Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 7:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সর্বাধিপতি প্রভু বলেছেনঃ একের পর এক দুর্বিপাক দুর্দশা তোমাদের ঘিরে ধরবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, অমঙ্গল, একা অমঙ্গল আসছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “ ‘বিপর্যয়! যে বিপর্যয়ের কথা শোনা যায়নি! দেখো, তা আসছে!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, অমঙ্গল, একা অমঙ্গল, দেখ, তাহা আসিতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রভু আমার সদাপ্রভু ঐ কথাগুলি বলেছিলেন। “একের পর এক অমঙ্গল ঘটবে!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 প্রভু সদাপ্রভু এই কথা বলেন, বিপর্যয়! এক বিপর্যয়! দেখ, তা আসছে!

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 7:5
15 ক্রস রেফারেন্স  

প্রভুর বিরুদ্ধে কি চক্রান্ত করছ তোমরা? তিনি সমূলে ধ্বংস করবেন শত্রুদের, দ্বিতীয় আঘাতের আর প্রয়োজন হবে না।


আমি যা ঘৃণা করি সেইসব কাজের জন্য জেরুশালেমকে এমন চরম দণ্ড দেব যা মানুষের কল্পনার বাইরে।


কারণ সে সময়ে এমন নিদারুণ দুঃখকষ্ট উপস্থিত হবে যে জগতের আদি থেকে আজ পর্যন্ত যা কখনও হয় নি, যা কখনও হবে না।


পৃথিবীর সমস্ত জাতির মধ্যে কেবলমাত্র তোমাদেরই আমি আপন করে নিয়েছি, সেইজন্যই তোমাদের সমস্ত অপরাধের দণ্ডবিধান করব আমি।


নবীদের মাধ্যমে তুমি আমাদের ও আমাদের শাসকবর্গকে যে শাস্তি দেবে বলেছিলে, সেই অনুসারেই শাস্তি দিয়েছ। জেরুশালেমকে যে নির্মম শাস্তি তুমি দিয়েছ সে রকম শাস্তি পৃথিবীর আর কোন নগর পায়নি।


প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম, ওদের পদস্খলনের সময় আসন্ন, আসন্ন ওদের বিপত্তির দিন, অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।


হে মর্ত্যমানব শোন, ইসরায়েল ভূমির অন্তিম কাল সমুপস্থিত। আমি সর্বাধিপতি প্রভু, এ কথা তোমায় বলে রাখলাম। সর্বনাশের আর দেরী নেই।


সেই দিনের আর দেরী নেই যেদিন তাদের জীবন অর্থহীন হয়ে যাবে, দৈনন্দিন জীবনের কেনাবেচায় আনন্দ-বেদনার কোন স্থান থাকবে না, সকলেরই উপরে নেমে আসবে আমার মহাক্রোধ।


প্রভুর ক্রোধের দিনেকোন সম্পদই তাদের উদ্ধার করতে পারবে না। তাঁর রোষানলে সমগ্র দেশ নিঃশেষ হয়ে যাবে, আকস্মিক আঘাতে নিশ্চিহ্ন হয়ে যাবে দেশের সকল অধিবাসী।


অমঙ্গল পাপীদের তাড়া করে ফেরে, কিন্তু মঙ্গলই ধার্মিকের পুরস্কার।


কারণ সৎ ব্যক্তি সাত বার পড়ে গেলেও উঠে দাঁড়াবে, কিন্তু বিপদ এসে দুর্জনকে চিরতরে ধ্বংস করবে।


আমি বললাম, ভোর হয়ে আসছে, কিন্তু আবার রাত আসছে। তখন যদি আবার জানতে চাও, তাহলে ফরে এসে আবার জিজ্ঞাসা করো।


প্রভু পরমেশ্বর আমাকে বলতে বললেন, হে যিহুদীয়ার রাজন্যবর্গ ও জেরুশালেমের প্রজাগণ, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের ঈশ্বর, আমি যা বলছি, শোন। এই স্থানের উপর আমি এমন এক বিপর্যয় আনব যে, সে কথা শুনে মানুষ স্তম্ভিত হয়ে যাবে।


প্রভুর নির্দিষ্ট দিন আসন্ন, সেইদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর মহাপ্রলয় ঘটাবেন, কী ভয়ঙ্কর সেইদিন!


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন