Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহূদা 1:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 সমুদ্রের উত্তাল তরঙ্গের মত তারা উদ্দাম, তাদের কুকর্ম ফেনায়িত হয়ে তরঙ্গে তরঙ্গে ভেসে ওঠে। কক্ষচ্যুত ভ্রাম্যমান গ্রহের মত তারা। ঈশ্বর পাতালের অন্তহীন ঘোর অন্ধকার তাদের জন্য নির্দিষ্ট করেছেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 তারা সমুদ্রের ঝড়ের ফেনার মত; তাদের লজ্জার কাজগুলো ফেনার মতই ভেসে ওঠে; তারা ভ্রাম্যমান তারার মত, যাদের জন্য অনন্তকালের ঘোরতর অন্ধকার জমা করে রাখা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 এরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, নিজেদের লজ্জা ফেনার মতো ফাঁপিয়ে তোলে; কক্ষপথ থেকে বিচ্যুত তারার মতো, যাদের জন্য অনন্তকালীন ঘোরতর অন্ধকার নির্দিষ্ট করা আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 নিজ লজ্জারূপ ফেনা উৎক্ষেপকারী প্রচণ্ড সামুদ্রিক তরঙ্গ; ভ্রমণকারী তারা, যাহাদের নিমিত্ত অনন্তকালের জন্য ঘোরতর অন্ধকার সঞ্চিত রহিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তাদের লজ্জাজনক কাজ উত্তাল সমুদ্রে তৈরী ছড়িয়ে যাওয়া ফেনার মতো। ঐ লোকগুলি আকাশে ইতস্ততঃ ভ্রমণরত তারার মতো। ঘনতম অন্ধকারের মধ্যে তাদের জন্য এক অনন্তকালীন স্থান রয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তারা নিজ লজ্জারূপ ফেনা বের করার মত প্রচন্ড সামুদ্রিক তরঙ্গের মত; ভ্রমণকারী তারা, যাদের জন্য অনন্তকালের ঘোরতর অন্ধকার অপেক্ষা করছে।

অধ্যায় দেখুন কপি




যিহূদা 1:13
12 ক্রস রেফারেন্স  

এরা জলহীন প্রস্রবণের মত। ঝড়ে উড়ে যাওয়া কুয়াশার মত। এদের জন্য ঘোর অন্ধকারাচ্ছ্ন গহ্বর নির্দিষ্ট রয়েছে।


ধ্বংসই তাদের পরিণতি। উদরই তাদের ঈশ্বর। তারা নিজেদের জঘন্য আচরণে গর্ব বোধ করে। তাদের মন পার্থিব বিষয়ে নিবদ্ধ।


কিন্তু দুষ্টেরা অশান্ত সমুদ্রের মত, যে সমুদ্র তরঙ্গের আলোড়ন কখনও শান্ত হয় না, যা তুলে আনে, শুধু পাঁক ও আর্বজনা।


তুমি স্তব্ধ করে থাক সমুদ্রের গর্জন, শান্ত কর তার তরঙ্গকল্লোল, নীরব করে দাও জাতিবৃন্দের কোলাহল।


তাদের প্রতারণাকারী দিয়াবল জ্বলন্ত গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হল যেখানে ঐ পসু ও ভণ্ড নবী আগেই নিক্ষিপ্ত হয়েছিল। সেখানে তারা চিরকাল দিবারাত্রি যন্ত্রণা ভোগ করবে।


অপরপক্ষে দুষ্ট প্রকৃতির লোক ও প্রতারকদের অবস্থা মন্দ থেকে আরও মন্দ হবে। তারা অন্যদের ভুল পথে নিয়ে যায়, নিজেরাও পথ হারায়।


কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, কলুষিত, নরঘাতক, ব্যভিচারী, যাদুকর, পৌত্তলিক ও মিথ্যাবাদী তাদের সকলেরই গতি হবে জ্বলন্ত অগ্নিময় গন্ধক হ্রদে। এই সেই দ্বিতীয় মৃত্যু।”


যেসব স্বর্গদূত নিজেদের অধিকারের সীমা লঙ্খন করে স্বস্থান ত্যাগ করেছিল, তাদের তিনি মহাবিচারের দিনের জন্য পাতালের অড়্ধকারে চির-বন্ধনে শ-ঙ্খলিত করে রেখেছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন