তারপর যোশিয় পাহাড়ের উপরে কতকগুলি কবর দেখতে পেলেন। তিনি তখন এই কবরগুলি থেকে হাড় বার করে আনিয়ে বেদীর উপর পোড়ালেন। এইভাবে তিনি সেখানকার বেদীটি অশুচি করলেন। বহুদিন আগে রাজা যারবিয়াম এক উৎসবের দিনে বেদীর পাশে যখন দাঁড়িয়েছিলেন, তখন প্রভুর এক নবী এই ঘটনা সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিলেন। যে নবী এই ভবিষ্যদ্বাণী করেছিলেন, রাজা যোশিয় তাঁর সমাধিস্তম্ভ দেখে জিজ্ঞাসা করেছিলেন,
যেখানে ভয়ের কোন কারণ নেই, সেইখানেও নিদারুণ আতঙ্কে ওরা হবে জর্জরিত, যারা অবরোধ করবে তোমায়, ঈশ্বর ছড়িয়ে ফেলবেন তাদের অস্থি। তারা হবে অবমানিত, কারণ ঈশ্বর তাদের করেছেন প্রত্যাখ্যান।
হে মর্ত্যমানব, এই যে, এখানে আমার সিংহাসন। ইসরায়েল জাতির মাঝে এইখানে আমি বিরাজ করব এবং চিরকাল তাদের শাসন-শৃঙ্খলা পরিচালনা করব। ইসরায়েল বা তাদের রাজারাও আর কখনও অলীক মূর্তি পূজা করে কিম্বা তাদের রাজাদের মৃতদেহ এখানে কবর দিয়ে আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করবে না।
তাই এমন একদিন আসবে, যেদিন এর নাম আর তোফৎ বা হিন্নোম উপত্যকা থাকবে না, এর নাম হবে ‘হত্যার উপত্যকা’। সেখানেই তারা লোকদের কবর দেবে, কারণ তাদের কবর দেবার আর কোনও জায়গা থাকবে না।