Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 47:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)

19 দেশের দক্ষিণ সীমা হবে দক্ষিণ পশ্চিমে তামার থেকে কাদেশ-প্রস্রবণ পর্যন্ত এবং তারপরে উত্তর পশ্চিমে মিশর সীমান্ত বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 আর দক্ষিণপ্রান্ত দক্ষিণে তামর থেকে কাদেশস্থ মরীবৎ জলাশয় মিসরের স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্যন্ত; দক্ষিণ দিকের এটা দক্ষিণপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 দক্ষিণ দিকের সীমানা মরুসাগরের তামর থেকে কাদেশের মরীবার জল পর্যন্ত গিয়ে মিশরের মরা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে। এটিই হবে দক্ষিণের সীমানা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 আর দক্ষিণপ্রান্ত দক্ষিণে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় [মিসরের] স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্য্যন্ত; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 “দক্ষিণ দিকে, সীমা হবে তামর থেকে মরীবা কাদেশের হ্রদ পর্যন্ত। তারপর তা মিশরের নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত যাবে। এটা হবে দক্ষিণ দিকের সীমা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 দক্ষিণদিক দক্ষিণে তামর থেকে কাদেশে অবস্থিত মরীবৎ জলাশয় মিশরের ছোট নদী থেকে মহাসমুদ্র পর্যন্ত; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 47:19
15 ক্রস রেফারেন্স  

ঐ অংশের দক্ষিণের অঞ্চলটি দেওয়া হল গাদকে। তার জমির সীমানা দক্ষিণ-পশ্চিমে তামার থেকে কাদেশ-মেরিবাৎ প্রস্রবণ পর্যন্ত এবং উত্তর-পশ্চিমে মিশর সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত।


কারণ সীন প্রান্তরে কাদেশ-এর মরিবা জলস্রোতের কাছে ইসরায়েলীদের সামনে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পার নি, ইসরায়েলীদের কাছে আমার পবিত্রতার মর্যাদা রক্ষা কর নি।


আসমোন থেকে তোমাদের সীমানা মিশরের নদী বেষ্টন করে ভূমধ্যসাগর পর্যন্ত গিয়ে শেষ হবে।


সেই জলস্রোতের নাম দেওয়া হল মরিবা (বিবাদ), কারণ সেখানে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের সঙ্গে বিবাদ করেছিল এবং তিনি তাদের সাক্ষাতে নিজ পবিত্রতা প্রমাণিত করেছিলেন।


সেইদিন, ইউফ্রেটিস নদী থেকে মিশর সীমান্ত পর্যন্ত বিস্তৃত স্থানের সমস্ত প্রজাদের প্রভু পরমেশ্বর একজন একজন করে এনে একত্র করবেন, যেমন করে লোকে তুষ থেকে গম বাছাই করে নেয়।


সঙ্কটের মাঝে তুমি আমায় ডাকলে, আর আমি তোমায় করলাম উদ্ধার, অন্তরাল থেকে সাড়া দিলাম তোমায় বজ্রের ধ্বনিতে, তোমায় পরীক্ষা করলাম আমি, মরিবার জলকুণ্ডের ধারে।


আরাবা উপত্যকায় কিন্নেরৎ হ্রদের পূর্বতীর পর্যন্ত। বেথ যেশিমোৎ-এর দিকে আরাবা উপসাগর অর্থাৎ মরুসাগর পর্যন্ত। দক্ষিণে পিস্‌গা পর্বতের সানুদেশ পর্যন্ত।


লেবি সম্পর্কে তিনি বললেনঃ তোমার এই ভক্তদাসের কাছে রয়েছে তোমার থুমিম ও উরীম মাস্‌সাতে যাকে তুমি পরীক্ষা করে দেখেছ, মরিবার জলকুণ্ডের কাছে যাব সঙ্গে করেছ বিতর্ক।


ইদোমের পাশ্ববর্তী সীন প্রান্তর থেকে তোমাদের দক্ষিণ সীমান্ত সুরু হবে, পূর্বদিকের মরুসাগরের তীর পর্যন্ত হবে বিস্তৃত।


তারপর শলোমন এবং সমস্ত ইসরায়েলী প্রজা সাতদিন ধরে মন্দিরে ‘আশ্রয় পর্ব’ পালন করলেন। উত্তরে হামাথ গিরিপথ থেকে শুরু করে দক্ষিণে মিশর সীমান্ত থেকে অগণিত ইসরায়েলী জনতা এই পর্বে যোগ দিয়েছিল।


এন-গেদি থেকে এন-এগলায়িম পর্যন্ত নদী প্রবাহের এই অংশটিতে জেলেদের ভিড় হবে। তারা সেখানে নদীর ধারে জাল শুকাতে দেবে। ভূমধ্যসাগরে যত রকম মাছ পাওয়া যায় এখানেও ততরকম মাছই পাওয়া যাবে।


দেশের উত্তর সীমা হবে ভূমধ্যসাগর থেকে পূর্বে হেৎলোন নগর, হামাত গিরিপথ, সেদাদ নগর,


সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী প্রথম মাসে সীন প্রান্তরে এসে উপস্থিত হল এবং কাদেশ অঞ্চলে কিছুদিন বাস করল। সেখানে মিরিয়ম মারা গেলেন এবং তাঁকে কবর দেওয়া হল।


বালেথ, যিহুদীয়ার প্রান্তরের তামর,


কয়েকজন সংবাদদাতা রাজা যিহোশাফটের কাছে এসে সংবাদ দিল যে, মরুসাগরের ওপারে ইদোম থেকে বিরাট এক সৈন্যবাহিনী আপনাকে আক্রমণ করতে আসছে। ইতিমধ্যে তারা হাসসোন-তামর অধিকার করে নিয়েছে। (এই স্থানের অপর নাম এনগেদী)


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন