যিহূদা 1:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19 তারা বিভেদ সৃষ্টিকারী, ইন্দ্রিয়সর্বস্ব। অধ্যাত্মজীবন তাদের নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 ওরা দলভেদকারী, দুনিয়াবী, এবং তাদের অন্তরে পাক-রূহ্ নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 এই লোকেরাই তোমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করে, যারা নিজেদের সহজাত প্রবৃত্তি অনুসারে চলে এবং তাদের মধ্যে পবিত্র আত্মা নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 উহারা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 এই লোকরাই তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তারা তাদের পাপ প্রবৃত্তির দাস। তাদের সেই আত্মা নেই। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 ওরা দলভেদকারী, প্রাণিক, আত্মাবিহীন। অধ্যায় দেখুন |
প্রভু পরমেশ্বর বলেন, মরুপ্রান্তরে আমি ইসরায়েলকে খাঁটি দ্রাক্ষারমতই পেয়েছিলাম, মরশুমের প্রথম পাকা ডুমুরের দিকে লোকে যে দৃষ্টিতে দেখে তোমাদের পূর্বপুরুষদের প্রথম দর্শনেই আমি সেই দৃষ্টিতেই দেখেছিলাম। কিন্তু তারা যখন পিয়োর পর্বতে এল, তখন শুরু করল বেলদেবের উপাসনা, পরে তারা ঘৃণ্য হল তাদের প্রিয় দেবতার মত।