Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 8:17 - পবিএ বাইবেল CL Bible (BSI)

17 প্রভু পরমেশ্বর আমাকে বললেন, কি দেখলে তো? যিহুদীয়ার লোকেরা শুধুমাত্র এইসব কুকর্ম করে, সারা দেশে হিংসা আর দৌরাত্ম্যের আগুন ছড়িয়েও খুশী হয় নি। তারা এখন এখানে, এই মন্দিরের মধ্যে এই সমস্ত অপকর্ম করে আমার ক্রোধের আগুন জ্বালিয়ে তুলেছে। যত রকমভাবে সম্ভব তারা আমায় অপমান করতে বাকি রাখে নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

17 তখন তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান তুমি কি দেখলে? এখানে এহুদা-কুল যেসব ঘৃণার কাজ করছে, তাদের পক্ষে কি তা করা লঘু বিষয়? কারণ তারা দেশকে জোর-জুলুমে পরিপূর্ণ করেছে; এবং আবার ফিরে আমাকে বিরক্ত করেছে; আর দেখ, তারা তাদের নাকে সুড়সুড়ি দিচ্ছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

17 তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি এটি দেখলে? যিহূদার লোকেরা যে ঘৃণ্য কাজ এখানে করছে তা করা তাদের পক্ষে কি সামান্য ব্যাপার? সারা দেশ হিংস্রতায় পরিপূর্ণ করা এবং অবিরত আমার অসন্তোষ বাড়িয়ে তোলা তাদের কি উচিত? দেখো, তারা নিজেদের নাকের কাছে গাছের শাখা ধরছে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তখন তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য-সন্তান তুমি কি ইহা দেখিলে? এখানে যিহূদা-কুল যে সকল ঘৃণার্হ কার্য্য করিতেছে, তাহাদের পক্ষে কি তাহা করা লঘু বিষয়? কারণ তাহারা দেশকে দৌরাত্ম্যে পরিপূর্ণ করিয়াছে; এবং আবার ফিরিয়া আমাকে বিরক্ত করিয়াছে; আর দেখ, তাহারা আপন আপন নাসিকায় পল্লব দিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 তখন ঈশ্বর বললেন, “মনুষ্যসন্তান, তুমি কি এসব দেখতে পাচ্ছো? তারা এই সমস্ত নোংরা জিনিষ এখানে করছে এটা কি ভালো? এই শহর হিংসাত্মক ঘটনায় পূর্ণ। আর আমাকে বিরক্ত করে তুলতে তারা সর্বদাই ব্যস্ত। দেখ, ওরা আমায় অশ্লীল ইঙ্গিত করছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তিনি আমাকে বললেন, “হে মানুষের সন্তান, তুমি কি এটা দেখলে? এখানে যিহূদা-কুল যে সব জঘন্য কাজ করছে, তাদের পক্ষে কি তা করা ছোট বিষয়? কারণ তারা দেশকে হিংস্রতায় পরিপূর্ণ করেছে এবং আবার ফিরে আমাকে রাগের জন্য প্ররোচিত করেছে; আর দেখ, তারা নিজেদের নাকে গাছের ডাল দিচ্ছে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 8:17
25 ক্রস রেফারেন্স  

ঈশ্বর বললেন, ইসরায়েল ও যিহুদীয়া মহাপাপ করেছে। তারা সারা দেশে হত্যাকাণ্ড চালিয়েছে, অন্যায়-অবিচারে ভরিয়ে তুলেছে জেরুশালেম নগরী। তারা মনে করে, ঈশ্বর এখানে নেই, তাদের তিনি দেখতে পাচ্ছেন না।


খুনী বদমাইশে দেশ ভরে যাবে, দেশ জুড়ে চলবে অত্যাচারের তাণ্ডব—সর্বত্র বিরাজ করবে অরাজকতা।


ভূ-সম্পত্তির প্রতি তাদের প্রচণ্ড লোভ, গায়ের জোরে তারা দখল করে অপরের ভূ-সম্পত্তি, অপরের ঘরবাড়িও তারা গ্রাস করে। তাদের হাতে কারও পরিবার বা কারও সম্পত্তি নিরাপদ নয়।


প্রভু বলেন, ন্যায়সঙ্গত আচরণ এরা জানে না, এদেরর প্রাসাদসমূহে সঞ্চিত হয়েছে উৎপীড়ন ও লুণ্ঠনলব্ধ ধন।


ঝর্ণা থেকে যেমন জল উৎসারিত হয়, তেমনই এই নগরী উৎসারিত করে দুষ্টতা। আমি শুনতে পাই নগরীতে হত্যা ও ধ্বংসের উন্মত্ত কোলাহল, দেখি মানুষের রুগ্নতা ও ক্ষতের জ্বালা।


যারা বিজাতীয়দের অনুকরণে লাফ দিয়ে চৌকাঠ ডিঙ্গায়, লুঠতরাজ ও জালিয়াতি করে, চুরি করা ধনে নিজেদের দেবতার মন্দির সাজায় সেইদিন প্রভু পরমেশ্বর তাদেরও দণ্ড দেবেন।


এই নগরের ধনবানেরা দৌরাত্ম্যে লিপ্ত, এখানকার অধিবাসীরা মিথ্যাবাদী, রসনা তাদের ছলনা-নিপুণ।


তোমরা যারা অশুভ দিনকে ঠেকিয়ে রাখতে চাও অথচ জুলুমবাজীর শাসনকে এগিয়ে আনছ,


তোমার কামুক প্রতিবেশী মিশরীদের শয্যাসঙ্গিনী হয়েছ। মাত্রাহীন ব্যভিচার করে তুমি আমার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছ।


এই নগরের অগণিত মানুষকে তোমরা হত্যা করেছ, নগরের রাস্তাঘাট ভরিয়ে তুলেছ শবদেহে।


চূড়ান্ত দুর্নীতিতে ছেয়ে গেছে চারদিক, দুর্নীতি বাড়িয়ে তুলছে দৌরাত্ম্য। সর্বস্বান্ত হবে তারা—তাদের ধন-মান যশ নিঃশেষে ধূলায় মিলাবে।


যখনই আমি কিছু বলি, চীৎকার করতে হয় আমাকে, আমি উচ্চকণ্ঠে বলি, ‘প্রচণ্ড আক্রমণ, ধ্বংস!’ হে প্রভু পরমেশ্বর, তোমার বার্তা ঘোষণা করার জন্য সবসময় বিদ্রূপ আর অপমানে আমাকে জর্জরিত হতে হয়।


এ কাজ যে আমি করতে চলেছি, তার কারণ প্রজারা আমাকে পরিত্যাগ করেছে এবং অন্যান্য অলীক দেবতাদের কাছে বলি ও নৈবেদ্য উৎসর্গ করে এই স্থানকে অশুচি করেছে। এই সমস্ত দেবতাদের বিষয়ে তারা বা তাদের পূর্বপুরুষেরা, বা যিহুদীয়ার রাজারা কিছুই জানে না। নিরপরাধ মানুষের রক্তে এখানকার মাটি তারা রাঙিয়ে দিয়েছে এবং


বিশেষ করে জেরুশালেমে নির্দোষের রক্তপাতের জন্যই প্রভু পরমেশ্বর মনঃশিকে ক্ষমা করেন নি।


তার উপরে, মনঃশি বহু নিরপরাধ লোককে হত্যা করে জেরুশালেমে রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন। যিহুদীয়ার লোকদের প্রতিমা পূজায় লিপ্ত করে প্রভুর কাছে যে পাপ তিনি করেছিলেন তার সাথে এই পাপও যুক্ত হয়েছিল।


ঈশ্বর নোহকে বললেন, আমি দেখছি পৃথিবীর সকল প্রাণীর অন্তিম কাল ঘনিয়ে এসেছে, তাদের দৌরাত্ম্যে পৃথিবী আজ পরিপূর্ণ। দেখ, আমি পৃথিবীর সঙ্গে সঙ্গে তাদেরও ধ্বংস করব।


সেই সময় পৃথিবী ঈশ্বরের দৃষ্টিতে ভ্রষ্ট ও দৌরাত্মে পরিপূর্ণ ছিল।


কারণ ঐ সমস্ত স্থানের অধিবাসীরা তাদের কদাচারে আমাকে ক্রুদ্ধ করেছে। তারা অন্যান্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করেছে এবং তারা নিজেরা বা তাদের পূর্বপুরুষেরা যাদের কোনদিন সেবা করে নি, তারা আজ তাদের পূজা ও সেবা করছে।


শত্রুরা হয়েছে জয়ী, তাদের ভাগ্যহত নগরী আজ শত্রুর পদানত। জেরুশালেমকে প্রভু পরমেশ্বর দিয়েছেন তাদের অসংখ্য পাপের প্রতিফল, সন্তান-সন্ততি তাদের শৃঙ্খলিত হয়ে সুদূরে হয়েছে নির্বাসিত।


ঈশ্বর আমাকে বললেন, হে মর্ত্যমানব, তুমি দেখতে পাচ্ছ কি ঘটছে? ইসরায়েলীরা কি জঘন্য কাজই না এখানে করছে! আমারই পবিত্র ভূমি থেকে তারা আমাকেই দূর থেকে দূরান্তরে সরিয়ে দিচ্ছে। শুধু কি এই, এর চেয়েও জঘন্য জিনিস তুমি দেখতে পাবে।


দরিদ্রকে প্রতারণা করে, চুরি করে, বন্ধকী জিনিস আত্মসাৎ করে নেয়। নিষিদ্ধ মন্দিরে যায় ও অলীক মূর্তির পূজা করে,


আমি তোমার উপর প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছি। তাই তারা সক্রোধে তোমাকে উৎপীড়ন করুক, এই আমি চাই। তারা তোমার নাক-কান কেটে দেবে। তোমার সন্তানদের হত্যা করবে। তারা তোমার পুত্র কন্যাদের জীবন্ত দগ্ধ করবে।


কেনা-বেচায় তুমি বড় বেশী ব্যস্ত হয়ে পড়লে, আর এতেই তুমি পরিচালিত হলে বিদ্রোহ ও পাপের পথে। তাই আমি তোমাকে আমার পবিত্র পর্বত ত্যাগ করতে বাধ্য করলাম এবং যে দূত তোমায় পাহারা দিত, সে-ই তোমাকে দ্যুতিময় মাণিক্যের রাজা থেকে বিতাড়িত করল।


সর্বাধিপতি প্রভু বলেন, হে ইসরায়েলের শাসকবর্গ, দীর্ঘকাল ধরে তোমরা পাপ করে চলেছ! তোমাদের দৌরাত্ম ও উৎপীড়ন বন্ধ কর। প্রতিষ্ঠা কর ন্যায় ও ধর্ম। আমার প্রজাদের আর কখনও দেশছাড়া করো না। আমি, সর্বাধিপতি প্রভু, তোমাদের এই কথা বলছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন