Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহূদা 1:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 যিনি তোমাদের পদস্খলন থেকে রক্ষা করতে পারেন, অনিন্দ্য ও আনন্দময় অবস্থায় তাঁর গৌরবোজ্জ্বল সান্নিধ্যে উপস্থিত করতে পারেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 আর যিনি তোমাদেরকে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে এবং আপন মহিমার সাক্ষাতে নির্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করতে পারেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 আর যিনি তোমাদিগকে উছোট খাওয়া হইতে রক্ষা করিতে, এবং আপন প্রতাপের সাক্ষাতে নির্দ্দোষ অবস্থায় সানন্দে উপস্থিত করিতে পারেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ঈশ্বর শক্তিশালী, তিনি তোমাদের পড়ে যাওয়া থেকে রক্ষা করবেন আর নিজের মহিমার সামনে নির্দোষ অবস্থায় আনন্দের সঙ্গে তোমাদের উপস্থিত করতে তিনি সক্ষম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 আর যিনি তোমাদেরকে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে এবং নিজের মহিমার উপস্থিতির সামনে নির্দোষ অবস্থায় আনন্দে উপস্থিত থাকতে পারেন,

অধ্যায় দেখুন কপি




যিহূদা 1:24
28 ক্রস রেফারেন্স  

প্রভুই আমায় সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এবং নিরাপদে স্বর্গরাজ্যে নিয়ে যাবেন। সর্বযুগে সকল মহিমা তাঁরই। আমেন।


যাঁর শক্তি আমাদের মধ্যে সক্রিয়, যিনি অসাধ্যসাধনে সক্ষম, যিনি আমাদের সকল চাওয়া-পাওয়া ও কল্পনার অতিরিক্ত দান করতে সমর্থ,


কিন্তু এখন খ্রীষ্টের মানবদেহে, তাঁর মৃত্যুবরণের দ্বারা ঈশ্বর তোমাদের নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন যেন তিনি পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় তোমাদের নিজের কছে নিয়ে যেতে পারেন।


আমরা জানি, ঈশ্বর প্রভু যীশুকে পুনরুত্থিত করেছেন, তিনিই যীশুর সঙ্গে আমাদেরও উত্থাপিত করবেন এবং আমাদের সঙ্গে তোমাদেরও নিজের সান্নিধ্যে নিয়ে আসবেন।


এঁদের মুখে কোন মিথ্যা উচ্চারিত হয়নি, এঁরা নিষ্কলঙ্ক।


এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, ঈশ্বরই যখন আমাদের পক্ষে তখন কে আমাদের বিপক্ষে?


মানবপুত্র আসবেন তাঁর পিতার মহিমায় মণ্ডিত হয়ে আপন দূতবাহিনীকে সঙ্গে নিয়ে। তখন তিনি প্রতিটি লোককেই তার কর্ম অনুযায়ী উপযুক্ত ফল দেবেন।


বরং যে পরিমাণে তোমরা খ্রীষ্টের দুঃখ ক্লেশের শরিক হচ্ছ, সেই পরিমাণে আনন্দ কর যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরাও আনন্দিত ও উল্লাসিত পার।


ঈশ্বরের মতই আমার হৃদয়ে তোমাদের জন্য গভীর ঈর্ষাবোধ আছে। কারণ আমি তোমাদের শুচিশুদ্ধা কুমারীর মত অন্য কারও সঙ্গে নয় স্বয়ং খ্রীষ্টের সঙ্গে মিলনের জন্য বাগ্‌দান করেছি।


এই অকিঞ্চিৎকর ক্ষণিক দুঃখ দুর্দশা আমাদের জন্য গড়ে তুলেছে ক্রমবর্ধমান অতুল গৌরবের সম্পদ।


তখন তোমরা আনন্দ করো, উল্লাসিত হয়ো, কারণ তোমাদের জন্য স্বর্গে সঞ্চিত রয়েছে মহার্ঘ পুরস্কার। তোমাদের পূর্বে যে নবীরা ছিলেন তাঁরাও অনুরূপ নির্যাতন ভোগকরেছেন।


অপরের ভৃত্যের বিচার করার তুমি কে? তার কাজের দোষগুণের বিচার তার মনিবই করবে। সে নির্দোষ প্রমাণিত হবে, কারণ তাকে নির্দোষ প্রতিপন্ন করার ক্ষমতা প্রভুর আছে।


তুমি ধন্য করেছ তাঁকে অনন্ত আশিসে তোমার সঙ্গসুখে করেছ আনন্দিত।


আর সেই দিনেরর প্রতীক্ষা কর যেদিন প্রভু যীশু খ্রীষ্ট সদয় হয়ে তোমাদের শাশ্বত জীবন দান করবেন।


আমাদের জীবনধারা খ্রীষ্ট যখন প্রকাশিত হবেন তখন তাঁর সঙ্গে তোমরা সগৌরবে প্রকাশিত হবে।


তাঁকেই আমরা প্রচার করি, তাই আমরা সকল মানুষকে সচেতন করি, সকলকে সর্ববিধ জ্ঞানে শিক্ষিত করে তুলি যেন প্রত্যেকজনকে খ্রীষ্টের জ্ঞানে পূর্ণ পরিণত রূপে ঈশ্বরের কাছে উপস্থিত করতে পারি।


যদি কেউ আমার জন্য কিম্বা আমার কথায় লজ্জাবোধ করে, তাহলে মানবপুত্র যেদিন স্বমহিমায় এবং পরম পিতার পবিত্র দূতদের মহিমায় মণ্ডিত হয়ে আসবেন, সেদিন তিনিও তার সম্বন্ধে লজ্জিত হবেন।


মানবপুত্র আপন মনিমায় বিভূষিত হয়ে স্বর্গদূতদের সঙ্গে নিয়ে আবির্ভূত হবেন, উপবেশন করবেন তাঁর মহিমামণ্ডিত সিংহাসনে,


যীশু তাঁদের বললেন, আমি সত্যই তোমাদের বলছি, তোমরা যারা আমার অনুগামী হয়েছ, নূতন সৃষ্টির সূচনায় মানবপুত্র যখন তাঁর গৌরবের সিংহাসনে উপবেশন করবেন, তখন তোমরাও বারোটি সিংহাসনে বসে ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করবে।


আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান।


কারণ যে ব্যক্তি সমস্ত বিধান পালন করেও কেবলমাত্র একটি পালনে ব্যর্থ হয় তাহলে সে সমগ্র বিশ্বাস লঙ্ঘনের দায়ে দোষী।


সেইজন্যই, বন্ধুগণ, তোমাদের আহ্বান ও মনোনযন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা আরও বেশী সচেষ্ট হও। চেষ্টা করলে তোমরা কখনও বিফল হবে না।


যে পুরোহিত তাকে শুচি করবে সে ঐ সব উপকরণসহ তাকে নিয়ে সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উপস্থিত করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন