Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 44:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 তারপর তিনি আমাকে উত্তরের দেউড়ি দিয়ে মন্দিরের সামনে নিয়ে গেলেন। মন্দিরের দিকে তাকাতেই দেখলাম, প্রভু পরমেশ্বরের জ্যোতির্ময় বিভূতিতে মন্দির পরিপূর্ণ। আমি মাটিতে উবুড় হয়ে পড়লাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 পরে তিনি উত্তরদ্বারের পথে আমাকে এবাদতখানার সম্মুখে আনলেন; তাতে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, মাবুদের বায়তুল-মোকাদ্দস মাবুদের প্রতাপে পরিপূর্ণ হল; তখন আমি উবুড় হয়ে পড়লাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 তারপর সেই ব্যক্তি উত্তর দ্বারের পথে আমাকে মন্দিরের সামনে আনলেন। আমি দেখলাম সদাপ্রভুর মহিমায় সদাপ্রভুর মন্দির পরিপূর্ণ, আর আমি উবুড় হয়ে পড়লাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 পরে তিনি উত্তরদ্বারের পথে আমাকে গৃহের সম্মুখে আনিলেন; তাহাতে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইল; তখন আমি উপুড় হইয়া পড়িলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 তারপর সেই পুরুষ আমাকে উত্তর দিকের দরজা দিয়ে মন্দিরের সামনে আনল। আমি দেখলাম প্রভুর মহিমায় মন্দির ভরে উঠেছে, আমি উপুড় হয়ে মাটিতে প্রণাম করলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 পরে সে উত্তর দিকে দরজার পথে আমাকে ঘরের সামনে আনলেন। তাই আমি দেখলাম এবং দেখ, সদাপ্রভুর গৃহ সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হল এবং আমি উপুড় হয়ে পড়লাম।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 44:4
18 ক্রস রেফারেন্স  

আলোর মাঝে ফুটে উঠেছে মেঘধনুকের বর্ণালী। আমি অনুভব করলাম প্রভু পরমেশ্বরের দিব্য বিভূতি।


তাঁকে দেখামাত্র আমি তাঁর চরণপ্রান্তে মৃতবৎ পতিত হলাম। তিনি দক্ষিণ হস্ত প্রসারিত করে আমাকে স্পর্শ করলেন, বললেন,


আমি প্রান্তরে গেলাম। সেখানে দেখলাম পরমেশ্বরের অলৌকিক মহিমা। এ মহিমা আমি আগেও একবার দেখেছি কিবার নদীতীরে।


তারপর সেই মানুষটি উত্তরের সদর দেউড়ি থেকে যে পথটি বাইরের প্রাঙ্গণে এসে পৌঁছেছে, সেই পথটি মাপলেন।


কাঁপিয়ে তুলব আমি সর্বজাতিকে। সর্বজাতির ধন-সম্পদ এখানে আসবে, আর আমি এই মন্দির গৌরবে পরিপূর্ণ করব।


ঘরের বাইরে ঐ রকমই আরো চারটি টেবিল উত্তর দেউড়িতে প্রবেশ পথের দুদিকে দুটো করে রাখা আছে।


দেখ, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন, আমি আমার অগ্রদূতকে পথ প্রস্তুত করার জন্য পাঠিয়েছি। তোমরা যাঁর প্রত্যাশায় আছ, সেই প্রভু সহসা তাঁর মন্দিরে উপস্থিত হবেন। প্রভুর সঙ্গে তোমাদের সন্ধির কথা ঘোষণা করতে আসবেন সেই অগ্রদূত, তোমরা যাঁর প্রতীক্ষায় আছ।


তখন প্রাণীদের উপর দিয়ে ঈশ্বরের আলোকোজ্জ্বল মহিমা বেরিয়ে এসে মন্দিরের প্রবেশ দ্বারের দিকে প্রস্থান করল। মন্দির তখন ভরে গেল মেঘে, আলোয় উদ্ভাসিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ।


ঈশ্বর পুণ্যবানদের সমাজে ভয় ও ভক্তির পাত্র তারা সকলে জানায় তোমায় শ্রদ্ধা ও সম্মান।


ঈশ্বর তাঁকে বললেন,


তিনি আমাকে মন্দিরের উত্তর দ্বারে নিয়ে গেলেন। দেখালেন, সেখানে স্ত্রী লোকেরা তম্মুষ দেবের মৃত্যুর জন্য ক্রন্দন করছে।


এরপর তিনি আমাকে নিয়ে গেলেন উত্তর দ্বারে। এটিও মাপা হল এবং অন্যগুলির মত এর মাপও একই হল।


গাব্রিয়েল আমার কাছে এসে দাঁড়ালেন। ভীত সন্ত্রস্ত হয়ে আমি উপুড় হয়ে মাটিতে পড়লাম। তিনি বললেন, মর্ত্য মানব, ভাল করে বুঝে নাও। দর্শনটিতে জগতের শেষ সময়ের কথা বলা হয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন