Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিহিষ্কেল 40:48 - পবিএ বাইবেল CL Bible (BSI)

48 তারপর তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের প্রবেশ কক্ষে। কক্ষটির মাপ নিলেন তিনি। তার মাপ ছিল ভিতরের দিকে পাঁচ হাত আর পাশের দিকে চোদ্দ হাত। দুপাশে তিন হাত পুরু দেওয়াল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

48 পরে তিনি আমাকে এবাদতখানার বারান্দায় নিয়ে গিয়ে সেই বারান্দার উপস্তম্ভগুলো মাপলেন; প্রত্যেকটি এদিকে পাঁচ হাত, ওদিকে পাঁচ হাত পরিমিত; এবং দ্বারের চওড়া এদিকে তিন হাত, ওদিকে তিন হাত পরিমিত ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

48 তিনি আমাকে মন্দিরের বারান্দায় আনলেন এবং বারান্দার চৌকাঠের বাজু মাপলেন; উভয় দিকের সেগুলি পাঁচ হাত চওড়া ছিল। প্রবেশদ্বার চোদ্দ হাত এবং উভয় দিকের থামগুলি তিন হাত চওড়া ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

48 পরে তিনি আমাকে গৃহের বারাণ্ডায় লইয়া গিয়া সেই বারাণ্ডার উপস্তম্ভগুলি মাপিলেন; প্রত্যেকটী এদিকে পাঁচ হস্ত, ওদিকে পাঁচ হস্ত পরিমিত; এবং দ্বারের প্রস্থ এদিকে তিন হস্ত, ওদিকে তিন হস্ত পরিমিত ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

48 তারপর সেই ব্যক্তিটি আমায় মন্দিরের দক্ষিণ গাড়ী বারান্দায় নিয়ে গিয়ে দুই ধারের দেওয়াল মাপল। প্রতি পাশের দেওয়াল ছিল 5 হাত পুরু ও 3 হাত চওড়া। এবং তাদের মধ্যকার ব্যবধানের মাপ ছিল 14 হাত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

48 পরে তিনি আমাকে গৃহের বারান্দায় আনলেন সেই বারান্দার চৌকাঠগুলি মাপলেন; তারা পাঁচ হাত মোটা। দ্বারের প্রস্থ চৌদ্দ হাত চওড়া এবং দেয়ালগুলি উভয় দিকে তিন হাত চওড়া।

অধ্যায় দেখুন কপি




যিহিষ্কেল 40:48
5 ক্রস রেফারেন্স  

মন্দিরের সামনের বারান্দার দৈর্ঘ ছিল কুড়ি হাত অর্থাৎ সমগ্র মন্দিরের প্রস্থের সমান এবং উচ্চতায় একশো কুড়ি হাত। মন্দিরের কক্ষের দেওয়াল তিনি খাঁটি সোনার পাত দিয়ে মুড়ে দিলেন।


মন্দিরের সামনের বারান্দাটির দৈর্ঘ্য ছিল কুড়ি হাত অর্থাৎ মূল মন্দিরের প্রস্থের সমান এবং প্রস্থে দশ হাত।


তারপর তিনি গেলেন একেবারে মন্দিরের অন্তঃপুরে, গর্ভগৃহে। সেখানে যাবার রাস্তাটি তিনি মাপলেন। সেটি ছ-হাত চওড়া ও দুহাত ভিতরের দিকে চলে গেছে। তার দুদিকে সাত হাত পুরু দেওয়াল।


অলিন্দের পাশের দেওয়ালে বসানো অনেক জানালা আর তার দেওয়াল দুটিতে খেজুর গাছ খোদাই করা।


প্রত্যেকটি দরজার দুটি করে পাল্লা, মাঝখান দিয়ে ভাগ হয়ে খুলে যায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন