Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 5:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 সর্বাধিপতি ঈশ্বর বললেন, জেরুশালেমের দিকে চেয়ে দেখ। আমি তাকে জাতিবৃন্দের কেন্দ্রস্থলে স্থাপন করেছি। তাকে ঘিরে আছে বহু দেশ ও জাতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এ হল জেরুশালেম; আমি একে জাতিদের মধ্যে স্থাপন করেছি এবং এর চারদিকে নানা দেশ রয়েছে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, এই হল জেরুশালেম, যাকে আমি জাতিদের মাঝে স্থাপন করেছি, এবং বিভিন্ন দেশ তার চারিদিকে রয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এ যিরূশালেম; আমি ইহাকে জাতিগণের মধ্যে স্থাপন করিয়াছি, এবং ইহার চারিদিকে নানা দেশ রহিয়াছে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 তারপর প্রভু আমার সদাপ্রভু আমায় বললেন, “এইটি জেরুশালেমের চিত্র। আমি জেরুশালেমকে অন্য জাতির মধ্যে রেখেছি, আর তার চারিদিকে অন্য জাতিসমূহ রয়েছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 প্রভু সদাপ্রভু এ কথা বলেন, এই যিরুশালেম, যেখানে আমি জাতিদের মধ্যে স্থাপন করেছি এবং এর চার পাশে অন্য দেশ আছে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 5:5
12 ক্রস রেফারেন্স  

ঈশ্বর বললেনঃ হে মর্ত্যমানব, একটা মাটির ফলক নিয়ে এস। তার উপরে জেরুশালেমের ছবি আঁক।


প্রভু পরমেশ্বর এই সমস্ত রাজাদের জেরুশালেম আক্রমণ করার জন্য গাছপালা কেটে অবরোধ গড়ে তোলার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমি এই নগরীকে শাস্তি দেব, কারণ এই নগরী নিপীড়নে পরিপূর্ণ।


তোমরা সেগুলি মনে রাখবে এবং পালন করবে কারণ অন্যান্য জাতির কাছে সেগুলিই হবে তোমাদের জ্ঞান ও বোধশক্তির পরিচায়ক। তারা এই বিধিসমূহ শুনে বলবে, সত্যিই এই মহান জাতি জ্ঞানবান ও বুদ্ধিসম্পন্ন।


তোমার এই অপূর্ব রূপের খ্যাতি ছড়িয়ে পড়ল সর্বজাতির মাঝে। তোমার এ রূপ কিন্তু আমিই রচনা করেছিলাম। এ কথা বলেন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


তোমরা এ জগতের জ্যোতি। শৈল শিখরে অবস্থিত নগর দৃষ্টির আড়ালে থাকতে পারে না


জাতিসমূহের মাঝে বিক্ষিপ্ত যাকোবকুলের অবশিষ্টাংশ হবে প্রভুর কাছ থেকে ঝরা শিশিরের মত, তৃণদলের উপর বর্ষিত বৃষ্টিধারার মত, যা মানব সন্তানদের মুখাপেক্ষা করে না। কিম্বা নির্ভর করে না মানুষের উপর।


তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কথায় কর্ণপাত না কর তাহলে তোমাদের সাক্ষাতে তিনি যে সব জাতিকে ধ্বংস করেছেন ঠিক তেমনিভাবে তিনি তোমাদেরও ধ্বংস করবেন।


একদা জনাকীর্ণ জেরুশালেমের জনপদ আজ পড়ে আছে জনহীন, বিশ্ববন্দিতা নগরীর দশা আজ অনাথা বিধবার মত করুণ! গৌরবের শিখরে রাণীর আসনে যে ছিল অধিষ্ঠিতা সে আজ অবহেলিতা দাসীর মত।


তার থেকে আবার কয়েকটা চুল নিয়ে আগুনে ফেলে দেবে। সেগুলি পুড়ে যাবে। ঐ আগুন সারা ইসরায়েল জাতিকে গ্রাস করবে।


হে ঈশ্বরের প্রিয় নগরী, স্বয়ং ঈশ্বর বলেন তোমার গৌরবের কথা। সেলা


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন