Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 47:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সেখানে দেখলাম নদীর দুই তীরে অনেক গাছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর আমি যখন ফিরে গেলাম, তখন দেখ, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক গাছ ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সেখানে পৌঁছে আমি নদীর দুই ধারেই অনেক গাছপালা দেখতে পেলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর আমি যখন ফিরিয়া গেলাম, তখন দেখ, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক বৃক্ষ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 আমি সেই নদীর ধার দিয়ে হেঁটে যেতে যেতে সেই জলের দুধারে অনেক গাছ দেখতে পেলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 যেমন আমি ফিরে গেলাম, দেখ, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক গাছ ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 47:7
9 ক্রস রেফারেন্স  

নদীর দুই তীরে থাকবে সবরকমের ফলের গাছ। এগুলি থেকে খাদ্যসংস্থান হবে। এদের পাতা হবে চিরসজীব, ফল হবে অফুরন্ত। এগুলি হবে বারমেসে ফলের গাছ। কারণ মন্দির থেকে উৎসারিত স্রোতধারায় এই সব গাছ পুষ্টিলাভ করে, তাই এদের পত্র-পল্লব মানুষের রোগ-নিরাময় করবে।


নগরীর রাজপথের মধ্যভাগ দিয়ে প্রবহমান সেই নদীর দুই তীরে রয়েছে জীবনতরু। তরুগুলি বারো মাসে বারো রকমের ফল দেয়, সেই তরুপল্লবে সর্বজাতি আরোগ্য লাভ করে।


তারপর এলিয়র ফেলে যাওয়া আলখাল্লাটা তুলে নিয়ে জর্ডনের তীরে গিয়ে দাঁড়ালেন।


রাজা শলোমন ইদোম দেশে লোহিত সাগরের তীরে এলতের কাছে ইৎসিয়োন গেবরে নৌবহর নির্মাণ করেছিলেন। হীরাম তাঁর কয়েকজন দক্ষ নাবিককে শলোমনের কর্মচারীদের সঙ্গে এইসব জাহাজে পাঠিয়েছিলেন।


মোশি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন, প্রভু তাঁকে একটি গাছ দেখিয়ে দিলেন। মোশি সেই গাছের ডাল জলে ফেলে দেওয়ার পর জল মিষ্টি হয়ে গেল। প্রভু পরমেশ্বর এইখানে ইসরায়েলীদের জন্য একটি স্থায়ী রীতি প্রবর্তন করলেন। এখানে তিনি তাদের পরীক্ষা করেও দেখলেন।


তোমাকে পুনর্নির্মাণ করতে হে জেরুশালেম, সুশোভিত করতে আমার মন্দির, বিভূষিত করতে আমার নগরী আনা হবে দেবদারু, ওক আর পাইন কাষ্ঠ সর্বোৎকৃষ্ট বৃক্ষের অরণ্য লেবানন থেকে।


তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।


সিয়োনের শোকার্ত মানুষের কাছে, দুঃখ নয়, সাজাতে আনন্দের উপচার কন্ঠে পরাতে মহানন্দের পুষ্পমাল্য, আর্তনাদ নয়, সাজাতে স্তবের অর্ঘ্য তিনি প্রেরণ করেছেন আমায়। তারা হবে স্বয়ং প্রভু পরমেশ্বরের আপন হাতে রোপিত বৃক্ষের মত। তাদের সকল কর্ম হবে ন্যায্য তাদের কর্মে মহিমান্বিত হবেন ঈশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন