Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 47:20 - পবিএ বাইবেল CL Bible (BSI)

20 ভূমধ্যসাগরই দেশের পশ্চিম সীমান্ত রচনা করেছে। সেখান থেকে উত্তর দিকে হামাত গিরিপথের পশ্চিমের একটি স্থানে গিয়ে এই সীমানার শেষ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

20 আর পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র; দক্ষিণ সীমা থেকে হমাতের প্রবেশস্থানের সম্মুখ পর্যন্ত এটা পশ্চিমপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

20 পশ্চিমদিকের সীমানা হবে ভূমধ্যসাগর বরাবর লেবো হমাতের উল্টো দিক পর্যন্ত। এটিই হবে পশ্চিমদিকের সীমানা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

20 আর পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র; [দক্ষিণ] সীমা অবধি হমাতের প্রবেশস্থানের সম্মুখ পর্য্যন্ত এই পশ্চিমপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

20 “আর পশ্চিম পাড়ে ভূমধ্যসাগর একেবারে লীবো হমাতের সামনে পর্যন্ত সীমাস্বরূপ। এটা হবে পশ্চিমের সীমানা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

20 পশ্চিমপ্রান্ত মহাসমুদ্র হবে; যেখানে এটি গিয়েছে হমাতের বিপরীতে। এটি পশ্চিমপ্রান্ত হবে।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 47:20
7 ক্রস রেফারেন্স  

পূর্বে ভূমধ্যসাগর থেকে হেৎলোন নগর, হামাত গিরিপথ, এনোন নগর, দামাস্কাস এবং হামাতের মধ্যবর্তী সীমানা পর্যন্ত হবে দেশের উত্তর সীমা। প্রত্যেকটি গোষ্ঠী পূর্বদিক থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এক একটি ভূ-খণ্ড পাবে এবং উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিত ভাবে গোষ্ঠীগুলি প্রত্যেকে সমপরিমাণ ভূখণ্ড পাবে: দান, আশের, নপ্তালি, মনশিঃ, ইফ্রায়িম, রূবেণ, যিহুদা।


পশ্চিম দিকে তোমাদের সীমানা হবে ভূমধ্যসাগর ও তার উপকূলভাগ। এটাই হবে তোমাদের পশ্চিম সীমান্ত।


এরা হল ফিলিস্তিনীদের পাঁচ জন সামন্ত রাজা এবং বেল-হার্মোন থেকে হামাতের তোরণ পর্যন্ত লেবানন পর্বতনিবাসী সমস্ত কনানী, সীদোনী ও হিব্বীয় জাতি।


শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হমাত গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এসে এই পর্বে যোগ দিয়েছিল।


বারোথা, সিব্রায়িম (এই নগরগুলির দামাস্কাস রাজ্য ও হামাত রাজ্যের এলাকার মাঝখানে অবস্থিত) এবং টিকোন নগর পর্যন্ত (হাউরন রাজ্যের সীমান্তে এই নগর অবস্থিত)।


এই দেশ ইসরায়েল গোষ্ঠীরা ভাগ করে নেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন