Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 47:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 সেই পুরুষ তারপর আমাকে উত্তর দেউড়ি দিয়ে মন্দির এলাকার বাইরে নিয়ে গেলেন এবং সেখান থেকে ঘুরিয়ে পূর্ব দেউড়িতে আনলেন। এই দেউড়ির দক্ষিণ দিকে ক্ষীণকায়া জলাধারটি বয়ে চলেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়ে বের করলেন এবং ঘুরিয়ে বাইরের পথ দিয়ে, পূর্বমুখী পথ দিয়ে, বহির্দ্বার পর্যন্ত নিয়ে গেলেন; আর দেখ, দক্ষিণ পাশ দিয়ে পানি চুঁইয়ে পড়ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 পরে তিনি উত্তর দ্বারের মধ্য দিয়ে আমাকে বের করে আনলেন এবং বাইরের পথ দিয়ে ঘুরিয়ে পূর্বমুখী বাইরের দ্বারের কাছে নিয়ে গেলেন, আর সেই জল-দ্বারের দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাচ্ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পরে তিনি আমাকে উত্তরদ্বারের পথ দিয়া বাহির করিলেন, এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া, পূর্ব্বাভিমুখ পথ দিয়া, বহির্দ্বার পর্য্যন্ত লইয়া গেলেন; আর দেখ, দক্ষিণ বগল দিয়া জল চোঁয়াইয়া পড়িতেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 সেই পুরুষটি আমায় উত্তর দিকের দরজা দিয়ে নিয়ে গিয়ে পূর্ব দিকের বাইরের দরজার বাইরে চারধার দেখাল। জল দরজার দক্ষিণ দিক থেকে বইছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 পরে তিনি আমাকে উত্তর দরজার পথ দিয়ে বের করলেন এবং ঘুরিয়ে বাইরের পথ দিয়ে, পূর্ব দিকের পথ দিয়ে, বাইরের দরজা পর্যন্ত নিয়ে গেলেন; আর দেখ, দক্ষিণ দিক দিয়ে জল বয়ে যাচ্ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 47:2
5 ক্রস রেফারেন্স  

তারপর তিনি আমাকে উত্তরের দেউড়ি দিয়ে মন্দিরের সামনে নিয়ে গেলেন। মন্দিরের দিকে তাকাতেই দেখলাম, প্রভু পরমেশ্বরের জ্যোতির্ময় বিভূতিতে মন্দির পরিপূর্ণ। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, এই দেউড়ি এইভাবেই বন্ধ থাকবে, আর কোনদিন খুলবে না। কোন মানুষ এই দেউড়ি ব্যবহার করতে পারবে না। কারণ আমি, ইসরায়েলের প্রভু পরমেশ্বর এই দ্বার দিয়ে প্রবেশ করেছি। তাই এই দ্বার বন্ধ থাকবে।


এরপর তিনি আমাকে নিয়ে গেলেন উত্তর দ্বারে। এটিও মাপা হল এবং অন্যগুলির মত এর মাপও একই হল।


দিব্য পুরুষ আমাকে ফিরিয়ে আনলেন মন্দিরের প্রবেশ পথে। সেই প্রবেশ পথের নীচ দিয়ে একটি প্রস্রবণ উৎসারিত হয়ে পূর্বদিকে বয়ে চলেছে। পূর্বদিকেই ছিল মন্দিরের মুখ। মন্দিরের দক্ষিণ অংশের নীচ থেকে এই স্রোত উৎসারিত হয়ে যজ্ঞ বেদীর দক্ষিণ দিক ঘুরে প্রবাহিত হচ্ছে।


দিব্যপুরুষ তাঁর মাপকাঠি দিয়ে পূর্বমুখী ধারার এক হাজার হাত মেপে নিলেন এবং আমাকে সেখানকার স্রোতের জলের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে চললেন। তাতে মাত্র আমার গোড়ালি ডুবলো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন