Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 43:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)

9 এখন তারা অলীক মূর্তিপূজায় বিরত হবে এবং তাদের রাজন্যবর্গের মৃতদেহ এখানে কবর দেওয়া বন্ধ করবে। তাই যদি করে, তাহলে তাদের মাঝে আমি অনন্তকাল বাস করব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 এখন তারা নিজেদের জেনা ও নিজেদের বাদশাহ্‌দের লাশ আমার কাছ থেকে দূর করুক, তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 এখন তারা তাদের ব্যভিচার এবং তাদের রাজাদের মৃতদেহ আমার সামনে থেকে দূর করুক, তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 এখন তাহারা আপনাদের ব্যভিচার ও আপনাদের রাজাদের শব আমা হইতে দূর করুক, তাহাতে আমি চিরকাল তাহাদের মধ্যে বাস করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 এখন তারা তাদের যৌন পাপ, তাদের রাজাদের মৃতদেহ আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাক্, তাহলে আমি চিরকাল তাদের সঙ্গে বাস করব।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 এখন তারা তাদের অবিশ্বস্ততা এবং রাজাদের মৃতদেহ আমার থেকে দূরে রাখুক তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করব।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 43:9
11 ক্রস রেফারেন্স  

হে মর্ত্যমানব, এই যে, এখানে আমার সিংহাসন। ইসরায়েল জাতির মাঝে এইখানে আমি বিরাজ করব এবং চিরকাল তাদের শাসন-শৃঙ্খলা পরিচালনা করব। ইসরায়েল বা তাদের রাজারাও আর কখনও অলীক মূর্তি পূজা করে কিম্বা তাদের রাজাদের মৃতদেহ এখানে কবর দিয়ে আমার পবিত্র নামে কলঙ্ক লেপন করবে না।


ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার সম্পর্ক কি? আমরাই সদাজাগ্রত ঈশ্বরের মন্দির, ঈশ্বর বলেছেনঃ আমি তাদের মাঝে করব অধিষ্ঠান, তাদেরই সঙ্গে চলবে আমার নিত্য আসা যাওয়া। আমি হব তাদের ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা।


তারা আর কখনও অলীক মূর্তির সেবায় বা জঘন্য কদাচারে লিপ্ত হয়ে নিজেদের অশুচি করবে না। আর পাপের সর্বপ্রকার পথ থেকে আমি তাদের দূরে রাখব, তারা আমার বাধ্য হবে, আর বিশ্বাসভঙ্গ করবে না। আমি তাদের শুচি করব। তারা হবে আমার প্রজা, আমি হব তাদের ঈশ্বর।


বৎসেরা, তোমাদের মাতার সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। আর আমিও তার স্বামী নই। তাই তোমরাই তাকে অনুনয় করে বলযেন সে ব্যভিচার ও পতিতাবৃত্তি ত্যাগ করে।


ঈশ্বর সেখানে বিরাজমান, সেই নগরীকে কখনও ধ্বংস করা যাবে না, কখনও তা হবে না বিচলিত, বিপর্যয় নেমে আসার মুহূর্তেই ঈশ্বর এসে দাঁড়াবেন তার পরম সহায়রূপে।


ইসরায়েলীদের মাঝে আমি বসতি করব এবং আমিই হব তাদের ঈশ্বর।


তাই আমি তোমার জন্য সুমহান এক মন্দির করেছি রচনা! এখানেই বাস কর তুমি চিরদিন চিরকাল


লক্ষ লক্ষ প্রকাণ্ড রথসহ আগমন করেছিলেন প্রভু পরমেশ্বর তাঁর পবিত্র পীঠস্থানে সিনাই পর্বত থেকে


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন