Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহূদা 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 তারা বিভেদ সৃষ্টিকারী, ইন্দ্রিয়সর্বস্ব। অধ্যাত্মজীবন তাদের নেই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 ওরা দলভেদকারী, দুনিয়াবী, এবং তাদের অন্তরে পাক-রূহ্‌ নেই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 এই লোকেরাই তোমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে, যারা নিজেদের সহজাত প্রবৃত্তি অনুসারে চলে এবং তাদের মধ্যে পবিত্র আত্মা নেই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 উহারা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এই লোকরাই তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তারা তাদের পাপ প্রবৃত্তির দাস। তাদের সেই আত্মা নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 ওরা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন।

অধ্যায় দেখুন কপি




যিহূদা 1:19
11 ক্রস রেফারেন্স  

সংসারে আবদ্ধ ঈশ্বরের আত্মার প্রসাদ গ্রহণ করতে পারে না কারণ তার বিবেচনায় এ সবই মূর্খতা। সে এ কথা বুঝতেও পারে না কারণ আধ্যাত্মিক ভাবেই তার বিচার-বিশ্লেষণ করতে হয়।


ঈশ্বরের আত্মা যদি প্রকৃতই তোমার মধ্যে অধিষ্ঠান করেন তাহলে তোমরা আত্মার অধীন, আর দেহাশ্রয়ী নও। খ্রীষ্টের আত্মা যার অন্তরে নেই সে খ্রীষ্টের নয়।


এই ধরণের জ্ঞান, স্বর্গ থেকে আসে না, এ নিতান্তই জাগতিক, জৈব এবং পৈশাচিক।


কেউ কেউ যেমন সভায় সম্মিলিত হতে চায় না, অবহেলা করে, আমরা যেন তেমন না করি, বরং পরস্পরকে আরও বেশী উৎসাহ দিই, বিশেষ করে যখন দেখতেই পাচ্ছি যে প্রভুর বিচারের দিন ক্রমশই এগিয়ে আসছে।


প্রভু পরমেশ্বর বলেন, মরুপ্রান্তরে আমি ইসরায়েলকে খাঁটি দ্রাক্ষারমতই পেয়েছিলাম, মরশুমের প্রথম পাকা ডুমুরের দিকে লোকে যে দৃষ্টিতে দেখে তোমাদের পূর্বপুরুষদের প্রথম দর্শনেই আমি সেই দৃষ্টিতেই দেখেছিলাম। কিন্তু তারা যখন পিয়োর পর্বতে এল, তখন শুরু করল বেলদেবের উপাসনা, পরে তারা ঘৃণ্য হল তাদের প্রিয় দেবতার মত।


যারা কারও সঙ্গে মিলেমিশে চলতে পারে না তারা ঘোর আত্নকেন্দ্রিক, তারা সর্বপ্রকার ন্যায়সঙ্গত সিদ্ধান্তের বিরোধিতা করে।


তোমাদের কন্যারা বারাঙ্গনা ও পুত্রবধূরা স্বৈরাচারিণী হলেও আমি তাদের দণ্ড দেব না, কারণ তোমাদের লোকেরা নিজেরাই গণিকাগৃহে যায় আর যাগযজ্ঞ করে থাকে দেবদাসীদের সংসর্গে মিশে। অতএব, এই নির্বোধ জাতির ধ্বংস সুনিশ্চিত।


যখনই কোন ইসরায়েলী বা ইসরায়েলী সমাজে বসবাসকারী কোন বিদেশী আমার কাছ থেকে সরে গিয়ে অসার প্রতিমা পূজায় লিপ্ত হয় এবং তারপর যদি আবার দ্রষ্টা নবীর কাছেও নির্দেশ নিতে যায়, তখন আমি প্রভু পরমেশ্বর তার সমুচিত জবাব দেব।


তোমরা কি জান না যে ঈশ্বরদত্ত পবিত্র আত্মা তোমাদের অন্তরে বাস করেন এবং তোমাদের দেহ তাঁর মন্দির?


সেই সময় তারা অন্যান্য সবাইকে বলে, ‘সরে যাও, সরে যাও, কাছে এস না! আমরা অতি পবিত্র, ছুঁয়ো না আমাদের!’ এই রকম লোকদের আমি সহ্য করতে পারি না, ক্রোধে আগুনের মত জ্বলতে থাকি, এ আগুন কখনও নেভে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন