যিহিষ্কেল 45:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)12 তোমাদের মাপের হিসাব নীচে দেওয়া হলঃ 20 গেরা=1 শেকেল 60 শেকেল=1 মিনা অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর শেকল বিশ গেরা পরিমিত হবে; বিশ শেকলে, পঁচিশ শেকলে ও পনের শেকলে তোমাদের মানি হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 এক শেকলে থাকবে কুড়ি গেরা। কুড়ি শেকল, পঁচিশ শেকল ও পনেরো শেকলে এক মানি হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর শেকল বিংশতি গেরা পরিমিত হইবে; বিংশতি শেকলে, পঁচিশ শেকলে, ও পনের শেকলে তোমাদের মানি হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 এক শেকেল 20 গেরার সমান। এক মিনা 60 শেকেলের সমান, তা অবশ্যই 20 শেকেল যোগ 25 শেকেল যোগ 15 শেকেলের সমান হয়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 শেকল কুড়ি গেরা হবে; ষাট শেকলে তোমাদের জন্য একটি মানি হবে। অধ্যায় দেখুন |
নিম্নলিখিত মাপের ভিত্তিতে তোমাদের নৈবেদ্য উৎসর্গ করতে হবে: গম: মোট ফসলের 1/60 ভাগ বার্লি: মোট ফসলের 1/60 ভাগ জলপাই তেল: গাছ থেকে সংগৃহীত ফলের 1/60 ভাগ (‘বাথ’ দিয়ে এই তেল মাপবে: 10 বাথ=1 হোমের=1 কোর) ভেড়া: ইসরায়েলের চারণভূমি থেকে প্রতি 200টি থেকে 1টি ভেড়া। তোমাদের আনতে হবে শস্য নৈবেদ্য, হোমবলির ও স্বস্ত্যয়ন বলির জন্য পশু, যাতে তোমাদের পাপ মার্জনা হয়। আমি সর্বাধিপতি প্রভু এই আদেশ করছি।