Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 40:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 সেটি পেরিয়ে দেখলাম, একটি অলিন্দ। অলিন্দের দুদিকে ছিল তিনটি করে ঘর। প্রত্যেকটি ঘর দৈর্ঘ্যে প্রস্থে ছ-হাত করে—একেবারে চারকোণা। ঘরের মাঝখানের দেওয়ালগুলি ছিল পাঁচ হাত পুরু। এই ঘরগুলির পরে ছিল ছ-হাত লম্বা আর একটা অলিন্দ, সেটা শেষ হয়েছে একটা বড় ঘরের কাছে গিয়ে। ঘরের মুখ মন্দিরের দিকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর প্রত্যেকটি কক্ষ লম্বায় এক নল ও চওড়ায় এক নল পরিমিত; এক একটির কক্ষের মধ্যে পাঁচ হাত ব্যবধান ছিল; এবং দ্বারের বারান্দার পাশে এবাদতখানার দিকে দ্বারের গোবরাট ছিল, এক নল পরিমিত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 দ্বারের পাহারাদারদের ঘরগুলি এক মাপকাঠি লম্বা ও এক মাপকাঠি চওড়া এবং এক ঘর থেকে আর এক ঘরের মধ্যেকার দেয়াল পাঁচ হাত মোটা ছিল। আর দ্বারের বারান্দার পাশে মন্দিরের দ্বারের ঢুকবার মুখটা ছিল এক মাপকাঠি লম্বা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর প্রত্যেক বাসা দীর্ঘে এক নল ও প্রস্থে এক নল পরিমিত; এক এক বাসার মধ্যে পাঁচ পাঁচ হস্ত ব্যবধান ছিল; এবং দ্বারের বারাণ্ডার পার্শ্বে গৃহের দিকে দ্বারের গোবরাট এক নল পরিমিত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 রক্ষীদের ঘরগুলি ছিল মাপে লম্বায় এক মাপকাঠি ও চওড়ায় এক মাপকাঠি। ঘরগুলির মধ্যের দেওয়াল চওড়ায় 5 হাত ছিল। প্রবেশ পথের বারান্দার দিকের মুখটি যেটি মন্দিরের দিকে মুখ করে ছিল তাও প্রস্থে এক মাপ কাঠি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর প্রত্যেক যথার্থ স্থান লম্বায় এক লাঠি ও চওড়ায় এক লাঠি; যে কোনো দুটো যথার্থ স্থানের মধ্যে পাঁচ হাত ব্যবধান ছিল এবং দরজার বারান্দার পাশে মন্দিরের দিকে দরজার গোবরাট এক লাঠি গভীর ছিল।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 40:7
14 ক্রস রেফারেন্স  

অন্যগুলির মত এখানেও আছে প্রহরীকক্ষ, অলিন্দের সুসজ্জিত দেওয়াল, একটি প্রবেশকক্ষ এবং চারিদিকে জানালা। এর মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত।


ওপরতলা বা তিনতলার ঘরগুলি ছিল একতলা ও দোতলায় তুলনায় ছোট কারণ এই ঘরগুলির সামনে চওড়া বারান্দা ছিল।


এখানকার প্রহরীদের কক্ষ, প্রবেশ কক্ষ, ঘরের ভিতরের দেওয়াল—সবকিছুরই মাপ অন্য দেউড়ির ঘরগুলির সমান। সেখানে চারিদিকে আছে জানালা এবং প্রবেশ কক্ষটিতেও জানলা আছে। এরও মোট দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থ পঁচিশ হাত।


এখানকার প্রহরীদের কামরা, প্রবেশ কক্ষ এবং ভিতরের দেওয়ালের মাপ অন্যদিকের মত একই। এই প্রবেশ দ্বারের ঘরগুলিতে জানালা ছিল। এখানকার সবশুদ্ধ মাপ ছিল দৈর্ঘ্যে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।


হিগদলিয়ের পুত্র নবী হাননের শিষ্যদের ঘরে আমি তাদের নিয়ে গেলাম, যে ঘরটি ছিল শাল্লুমের পুত্র মাসেয়ার ঘরের উপরে এবং অন্যান্য কর্মচারীদের ঘরের পাশে। মাসেয়া ছিল মন্দিরের গুরুত্বপূর্ম পদের অধিকারী।


যতক্ষণ না তোমরা মন্দিরে পৌঁছাও সতর্কভাবে এগুলি পাহারা দাও। তারপর পুরোহিতদের কক্ষে গিয়ে সেগুলি ওজন করো এবং যাজকপ্রধান, লেবীয় প্রধানদের কাছে ও জেরুশালেমের ইসরায়েলী নেতৃবর্গের কাছে সেগুলি জমা দিও।


রাজার আদেশ তাঁরা মন্দির এলাকায় কতকগুলি ভাণ্ডার গৃহ নির্মাণ করলেন এবং


এর মধ্যে পঞ্চাশ শেকেল সোনা লেগেছিল প্রেক তৈরী করতে। মন্দিরের উপরের কক্ষগুলিও সোনা দিয়ে মুড়ে দেওয়া হল।


এবং নিম্নলিখিত কাজের দায়িত্ব তাদের দেওয়া হত: মন্দিরের উপাসনায় হারোণ বংশীয় পুরোহিতদের সাহায্য করা, মন্দির প্রাঙ্গণ ও কক্ষগুলি পরিষ্কার করা, পবিত্র জিনিষপত্র শুচিশুদ্ধ রাখা, মন্দিরের পরিচর্যার অন্যান্য কাজকর্ম করা।


চার প্রধান রক্ষী ছিলেন লেবীয়। চূড়ান্ত দায়িত্ব এঁদের হাতেই ন্যস্ত ছিল। এঁরা মন্দিরের কক্ষগুলি ও মন্দিরের ভাণ্ডারে মজুত দ্রব্যসামগ্রী রক্ষণাবেক্ষণের দায়িত্বেও নিযুক্ত ছিলেন।


তিনি ঘরটি মাপলেন। দেখা গেল, ঘরটি প্রস্থে আট হাত। এটি ছিল দেউড়ির শেষ প্রান্তে। এর পরেই মন্দির। এর অপর প্রান্ত যে দেওয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে সেই দেওয়ালগুলির দুহাত পুরু।


(অলিন্দের দুপাশের কামরাগুলি ছিল একই মাপের এবং দুই কামরার মাঝখানের দেওয়ালগুলিও ছিল একই মাপের।)


সেখানেও প্রহরীদের জন্য অলিন্দের দুপাশে মুখোমুখি তিনটি করে কামরা। কামরাগুলির মাঝখানের দেওয়াল ও প্রবেশ কক্ষের মাপ পূর্বদ্বারের মতই একই মাপের। সদর দেউড়ি থেকে প্রবেশ পথটির দৈর্ঘ্য পঞ্চাশ হাত এবং প্রস্থে পঁচিশ হাত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন