিহোশূয়কে বললেন,


সুতরাং আজ আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি, সব তোমরা পালন করবে, তাহলে তোমরা শক্তিমান হবে এবং নদী পার হয়ে যে দেশে তোমরা যাচ্ছ সেই দেশ অধিকার করতে পারবে।


আমার আদেশ: তুমি দৃঢ় হও ও সাহস অবলম্বন কর, ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন আমি, তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছি।


সুতরাং মোশির বিধানশাস্ত্রে যে সব নির্দেশ লিখিত আছে তোমরা সবই সযত্নে পালন করবে। বিন্দুমাত্র অন্যথা করবে না।


আমি মরণের পথে পা বাড়িয়েছি। তুমি দৃঢ়চেতা হও, পৌরুষ ধারণ কর।


যোশিয় তাঁর পূর্বপুরুষ রাজা দাউদের মতই প্রভু পরমেশ্বরের প্রীতিজনক কাজ করতেন এবং ঈশ্বরের বিধান অক্ষরে অক্ষরে পালন করতেন।


কিন্তু তোমরা বিচলিত হয়ো না, তোমরা হবে সবল ও শক্তিমান। তোমরা যে কাজ করবে, তার জন্য পুরস্কৃত হবে।


প্রভু পরমেশ্বর তাকে বললেন, তুমি কি আমার ভক্ত ইয়োবকে দেখেছ? তার মত সৎ ও বিশ্বস্ত লোক পৃথিবীতে কেউ নেই। সে আমার ভক্ত, মন্দের পথ সে পরিহার করে চলে।


তিনি বললেন, তুমি ঈশ্বরের প্রিয়পাত্র! মনে সাহস আনো। দুশ্চিন্তা দূর কর। শান্ত হও। বিচলিত হয়ো না। এই কথা শুনে আমি মনে বল পেয়ে বললাম, প্রভু, এবার বলুন। আপনি আমাকে অনেকটা সবল করে তুলেছেন।


আমি তোমাদের যে কথা বলব তার সঙ্গে তোমরা কিছু যোগ করবে না বা তা থেকে কিছু বাদও দেবে না। আমি তোমাদের যে সব নির্দেশ দিচ্ছি তা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরেরই নির্দেশ, তোমরা সমস্ত নির্দেশ পালন করবে।


তাদের দেশ দখল করে আমরা রূবেণ ওগাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকজনের মধ্যে উত্তরাধিকার স্বরূপ বন্টন করে দিয়েছি।


তাঁর ধর্মীয় পরামর্শদাতা সখরিয় যতদিন বেঁচে ছিলেন, ততদিন তনি বিশ্বস্তভাবে প্রভু পরমেশ্বরের সেবা করেছেন এবং ঈশ্বর তাঁকে সমৃদ্ধি দান করেছেন।


হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমাদের বন্দীত্ব মোচন কর, উদ্ধার কর আমাদের, প্রসন্ন হও আমাদের প্রতি উদ্ধার পাব আমরা তোমার প্রসন্নতায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন