Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 9:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 তারপর আমি শুনলাম উচ্চকন্ঠে আদেশের বাণী। ঈশ্বর বলছেনঃ এই যে, তোমরা এদিকে এস। নগরের মানুষকে তোমরা যারা শাস্তি দেবার জন্য নিযুক্ত হয়েছ, এগিয়ে এস। সঙ্গে নিয়ে এস তোমাদের অস্ত্রশস্ত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তখন তিনি আমার কর্ণগোচরে উচ্চরবে ঘোষণা করে বললেন, হে নগর-ধ্বংসের জন্য নিযুক্ত লোকেরা কাছে এসো, প্রত্যেকে নিজ নিজ বিনাশক-অস্ত্র হাতে করে এসো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 তারপর উঁচু স্বরে তাঁকে বলতে শুনলাম, “নগরের বিচার করার জন্য যারা নিযুক্ত তাদের কাছে নিয়ে এসো, প্রত্যেকে হাতে অস্ত্র নিয়ে আসুক।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তখন তিনি আমার কর্ণগোচরে উচ্চরবে ঘোষণা করিয়া বলিলেন, হে নগরে নিযুক্ত কর্ম্মচারিগণ, নিকটে আইস, প্রত্যেকে আপন আপন বিনাশক-অস্ত্র হস্তে করিয়া আইস।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 তখন আমি শুনতে পেলাম যে, যে নেতারা শহরকে শাস্তি দেবার দায়িত্বে ছিল, ঈশ্বর তাদের ডাকছেন। প্রত্যেক নেতার হাতে ছিল তার নিজস্ব মারণাস্ত্র।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 প্রতিমা পূজারী তখন সদাপ্রভু আমার কানের কাছে উচ্চ-স্বরে প্রচার করে বললেন, “রক্ষীরা শহর থেকে উঠে এস, প্রত্যেকে নিজেদের ধ্বংসের অস্ত্র হাতে নিয়ে এস।”

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 9:1
11 ক্রস রেফারেন্স  

তখন আমি প্রভু পরমেশ্বরকে বলতে শুনলাম, কাকে আমি পাঠাব? কে আমাদের বার্তাবহ হবে? আমি বললাম, আমি যাব! আমাকে পাঠান।


তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেলন, “ঈশ্বরকে সম্ভ্রম কর, তাঁর মর্যাদা স্বীকার কর, কারণ তাঁর বিচাররে লগ্ন সমুপস্থিত। স্বপর্গ, মর্ত্য, সমুদ্র ও জলধির সমস্ত উৎসের স্রষ্টা যিনি তাঁরই আরাধনা কর।”


তারপর প্রভু জেরুশালেম ধ্বংস করার জন্য মৃত্যু দূত পাঠালেন। কিন্তু মৃত্যুদূত হাত বাড়াতেই প্রভুর মন ব্যথিত হয়ে উঠল। তিনি মৃত্যুদূতকে বললেন, ক্ষান্ত হও, যথেষ্ট হয়েছে! প্রভুর দূত তখন যিবুষী অরৌণার খামারের কাছে দাঁড়িয়েছিলেন।


তারপর তারা বেলদেবের কাছে হোমবলি উৎসর্গ করতে গেল। এদিকে যেহু মন্দিরের বাইরে আশীজন লোককে মোতায়েন করে রেখেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, এদের সকলকে হত্যা করবে। কেউ যেন পালাতে না পারে, যার কাছ থেকে পালাবে তার প্রাণদণ্ড হবে।


প্রভু পরমেশ্বর মিশরীদের সংহার করার জন্য দেশের মধ্য দিয়ে যাবেন, তখন দরজার দুই বাজু ও উপরের অংশে রক্ত দেখলে তিনি সেই বাড়ি অতিক্রম করে যাবেন এবং তাঁর সংহারককে তোমাদের বাড়িতে ঢুকে আঘাত হানতে দেবেন না।


আমার আজকের এই দর্শন ঠিক আগের সেই দর্শনের মত, যেদিন ঈশ্বর এসেছিলেন জেরুশালেম ধ্বংস করতে এবং এমনিই আর একটি দর্শন পেয়েছিলাম কিবার নদীতীরে। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম।


দেখাও তাদের সিয়োনের পথ, দৌড়াও নিরাপদ স্থানের দিকে! দেরি করো না। প্রভু পরমেশ্বর আনছেন দুর্যোগ ও দুর্বিপাক, উত্তর দিক থেকে আসছে মহা বিপর্যয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন